FydeOS
এটি মূলত Google ChromeOS এর একটি বিকল্প Operating System মাত্র।
Google তার নিজেস্ব ক্রোমবুক এবং কিছু স্পেসিফিক ইন্টেল প্রসেসর সমৃদ্ধ ল্যাপটপে এই অপারেটিং সিষ্টেম দিয়ে থাকে।
তবে আমাদের মধ্যে স্বাধারন যারা ইন্টেল প্রসেসর সমৃদ্ধ পিসি ইউজ করি তাদের অনেকের পিসিতেই এই ক্রোমবুক এর অফিশিয়াল অপারেটিং সিষ্টেম টি ইনষ্টল দিতে পারিনা ? । কেও কেও ইনষ্টল দিতে পারলেও অনেকেই ব্যার্থ্য্ হয়ে পরেন ?। আবার অনেকে আছে ইনষ্টল করার পরেও সেটাকে স্মুথলি রান করাতে পারেন না ?। গুগল ChromeOS এর এই সীমাবদ্ধতা কাটিয়ে দেয় অনেকগুলো জনপ্রিয় ক্রোম ওএস এর বিকল্প ওপারেটিং সিষ্টেম ।
এদের মধ্যে জনপ্রিয় কয়েকটি হলোঃ ArnoldTheBats , Nerveware’s Cloudready ইত্যাদি ইত্যাদি…।
তবে সবকটিতেই Google ChromeOS এর মত স্মুথ ইউজার ইন্টারফেস পাওয়া গেলেও লিনাক্সের পাশাপাশি এন্ড্রুয়েড অ্যাপ ইনষ্টল দেওয়া যায় না।
বিঃদ্রঃ অনেকে ভাউ দেখাইয়া বলতে পারেন ঐগুলায় এন্ড্রুয়েড সাপোর্ট পাওয়া যায় ?। তাদের বলি। ভাই ঐগুলায় এন্ড্রুয়েড সাপোর্ট পাওয়া যেতে যে কতো বেগ পেতে হয় সেটাও নিশ্চই জানেন। আর নিজে জানেন বলে মাতব্বরি না করে প্লিজ নিজের জ্ঞান শেয়ার করুন । আমরা এই ট্রিকবিডি পরিবার ও নতুন কিছু জানতে চাই। আমরা জ্ঞান পিপাসু বলেইতো সবাই ট্রিকবিডি ফ্যামিলি হয়েছি ?♂️?♀️,
তো চলুন দেখে নেই কেমন এই বিকল্প অপারেটিং সিষ্টেম এর ইউজার-ইন্টার্ফেসঃ
যদিও স্ক্রিনশটে দেখানো ভাষা চাইনিজ দেখাচ্ছে সেটা আপনি ইনষ্টল করার সময় নিজ দায়িত্বেই চেঞ্জ করে ইংলিশ করে নিতে পারেন।
স্ক্রিনশট গুলো অফিশীয়াল সাইট থেকে নেওয়া তাই এই অবস্থা। কেননা এটি চাইনিজ ডেভেলপার-রা ই তৈরী করেছেন।
পোষ্ট নিয়ে কিছু সাধারন/অসাধারণ প্রশ্ন এবং এর উত্তরসমূহঃ
প্রশ্নঃ এটা তো বাংলাদেশে থেকে ইনষ্টল করা যায় না কারন otp ভেরিফিক্যাশন লাগে। কিভাবে ইনষ্টল করবো ?
উত্তরঃ ভাই আপনি আমাদের ট্রিকবিডি ইউজার হয়ে এই প্রশ্ন আপনাকে মানায় না। আপনি চাইলেই কিন্তু অনেকরম Calling Apps ইউজ করে তাদের অফিশ্যিয়াল সাইটে রেজিষ্ট্রেশন করে নিতে পারেন। মনে রাখবেন, ট্রিকবিডির ইউজাররা সবসময়ই স্মার্ট।
প্রশ্নঃ তাদের ওয়েবসাইট তো পুরাই চাইনিজ। কেম্নে কি ?
প্রশ্নঃ ভাই এটাইয় কি এন্ড্রুয়েড+লিনাক্স দুইটাই একসাথে চালানো যায়?
উত্তরঃ ?? হায়রে কপাল !! জ্বী ভাইয়া একসাথেই চালানো যায় । একই সিষ্টেমে দুই অ্যাপ সাপর্ট করে ।
প্রশ্নঃ Dualboot ? Trippleboot , Multiboot ? এ ইনষ্টল দেওয়া যায়। ?
উত্তরঃ জ্বী ভাই ঝায়। ইনষ্ঠল দেওয়া ঝায় !
প্রশ্নঃ ScreenShots দেখলাম ওইন্ডোজ অ্যাপ ও নাকি চালানো যায়। হাছা নি মিয়া ?
উত্তরঃ ভাই দেক্সি তো আমিও, ইভেন, তাদের অফিশীয়াল সাইটে ও দাবী করছে ওইন্ডোজ সাপোর্টেড।।
বাট আমি এখনো পর্যন্ত চালাইনাই । আর নর্মালি কোনো সিষ্টেম চোখে পরে নাই উইন্ডোজ অ্যাপ চালাইবার। সো মাথায় আসেনাই চালাবার কথা ।
প্রশ্নঃ উৎসাহ পেলে কি আমাদের জন্য ইনষ্টলেশোন প্রক্রিয়া নিয়ে একটি পোষ্ট লিখবেন ?
উত্তরঃ কেন নয় ভাইজান ! উৎসাহ পেলে তো যে কেও ভালো কিছু দেবার ট্রাই করবে। দয়া করে যারা পোষ্ট করেন তাদের সাথে একটু ভদ্র-শালীন এবং সুন্দর আচরন করবেন। অবশ্যই তাদের ও আপনাদের ট্রিকবিডির প্রতি প্রেম আরো বেড়ে যাবে।
প্রশ্নঃ একা একা সাহস কইরা ইনষ্ঠল দেলাইছি। বাট Gapps ইনষ্টল দিতে পারতেছি না কেন ?
উত্তরঃ কইছলাম মিয়া উৎসাহ দিতেন। দিলেন তো নাহ, ভালোবাসা পাইলে তো সল্যুশোন ও শেয়ার করতাম ! এবার বুঝেন।
ভাইজান ! এক কাজ করেন। App Store এ গিয়া Open Gapps লেইক্ষা সার্চ মারেন। বাকিটা কমুনা।
প্রশ্নঃ ভাই মাতব্বরি কইরা অন্যান্য ইংলিশ সাইট দেইক্ষা Google Synced কইরা ইনষ্টল দিছি। এখন তো Gapps কোনোমতেই ইনষ্টল দিতে পারতেছিনা। কি করুম ?
উত্তরঃ কমেন্ট করুন , উৎসাহ দেন। সলুশন আইতাছে কামিং চুন । (এখনো আমি গুগলে সমাধান পাইনাইঃ মাগার আমি যেহেতু ট্রিকবিডি ইউজার। একটু স্মার্ট আছি, তাই নিজেই সলুশন বের করেছি। Im da One,????? Im da One…?????
Special প্রশ্নঃ উল্টাপাল্টা ক্যাটাগরিতে এই পোষ্ট কেন ?
উত্তরঃ সত্যি কথা বলতে এই পোষ্ট করার মতো কোনো ক্যাটাগরি পাইনি। ট্রিকবিডির মর্ডারেটর/এডিটর রা যদি Linux Tutorial এবং Computer Tutorial নামে দুইটা ক্যাটাগরি তৈরি করতেন । তাহলে নিশ্চই ট্রিকবিডির ইউজাররা আরো একটু বিকল্প ধরনে জ্ঞান অর্জন করতে পারতো । এবং নিশ্চই আথররা ও অনেক অ্যাডভান্স পোষ্ট করে ট্রিকবিডী ব্যাবহারকারীদের আরোও একটু অ্যাডভান্স করে তুলতেন ।
প্লিজ আজেবাজে কমেন্টার রা দুরে থাকুন। মন ভাঙ্গতে আসবেন না।
উৎসাহ দেবার চেষ্টা করুন। তাড়িয়ে দিবেন না। ভালোবেসে ভুল ধরিয়ে শিখিয়ে তুলুন ফিরিয়ে দিবেন না।
পোষ্টটি খুব অল্পতেই শেষ করে ফেলেছি। কারন এটা একটা পরিচিতি মাত্র। লাইক কমেন্ট করুন। উৎসাহ পেলে ইনষ্টল করার পদ্ধতি । Google Synced করার পদ্ধতি এবং Finally Gapps ইনষ্টল করার পদ্ধতি ও শেয়ার করবো। এই অপারেটিং সিষ্টেম নিয়ে আপনার আগ্রহ থাকলে তা নিশ্চই কমেন্ট এ প্রকাশ করবেন।
এই পোষ্ট টি সর্বপ্রথম করা হয়েছে> আমারাপনারসবারসাইট_ট্রিকবিডী.COM
এই ছুটো-ভাইয়ের একটা ছুটু ইউটুপ চেনেল আছে । চাইলে একটুপ দেইখা আসতে পারেন ।
তবে হু,
তেমন ভালা কিছু ইউটিউবে আপ দেই না। আর দিলেও সেটার লিখিত আর্টিকেল এই ট্রিকবিডী প্রোফাইলেই পাবেন।
যদিও বিষয়টা হাস্যকর এবং দুঃখজঙ্ক। ভেবে কুল পাচ্ছিনা কি রিয়েক্ট দিবো।
এই এডসগুলো ইউজারদের চাহিদা অনুযায়ী দিয়ে থাকে।
ইউজারের ব্রাউজিং হিস্টোরি এনালাইসিস করে ঐ টাইপের বিজ্ঞাপন ই দেয়।
এর পর ইনশা-আল্লাহ ?
http://smartynation.wapkiz.com/index.html
শুধু ডেবিয়ান বেসড লিনাক্স আর brunch framework লাগবে কাজ করতে।
সত্যি বলতে কাজটা টাফ।
আর FydeOS খুব সুন্দর করে UEFI বুট সাপোর্টেড ইন্টেল পিসি গুলোয় রান করানো যায়।
আপনার ক্ষেত্রে যে সমস্যা হয়েছিলো ঐটা বিস্তারিত বলেন। সমাধান আছে।
তাই এই জন্য আমি গুগলের অফিশিয়াল chrome OS দিয়েছি
intel based কম্পিউটারে rammus recovery দিয়ে উবুন্টুর মাধ্যমে সেটাপ করেছি
Ar android version miliye Variant: nano ta download kore tarpor gapps er .zip file take rename kore update.zip hishabe install dilei ei shomosshay porte hoto na..
Jaihok vai, apnar pc te Official ChromeOS install hoise, ar FydeOS er ki dorkar bolen..
Rammus recovery shoho aro onek recovery use korsi. amar Dell inspiron 4549 e install hoileo Official ta boot ney but use kora jay na. tai amrar moto goriber FydeOS ei ChromeOS.