আজকে আমরা দেখব কিভাবে উইন্ডোজ কম্পিউটারে যেকোন প্রোগ্রামের কাস্টম কি-বোর্ড শর্টকাট তৈরি করা যায় ।

সাপোজ আমরা Xampp Control Panel প্রোগ্রামটির কি-বোর্ড শর্টকাট তৈরি করব ।

 

এর জন্য Xampp Control Panel এর ডেস্কটপ শর্টকাটের উপর রাইট-ক্লিক করে Properties এ ক্লিক করুন ।

তারপর Shortcut ট্যাব থেকে Shortcut key এর কমান্ড বক্সে ক্লিক করুন ।

তারপর আপনার কি-বোর্ড থেকে আপনার পছন্দমত কি প্রেস করুন । যেমনঃ- Ctrl+Alt+X ।

ব্যাস । ok ক্লিক করে বেরিয়ে আসুন ।

এবার আপনার কি-বোর্ড থেকে কাঙ্ক্ষিত Ctrl+Alt+X প্রেস করুন দেখবেন সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে ।

**একই শর্টকাট কি যদি অন্য কোন প্রগ্রামের জন্য সিলেক্ট করা থাকে তাহলে হবে না ।

ধন্যবাদ ।

One thought on "যেকোন প্রোগ্রাম বা সফটওয়্যারের জন্য কাস্টম কি-বোর্ড শর্টকাট তৈরি করুন !!"

Leave a Reply