Be a Trainer! Share your knowledge.
Home » Windows PC » {লিনাক্স মেলা} আসুন পরিচিত হই আমার দেখা কিছু সেরা লিনাক্স অপারেটিং সিস্টেম এর সাথে☣

{লিনাক্স মেলা} আসুন পরিচিত হই আমার দেখা কিছু সেরা লিনাক্স অপারেটিং সিস্টেম এর সাথে☣

লিনাক্স হল একটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কার্ণেল। ওপেন সোর্স বলতে বুঝায় যার সোর্স কোড সবার জন্য উন্মুক্ত ও এর পাশাপাশি নিজের মতো করে পরিবর্তন, পরিবর্ধন এবং সেটি নিজের নামে প্রকাশ করা যায়।আর আপনি যদি প্রোগ্রামিং সম্পর্কে ধারণা রাখেন, তাহলে আপনি আপনার ইচ্ছামত সবগুলো লিনাক্স ডিস্ট্রোকে কাস্টোমাইজ করতে পারবেন।

তবে এটা চালাতে আপনাকে কোন প্রোগ্রামিং জানতে হবে না। উইন্ডোজ কিংবা ম্যাকে আপনাকে টাকা দিয়ে সফটওয়্যার কিনতে হয় আর এখানে আপনি সকল সফটওয়্যার পাবেন সম্পূর্ন ফ্রি। সকল সফটওয়্যার একসাথে পাবেন, তাদের বিল্ট ইন সফটওয়্যার সেন্টারে।

 আমার দেখা কিছু সেরা লিনাক্স অপারেটিং সিস্টেম।

লিনাক্সের রয়েছে অসংখ্য ডিস্ট্রো তার মধ্য থেকে আমি সেরা ১০টি নিয়ে আলাপ করবো।

Manjaro Linux

কেন ব্যবহার করবেন?

  • সব ধরণের হার্ডওয়্যার সমর্থন
  • কার্নেল কাস্টোমাইজ সুবিধা
  • অনেক বেশী সফটওয়্যার

Manjaro Linux মূলত Arch এর উপর ভিত্তি করে বানানো। এটা সবধরনের হার্ডওয়্যারে সমর্থন করে এবং খুব স্মুথলি কাজ করে। এটা আপনার কম্পিউটারের হার্ডওয়্যার স্বয়ংক্রিয় ভাবে সনাক্ত করার ক্ষমতা রাখে ফলে হার্ডওয়্যার জনিত কোন সমস্যা পোহাতে হবে না। এটা আপনার হার্ডওয়্যারের উপর ভিত্তি করে সফটওয়্যার ইনস্টল করবে। আপনি আপনার পছন্দ মত লেটেস্ট কার্নেল যেমন ইনস্টল করতে পারবেন ঠিক তেমনি ‍ডিলিটও করতে পারেবন। কার্নেল কাস্টোমাইজ করার সুবিধা এটাকে ইউনিক করেছে। এছাড়া এই ডিস্ট্রোতে সফটওয়্যারের পরিমানও অনেক বেশী।

Linux Mint

কেন ব্যবহার করবেন?

  • উইন্ডোজ এবং ম্যাক ব্যবহারকারীদের জন্য আদর্শ ডিস্ট্রো
  • গান কিংবা ভিডিও চালানোর জন্য আদর্শ ডিস্ট্রো
  • কাস্টোমাইজেশন করার সুবিধা অনেক বেশী

যারা নতুন লিনাক্স ব্যবহারকারী তাদের জন্য এটা শ্রেষ্ঠ লিনাক্স ডিস্ট্রো। এর ইউসার ইন্টারফেস অনেকটা উইন্ডোজের মত। আপনি প্রায় সবধরনের মিডিয়া ফাইল ব্যবহার করতে পারবেন। তাই গান কিংবা ভিডিও চালানোর জন্য এটা সেরা ডিস্ট্রো। এছাড়া এটাকে আপনি আপনার ইচ্ছা মত কাস্টোমাইজেশন করতে পারবেন খুব সহজে।

Ubuntu

 

কেন ব্যবহার করবেন?

  • ইউসার ফ্রেন্ডলি
  • নতুন ব্যবহারকারীদের জন্য আদর্শ ডিস্ট্রো
  • অনেক বেশী জনপ্রিয়

সব চেয়ে জনপ্রিয় লিনাক্স ডিস্ট্রো। তাই এর কমিউনিটি অনেক বেশী সমৃদ্ধ। আপনি যে কোন সমস্যার সমাধান খুব তারাতাড়ি পাবেন। ফাস্ট আর শক্তিশালী সিকিউরিটি এটাকে আরও বেশী জনপ্রিয় করে তুলেছে। এর রয়েছে বিল্ট ইন সফটওয়্যারের ভাণ্ডার। ফলে সফটওয়্যার পেতে আপনাকে খুব বেশী কষ্ট করতে হবে না।

Arch Linux

কেন ব্যবহার করবেন?

  • ঝামেলা মুক্ত
  • সাজানো গুছানো
  • খুব ফাস্ট

আপনারা যারা মিনিমাল ডিজাইন এবং সাজানো গোছানো পছন্দ করেন। তাদের জন্য এটা সেরা ডিস্ট্রো। শক্তিশালী কমিউনিাট এবং সহজ ব্যবহার এর অন্যতম বৈশিষ্ট্য। খুব সহজেই যে কোন সফটওয়্যার ইনস্টল করা যায়। ইউজার ফ্রেন্ডলি ও কাস্টমাইজেশন এর জন্য সুপরিচিত। যদি দীর্ঘসময় ধরে লিনাক্স ব্যবহার করার মনমানসিকতা থাকে, তাহলে আর্চ ব্যবহার করা যেতে পারে। তবে নতুনদের জন্য আর্চ লিনাক্স দিয়ে লিনাক্স যাত্রা শুরু না করাটাই ভালো।

 

Elementary OS

কেন ব্যবহার করবেন?

  • সহজ ইনস্টলেশন
  • ম্যাক এর মত ইউজার ইন্টাফেস
  • খুব বেশী প্রিইনস্টল্ড সফটওয়্যার নেই

আপনি যদি চান লিনাক্স ব্যবহার করে MAC OSX এর  স্বাদ নিতে তবে Elementary OS ব্যবহার করুন। Elementary OS এর ডেভেলপারদের আবিষ্কৃত পেনথিয়ন ডেস্কটপ লিনাক্সের ডেস্কটপ পরিবেশে এক নতুনত্বের জন্ম দিয়েছে। যেহেতু উবুন্তুর উপর ভিত্তি করে এটা বানানো হয়েছে তাই উবুন্তুতে যা সার্পোট করে এখানেও তা সার্পোট করবে। মজার ব্যাপার হল এটা যারা একবার ব্যবহার করে, তার এর প্রেমে পরে যায়।

CentOS

কেন ব্যবহার করবেন?

  • সার্ভারের ব্যবহারের জন্য আদর্শ ডিস্ট্রো
  • খুবই স্ট্যাবল
  • সর্বোচ্চো নিরাপত্তা

CentOS হলো রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সের ফ্রি ভার্সন। এটা রেড হ্যাটের মতই এলিগ্যান্ট একটি ডিস্ট্রো। রেড হ্যাটের সব সুবিধাই এটাতে আপনি পাবেন। রেডহ্যাটের মত এটাতেও স্ট্যাবল প্যাকেজ ব্যবহার করা হয়। এটার রয়েছে নিজস্ব কমিউনিটি সাপোর্ট। তবে গতানুগতিক কম্পিউটার ব্যবহারকারী হলে, এটা ব্যবহার না করাই ভাল।

Debian

কেন ব্যবহার করবেন?

  • এর সাথে আছে ৩৭০০০+ প্যাকেজ
  • সবচেয়ে বড় এবং শক্তিশালী কমিউনিটি
  • সবচাইতে পুরোনো এবং স্ট্যাবল ডিস্ট্রো

এটা লিনাক্সের সব চাইতে পুরোনো এবং স্ট্যাবল একটি ডিস্ট্রো। এর কমিউনিটিতে আছে হাজার হাজার ডেভেলপার এবং ব্যবহারকারীর। এটার GNOME ডেস্কটপ সহজে ব্যবহারযোগ্য। আপনি যদি সহজ সরল কিন্তু শক্তিশালী কোন অপারেটিং সিস্টেম বছরের পর বছর ধরে ব্যবহার করে যেতে চান তাহলে ডেবিয়ান ব্যবহার করতে পারেন। তবে ডেবিয়ানে স্ট্যাবল প্যাকেজ ব্যবহার করা হয় বলে এর সফটওয়্যারগুলোর আপডেট একটু দেরীতে আসে।

আজকের জন্য এতটুকুই লিনাক্স সম্পর্কিত আপনাদের কুনু মতামত থাকলে কমেন্ট সেকসন ত আছেই। এবং আপনাদের কিছু পছন্দের লিনাক্স অপারেটিং সিস্টেম এর নাম বলে জাবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ।

 
ফেইসবুক আমি

5 years ago (Jul 28, 2019)

About Author (120)

Sajeeb Islam
author

Crypto Signal With 95% Accuracy ? https://t.me/becktestindicator

Trickbd Official Telegram

2 responses to “{লিনাক্স মেলা} আসুন পরিচিত হই আমার দেখা কিছু সেরা লিনাক্স অপারেটিং সিস্টেম এর সাথে☣”

  1. RJ JAHID Contributor says:

    আমি এ পর্যন্ত প্রায় ২৫+টি ডিস্ট্রো ব্যবহার করেছি।কিন্তু সবচেয়ে ভালো লেগেছে ম্যাঞ্জারো।এছাড়া ডেক্সটপ এনভায়রনমেন্ট এর জন্য ডিপিন এলিমেন্টারি ওএস থেকে হাজারগুন ভালো।এক কথায় এলিমেন্টারি একটা ট্রাশ ডিস্ট্রো।আর ডেবিয়ান/উবুন্টু প্রায় সেইম।আর্চ বেসেড ডিস্ট্রোগুলোই সেরা।ডেবিয়ান নয়।

Leave a Reply

Switch To Desktop Version