আসসালামু আলাইকুম
ও হিন্দু ভাইদের আদাব।
সবাই কেমন আছেন?
আশা করি ভাল আছেন।

আপনাদের মাঝে আবার হাজির হলাম।
যে বিষয় নিয়ে আলোচনা করব, মনে হয় বুঝে গেছেন।
আজকে আপনাদের মাঝে আলোচনা করব, কম্পিউটার প্রসেসর( Processor) নিয়ে।

বর্তমানে তথ্য ও প্রযুক্তির যুগে প্রায় কাজ ই করতে আমাদের কম্পিউটার এর সাহায্য নিতে হয়।
তথ্য ও প্রযুক্তির যুগে কম্পিউটার ও নেট কানেকশন ছাড়া আমরা অচল।
আমরা কম্পিউটার ব্যাবহার করতে জানলে ও অনেক সরঞ্জাম এর বিষয়ে ধারনা আমদের মাঝে নাই।
এই সমস্ত সরঞ্জাম এর ধারনা সম্পর্কে জ্ঞান থাকা অত্যান্ত জরুরী।
বরাবর এর মতো আজকে প্রসেসর এটা নিয়ে আলোচনা করব।

প্রসেসর(Processor) ঃ

আমাদের কম্পিউটার এর সকল কাজ করে এ প্রসেসর।
কম্পিউটার এ প্রসেসর এর অবদান অনেক।
কারন সকল কাজ এই প্রসেসর এর দ্বারা সম্ভব হয়।
প্রসেসর এর উপর ভিত্তি করেই কম্পিউটার এর শক্তি নির্ভর করা হয়।
কোনো কাজ করার জন্য প্রসেসিং করে এই প্রসেসর।
প্রসেসর কে কম্পিউটার এর মস্তিষ্ক বলা হয়।

ক্ষমতা মাপার একক হলো মেগাহার্টস Mhz

প্রসেসর যত ভাল হবে কম্পিউটার তত দ্রুত কাজ করবে।
মাদারবোর্ড এর চিপসেট র‍্যাম ও অন্যান্য যন্ত্রাংশের সাথে যে গতিতে যোগাযোগ করতে সক্ষম তাকে ফন্টসাইড বাস স্পীড বলা হয়।
যে প্রসেসর এর বাস স্পীড যত বেশি সেটা তত উন্নত প্রসেসর হিসাবে ধরা হয়।
বর্তমান বাজারে অনেক কোয়ালিটি প্রসেসর বাজারে পাওয়া যায়।

মানুষের যেমন মস্তিষ্ক, ঠিক তেমনি এই প্রসেসর ও কম্পিউটার এর মস্তিষ্ক ও প্রসেসর।

বর্তমান বাজারে যে সকল প্রসেসর পাওয়া যায় তা হলোঃ
Intel,AMD (Advanced Micro Device), sirex ( একে আই বি এম ও বলা হয়)

তবে একটা কথা হলো, সারা বিশ্বে ইন্টেল এর প্রসেসর বেশি ব্যাবহার করা হয়।

প্রসেসর এর প্রকারভেদ হলোঃ

১/প্যারালাল প্রসেসর।
২/পাইপলাইন প্রসেসর।
৩/এ্যারে প্রসেসর।

৪/ মাল্টি প্রসেসর।

আজ এ পযন্ত, সাথে থাকুন ট্রিকবিডির।
আবার নতুন কিছু নিয়ে হাজির হব।
সে পযন্ত সাথে থাকুন।

আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

Sk Shipon-অফিশিয়াল ফেসবুক পেজ

ধন্যবাদ

8 thoughts on "কম্পিউটারের প্রসেসর(Processor) কি,এর কাজ ও প্রকারভেদ, দেখে নিন কাজে লাগতে পারে।"

    1. Sk Shipon Author Post Creator says:
      tnx bro
  1. Junaid421 Contributor says:
    আপনি মনে হয় শুধু CPU এর Clock সম্পর্কে জানেন । Core / Thread সম্পর্কে জানেন না ! ?
    1. Sk Shipon Author Post Creator says:
      প্রসেসর সম্পর্কে বলা আছে হয়েছে।
  2. Emrus Legend Author says:
    Informative.
    But you could do better.
    1. Sk Shipon Author Post Creator says:
      tnx bro
  3. বিস্তারিত আরো বলা দরকার ছিলো
    1. Sk Shipon Author Post Creator says:
      এ টুকু ভালভাবে জেনে নিন

Leave a Reply