আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন?
ভালো থাকারই কথা, ট্রিকবিডির সাথে যারা থাকে, সবাই ভালো থাকে,
আমিও আলহামদুলিল্লাহ ভালো,

আজকে আমি কম্পিউটারের একটা ট্রিক নিয়ে আলোচনা করব,
আর সেটা হলো, আমাদের প্রায় অনেকের কাছে কম্পিউটার আছে, হোক যেটা ল্যাপটপ অথবা ডেক্সটপ,
তো আমরা একেকজন একেক রকমের মাউস ব্যবহার করে থাকি, মাউস ছাড়া কম্পিউটার কল্পনা করা যায় না, যেটি একই মুদ্রার এপিট ওপিটের মতো
কিন্তু ভেবে দেখুন, হঠাৎ করে কোন একদিন আমাদের মাউস টি নষ্ট হয়ে গেলো, কিংবা ব্যাটারি চার্জ শেষ, তখন কী হবে?
হয়ত সেটার উত্তর মাউস ঠিক করা না পর্যন্ত কম্পিউটার স্টপ,
না,
সেটা হয়ে যাবে কেনো? অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকলে তখন কী করবেন??
যাক মূল কথায় আসি,
আজকে আমি আপনাদেরকে ২টি এপ সম্পর্কে পরিচয় করিয়ে দিব (একটি কম্পিউটারের আরেকটি মোবাইল এর)
যার সাহায্যে আপনারা আপনাদের অ্যান্ড্রইড সেটের সাহায্যে মাউস দ্বারা কম্পিউটার নিয়ন্ত্রন করতে পারবেন,
সো, অ্যাপ টি হলো,

Name: Remote mouse
Size : 13.41 mb

download now


এটি ইনস্টল করার পর, আপনার কম্পিউটারে কোন এক ব্রাউজার এ ডোকে URL লিখবেন,
www.remotemouse.net

ঠিক নিচের ছবির মতো,


তারপর এরকম একটি পর্দা আসবে, সেখানে Get now ক্লিক করবেন,

ক্লিক করার পর step 2, তে আপনার কম্পিউটার Mac হলে mac ভার্সন ডাওনলোড করবেন,
Windows হলে windows ভার্সন ডাওনলোড করবেন


ব্যস, ডাওনলোড হওয়ার পর সেটি কম্পিউটারে ইনস্টল করে ফেলবেন,

ওপেন করবেন,


ওপেন করার পর এখানে YES দিবেন,


Yes দেওয়ার পর এরকম একটি পেজ আসবে,

না আসলে ওই এপটি আবার ওপেন করার চেষ্টা করবেন
এবার মোবাইলে ইনস্টল করা Remote Mouse এ প্রবেশ করুন,
সেখানে দেখবেন আপনার কম্পিউটার কে অটোমেটিক ধরে ফেলেছে, দেখুন, আমার পিসিকে অটোমেটিক পেয়ে গেছে


তারপর আপনার কম্পিউটারের আইপি এড্রেস মিলিয়ে সেখানে ক্লিক করবেন

যদি আপনার কম্পিউটারকে অটোমেটিক না পায়, তাহলে কোনার প্লাস(+) চিহ্নে ক্লিক করে ম্যানুয়াল ভাবে আপনার কম্পিউটারের আইপি এড্রেস লিখবেন, অথবা QR CODE দিয়ে কানেক্ট করতে পারবেন,


শুধুমাত্র মাউস ছাড়াও এতে আরো অনেক কাজ করতে পারবেন, যেমন কী-বোর্ড, ব্রাউজার কন্ট্রোল ইত্যাদি ইত্যাদি,

সো, আজ এ পর্যন্তনই, আগামী টিউনে আপনাদের সাথে দেখা হবে ইন শা আল্লাহ

6 thoughts on "[remote mouse] দেখে নিন কিভাবে আপনার অ্যানড্রইড সেট দিয়ে আপনার কম্পিউটারে মাউস/কি-বোর্ড চালাবেন, না দেখলে মিস"

  1. Avatar photo Nishat Roni Contributor says:
    Vai, mobile dia microphone
    Er kaj Kora jay Amon Kno
    App ache????
    1. Avatar photo Tuhin Author says:
      আছে
    2. Avatar photo Nishat Roni Contributor says:
      Tnq vai.
    3. Sourov2002 Contributor says:
      আছে, Wo mic
    4. Avatar photo Nishat Roni Contributor says:
      Mobile sounds box er
      Sathe Bluetooth dia
      Connect koira microphone
      Hishebe Use Kora jabe????
  2. Avatar photo asmasagor Contributor says:
    Eta use korte ki net connection on rakha Lagbe??

Leave a Reply