Be a Trainer! Share your knowledge.
Home » Windows PC » Bootable ISO নেই এবার নিজেই বানান এবং সাথে তৈরী করে ফেলুন Bootable Disc অথবা Pendrive আপনার পিসিতে Windows ইন্সটল করার জন্য

Bootable ISO নেই এবার নিজেই বানান এবং সাথে তৈরী করে ফেলুন Bootable Disc অথবা Pendrive আপনার পিসিতে Windows ইন্সটল করার জন্য

হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি খুব দরকারী এবং কাজের একটি টিপস আপনি যদি কম্পিউটার ব্যবহারকারী হয়ে থাকেন তবে অবশ্যই আপনার কাজে আসতে পারে তাই পুরো পোষ্ট টি মনযোগ সহকারে দেখার অনুরোধ রইলো তাহলে চলুন শুরু করা যাক।

ধরুন আপনার এক বন্ধু আপনাকে বলে বসলো দোস্ত আমার কম্পিউটার টা চালু হচ্ছেনা উইন্ডোজ দিয়ে দিবি, আর আপনিও যেহেতু এ ব্যাপারে পারদর্শী সেই মোতাবেক বন্ধুর উপকারের কথা ভেবে রাজী হয়ে গেলেন। কিন্তু বিপত্তি ঘটলো তখন যখন কিনা পিসি চালু করে জানতে পারলেন আপনার বন্ধুর DVD RW নষ্ট।
এখন আপনার কাছে দুটি উপায় আছে হয় Bootable ISO ব্যবহার করে Bootable Pen Drive তৈরী করে উইন্ডোজ ইন্সটল করে দেওয়া যার জন্য প্রয়োজন পড়বে Windows Iso আর তা যদি না থাকে তবে ডাউনলোড করে নিতে হবে যার সাইজ কমপক্ষে হলেও 3.7+ GB.

আপনি যদি Windows 7 এর ISO ডাউনলোড করতে চান তবে নিচের লিংকে ভিজিট করুনঃ

Windows 7 সম্পর্কে জেনে নিন আর সাথে বোনাস হিসাবে নিয়ে নিন Top 5 Windows 7 Stylish Edition

আর ২য় উপায় হলো আপনি অন্য পিসি্তে আপনার বন্ধুর পিসির Hard Disk টি ব্যবহার করে  Windows Install করে নিতে পারবেন এবং কাজ শেষে আপনার বন্ধুর পিসিতে Hard Disk স্থাপন করে Drive Update দিয়ে কাজটি সফল ভাবে শেষ করতে পারেন windows iso প্রয়োজন হলে উপরের লিংক অথবা Disc ব্যবহার করুন।

৩য় বোনাস উপায় আপনার কাছে যদি Windows ISO থাকে তবে Live Windows Pendrive বানিয়ে আপনার বন্ধুর পিসিটি চালু করতে পারেন এবং Windows দেওয়ার জন্য আপনার সেই Live Windows Pendrive টিতে Windows Disc অথবা ISO কপি করে নিতে পারেন এবং Live Windows চালু করে সেই কপি করা ফাইল বন্ধুর Hard Disk সরি বন্ধুর পিসির Hard Disk এ Paste করে সেখান থেকে Windows টি Install করতে পারেন।

HardDisk ছাড়া কম্পিউটারে Windows চালিয়েছেন এবার আসুন HardDisk ছাড়া চালাবো Windows

৪র্থ বোনাস উপায় আপনি Live Linux Pendrive বানিয়ে দিতে পারেন আপনার বন্ধুকে তার Pen Drive এ যাতে সে তার অতীব দরকারী কাজ গুলো Windows Install করা ছাড়াই সেরে নিতে পারে।

Pen Drive Bootable করার নিয়ম সাথে ZoRin OS Install না দিয়ে লাইভ চালানোর নিয়ম

অনেক তো গল্পে গল্পে ISO কেন দরকার তা বোঝানোর চেষ্টা করলাম এবার চলুন আসল কাজ Bootable ISO বানানোর টিউটোরিয়াল নিয়ে, তাহলে চলুন শুরু করা যাক।

আপনার যা প্রয়োজন পড়বে তা নিম্নরুপঃ
1. Windows Disc ( Any)
2. Ultra Primium ISo
3. Computer

প্রথমে উইন্ডোজ এর Disc না থাকলে দয়া করে দোকান থেকে কিনে নিয়ে আসুন অথবা কোন বন্ধুর কাছে থেকে Windows Disc এর সম্পূর্ন ফাইল কপি করে নিয়ে আসুন।

এবার দরকার হবে আপনার একটি সফটওয়্যার এর প্রিমিয়াম ভার্সন না থাকলে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
Download করে নিন 29.95$ ডলার মূল্যের UltraISO Premium সম্পূর্ন ফ্রিতে আপনার কম্পিউটারের জন্য

আর 3rd পয়েন্ট ছিলো Computer , এটা তো আশা করি আছেই নয়তো তো আপনি আর এমনি এমনি এই কাজ গুলো করতে পারবেন না তবে চাইলে অন্য কারো কম্পিউটার থেকেও করে নিতে পারেন সম্পুর্ন প্রসেস যদি পিসি না থাকে।

তাহলে UltraIsoPremium ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে ফেলুন এবং ইন্সটল হয়ে গেলে Open করুন। পাশাপশি উইন্ডোজের Disc টি DVD Rom এ প্রবেশ করান।

প্রথমে আপনার উইন্ডোজের কপিটি নির্বাচন করুন অথবা Rom এ প্রবেশ করে সকল ফাইল Add করে নিন।

এবার File Menu থেকে Save As নির্বাচন করুন।

আর ISO Format এর জন্য যে কোন নাম দিয়ে Save বাটনে ক্লিক করুন।

এবার কিছুক্ষন প্রসেসিং হবে ১৪-১৫ মিনিটের মত।

এবং সবশেষে পেয়ে যাবেন আপনার কাংখিত ISO.

আর ভিডিও টিউটোরিয়াল দেখতে নিচের ভিডিও টি দেখতে পারেন

এবার Pendrive Bootable করার নিয়ম জানার জন্য নিচের লিংক ঘুরে আসতে পারেন।

Bootable Pendrive বানানোর নিয়ম দেখতে এখানে ক্লিক করুন।

আর যারা DVD Burn করতে চান তারা সরাসরি Blank Disk প্রবেশ করিয়ে Burn করে নিতে পারবেন UltraIsoPremium দিয়ে।

তাহলে ভালো থাকুন আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

সৌজন্যে: Cyber Prince

5 years ago (Jul 28, 2019)

About Author (354)

Cyber_Prince
author

Without Yourself No One Can Help You

Trickbd Official Telegram

6 responses to “Bootable ISO নেই এবার নিজেই বানান এবং সাথে তৈরী করে ফেলুন Bootable Disc অথবা Pendrive আপনার পিসিতে Windows ইন্সটল করার জন্য”

  1. Nadimmoon Contributor says:

    Vi Kali Linux prindrive a live a chalabo help koren vi

  2. Cyber Prince Author Post Creator says:

    নিচের পোষ্টের নিয়মে বুট করেন তারপর লাইভ চালাতে পারবেন
    https://trickbd.com/uncategorized/419806

  3. Mdshakib Bulbul Contributor says:

    অনেক দিন পর ট্রিকবিডিতে লগিং হলাম দারন পোস্ট ভাইয়া

  4. Lost Mind Contributor says:

    অনেক সুন্দর হয়েছে ভাই

Leave a Reply

Switch To Desktop Version