আজকে আরেকটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম।

আজকের বিষয় আপনারা হয়তো বুঝে গেছেন।
আজকে আলোচনার বিষয় হলো আপনি আপনার কম্পিউটার চালু রাখবেন নাকি বন্ধ রাখবেন।

আসলে অনেক সময় আমরা চিন্তায় পড়ে যাই, যে আমরা আমাদের কম্পিউটার চালু রাখব নাকি বন্ধ রাখব।
কোনটা রাখলে ভাল হবে।

এ সব প্রশ্ন আমাদের মাঝে ঘুরপাক খায়।
আজকে আপনাদের নাঝে এই প্রশ্নগুলোর সমাধান দেব।

কম্পিউটার বন্ধ বা চালু দুটোর ই সুবিধা -অসুবিধা রয়েছে।
কোনটা আপনি করবেন এটা নির্ভর করবে আপনার উপর।

অনেকে মনে করে কম্পিউটার শাট ডাউন করা পিসির জন্য ক্ষতিকর।

আসলে এটা সম্পন্ন ভুল।
কারন সঠিকভাবে সাট ডাউন করলে কোনো ক্ষতি হবে না পিসির।

সারাদিন কম্পিউটার ব্যাবহার করার পর আপনি কম্পিউটার বন্ধ রাখতে পারেন।
তবে সঠিক নিয়মে বন্ধ করতে হবে।
সঠিক নিয়মে বন্ধ করলে কম্পিউটার এর কোনো ক্ষতি হবে না।

কম্পিউটার বন্ধ করার সুবিধা দেখে আপনি বুঝতে পারবেন আপনি আপনার কম্পিউটার বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন।

কম্পিউটার বন্ধ রাখার সুবিধাঃ

কম্পিউটার বন্ধ রাখলে বিদুৎ খরচ কম হবে।
দীর্ঘক্ষন কম্পিউটার ব্যাবহার করলে অনেক বিদুৎ খরচ হয়।
এবং আপনার দরকার না থাকলে কম্পিউটার অফ রাখলে বিদুৎ খরচ কম হবে।

কম্পিউটার একটানা অনেকক্ষন ব্যাবহার করলে স্লো হওয়ার সম্ভবনা থাকে।
এবং অফ রাখলে স্লো হয়ে যায় না কম্পিউটার।

একটানা কম্পিউটার ব্যাবহার করলে কম্পিউটারের ফ্যান অনেক শব্দ করে।
এবং দীর্ঘক্ষন ব্যাবহার করলে শব্দ আরো বাড়তে পারে।

পরিশেষে এটাই দাড়াল, আপনার কম্পিউটার ব্যাবহার না করলে তখন সঠিক নিয়মে বন্ধ করে রাখতে হবে।
সঠিক নিয়মে বন্ধ করে রাখলে আপনার কম্পিউটার এর কোনো ক্ষতি হবে না।

আজ এ পযন্ত,
ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞান আপনাদের মাঝে তুলে ধরার চেস্টা করি।
পরবর্তী ট্রিক এর জন্য অপেক্ষা করুন, আবারো ভাল কিছু নিয়ে হাজির হবো।
সে পযন্ত ভাল থাকুন,সুস্থ থাকুন।

আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে চাইলেঃ- Sk Shipon

ধন্যবাদ

19 thoughts on "প্রতিদিন কম্পিউটার দীর্ঘক্ষন চালু রাখবেন নাকি শাট ডাউন করবেন, কোনটা করবেন দেখে নিন।"

  1. Ahad Author says:
    এগুলা এমন কতো বড় টিপস হইলো জানিতে চাওয়া আমার মন LoL
    1. Sk Shipon Author Post Creator says:
      ভাই, ভাল না লাগলে এড়িয়ে যাবেন, কিন্তু মজা করবেন না।
    2. Masum Al-Akil Contributor says:
      উলটা পালটা পোস্ট করলে এড়িয়ে যাব এটা কেমন কথা ? এটা কি বস্তি পাইছেন যা ইচ্ছা তাই পোস্ট করবেন ?
      আপনারো অবশ্য দোষ নাই । দোষ টা ট্রিকবিডি টিমের তারা পোস্ট রিভিউ না করেই উলটা পালটা পোস্ট এপ্রুভ করে ।
    3. Ahad Author says:
      কনফিডেন্স থাকা ভালো, “ওভার-কনফিডেন্স” নয়।
  2. Rahim_009 Contributor says:
    kicu mone korben na bhai kintu amar kace mone holo ei post theke temon kicui sikhte parlam na. at least sothik niyome pc kemne shut down korte ta bolten. 🙁
    1. Sk Shipon Author Post Creator says:
      try krbo post krta.. kii vabe sothik niome pc off krta hy
  3. Sk Shipon Author Post Creator says:
    সবাই বললে পোস্ট করা হবে।

    কিভাবে সঠিক নিয়মে কম্পিউটার অফ করবেন।

    1. Black Fire Author says:
      Next eh ei post oh diyen je kivabeh google eh search kroteh hoy 🙂
  4. EmonBD Contributor says:
    hudai post.agula approve hoi kemne
  5. Mh Shuvo Contributor says:
    এইটা কোন পোস্ট হইলো? পুরা আবাল মার্কা পোস্ট দিসে।
  6. Mh Shuvo Contributor says:
    সবাই রিপোর্ট করেন
    1. Sk Shipon Author Post Creator says:
      আমি জানি সব কাজে ই কিছু লোক আছে যে তারা নানা কু চক্র ও মন্তব্য করবে।
      আমার মতো আমি এগিয়ে যাব।

      সবাই দোয়া করবেন ও সাথে থাকবেন ইন্সাল্লাহ ভাল কিছু উপহার দিবো আপনাদের।
      সাথে থাকুন ট্রিকবিডির।

  7. FA Saikat Contributor says:
    Irrelevant post ekta, In fact, ekta hassokor post eita, egulo approve hoy kivabe❗
  8. MD Shakib Hasan Author says:
    একটু ভুল হলে যা হয় আরকি….. কমেন্টের শেষ নাই
    1. Sk Shipon Author Post Creator says:
      thik blsen bro…. aktu vul to hote e pare.. ti avabe comment korar ki ase… ki r blbo bro ♥️♥️??
    2. MD Shakib Hasan Author says:
      Author দের অনেক সমস্যা…..
  9. jansir Contributor says:
    Best of luck. waiting for next article
  10. Sk Shipon Author Post Creator says:
    ♥️♥️♥️?

Leave a Reply