হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি 47.99$ Dollar মূল্যের Photoshop এর সেরা Alternative Software যার নাম Corel Paint Shop Pro তবে চলুন শুরু করা যাক রিভিউ।

Photoshop সম্পর্কে অবগত নয় এমন মানুষ খুজে পাওয়া মুশকিল কারন Photoshop এর জনপ্রিয়তা সবার শীর্ষে । তবে কোন দিন কি মনে প্রশ্ন এসেছে Photoshop এর Alternative কিছু চালানোর যা দিয়ে Photoshop এর মত সব কিছুই করা যাবে।
আপনি জানেন কি ?
Linux ব্যবহারকারীরাও অনেকে আছেন যারা Windows চালায় শুধু Adobe এর Product গুলো চালানোর জন্য।
(যদিও তাদের জন্য আলাদা কিছু রয়েছে আর Wine দিয়ে চালাতে চাইলেও সমস্যা ১০০% করবে)
তবে আমি আপনাদের সাথে তর্কে যাবোনা যে Photoshop নিয়ে কারন যারা Photoshop প্রেমী তাদের যত দামী সফটওয়যার দেন না কেন ঐটাই লাগবে।
তাই পাগল ভক্তের মত কোন কথা বলার আগে একবার নিজেই পরখ করে দেখো আশা করি মন্তব্য পালটে যাবে।
Corel Paint Shop Pro Review:
প্রথমেই বলে নেই সফটওয়্যারটির দাম মূলত ৭৯.৯৯ ডলার তবে এখন ডিসকাউন্ট চলছে তাই ৪৭.৯৯ ডলার। অন্যদিকে Corel Paint Shop এর দুইটি ভার্সন রয়েছে একটি Ultimate এবং অন্যটি  Pro. তবে আমি আজ Pro ভার্সন টি শেয়ার করবো আর হ্যা আপনি Pro Version ছাড়াও এক মাস Trial দিতে পারবেন।
Corel Paint Shop ছাড়াও তাদের আরো কিছু Product রয়েছে তবে সেদিকে না যাই, আজ শুধু Corel Paint Shop Pro নিয়ে কথা বলবো।
আপনি চাইলে খুব সহজেই আপনার ছবি দিয়ে Animation বানাতে পারবেন তাছাড়াও Photoshop এর Brush আপনি ব্যবহার করতে পারবেন Plugins হিসাবে।
আপনি প্রফেশনাল Editing কাজ করার জন্য ব্যবহার করতে পারেন এতে থাকবে Powerfull সব Tools এবং ভালো মানের ফিচার যা কেবল মাত্র Paint Shop Pro দিয়ে সম্ভব।
 মোটামুটি অনেক ভালো জিনিস এর আপডেট এসেছে এই নতুন সংস্করনে যারা আগে ব্যবহার করেছেন তারা অবশ্যই জেনে থাকবেন।
প্রথমত Pro User দের মত Photo Edit করতে পারবেন তাছাড়াও ক্রিয়েটিভ Design কিংবা Project বানাতে পারবেন। Auto Tune করার মত সুবিধাও পাবেন চিন্তা করার কিছুই নেই। চাইলে সংযুক্ত করতে পারবেন Photoshop এর মত Effect ছবিতে জান ঢেলে দিতে।
আর বেদরকারী জিনিস পরিস্কার করে ফেলতে পারবেন খুব সহজেই।
শুধু আমি বলছিনা Corel Paint Shop Pro হচ্ছে Photoshop এর Alternative উপরের চিত্রে দেখুন কোম্পানী নিজেই দাবী করছে এটা Photoshop এর Alternative এই Paint Shop Pro.
সত্যি কথা বলতে এর সব গুলো ফিচার লিখতে গেলে পোষ্ট অনেক বড় হয়ে যাবে তাই নিচের স্ক্রিনশর্ট দেখুন তাহলে চোখের Verify হয়ে যাবে।
Corel Paint Shop Pro Screen Short:

Corel Paint Shop Pro Download Link:
আপনাদের জন্য গুগল ড্রাইভের লিংক দিচ্ছি তবে ডাউনলোড লিমিট যাতে সমস্যা না করে তাই শর্ট লিংক সহকারে শেয়ার করছি।

Corel Paint Shop Pro 2019(1.3GB)
Download Link

যেভাবে Full Version কিংবা Pro Version চালাবেন তা বুঝতে না পারলে ভিডিও টি দেখুন।

আশা করি আপনাদের পছন্দ হবে তবে যারা না চালিয়েই দাবী করেন যে ফটোশপ বেস্ট তারা চাইলে নিচের লিংক থেকে Highly Compressed ফটোশপ ডাউনলোড করে নিতে পারেন CS6.

Photoshop CS6 Highly Compressed 70 MB Download With Full Version License Key

এছাড়াও চাইলে আপনি Alternative হিসাবে ব্যবহার করে দেখতে পারেন

Photoshop এর Alternative কিছু খুজছেন তবে দেখে নিতে পারেন GIMP

আর আপনি যদি Android ব্যবহারকারী হয়ে থাকেন তবে দেখে নিতে পারেন নিচের লিংক

Android মোবাইল থেকে Photo Editing করতে যে পাঁচটি Apps থাকা প্রয়োজন

আর যদি চান ঘুরে আসতে পারেন গরীবের ছোট্ট ব্লগ সাইট থেকে
DarkMagician.Xyz

আজকের পোষ্ট এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানতে ভুলবেন না কিন্তু।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

সৌজন্যেঃ সাইবার প্রিন্স

8 thoughts on "Photoshop এর Alternative কিছু খুজছেন তবে দেখে নিতে পারেন 47.99 ডলার মূল্যের Corel Paint Shop Pro রিভিউ সাথে ডাউনলোড লিংক"

  1. Hasib106083 Contributor says:
    Vaia pinhole theme for WordPress hbe?? Khb drkr cilo…khuje pacci na free te..jdi aktu khuje diten..
    1. Cyber Prince Author Post Creator says:
      আমি চেষ্টা করবো ধন্যবাদ আপনার মূল্যবান মতামত জানানোর জন্য
    2. Hasib106083 Contributor says:
      Waiting badly ????
    3. Cyber Prince Author Post Creator says:
      ভাই একটু ব্যস্ত ছিলাম তাই দেরী হচ্ছে…।Sorry
    4. Hasib106083 Contributor says:
      Vai khb drkr cilo..Eid e domain kinbo..bujhtei parcen drkr ta..onk jn k bllam Kew dilo na vai ??????
    5. Hasib106083 Contributor says:
      Vaia diben na???
    1. Cyber Prince Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই জান।

Leave a Reply