আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন । ট্রিকবিডিতে আপনাদের কে স্বাগতম।আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সহজেই বাংলা লিখতে পারবেন আপনার কম্পিউটারে কোন অ্যাপ ছাড়াই।আপনারা সবাই জানেন এন্ড্রয়েড মোবাইলে গুগল কীবোর্ড ব্যবহার করে অথবা রিদ্মিক কিবোর্ডে গুগোল ভয়েস টাইপিং অফশন অন করেই বাংলা লেখা যায় কিন্তু আপনার কম্পিউটারে এধরনের কোন অ্যাপ ব্যবহারের সুযোগ নেই। তাই আজ দেখাবো কিভাবে কোনরকম অ্যাপ ছাড়াই আপনি খুব সহজেই বাংলা লিখতে পারবেন শুধুমাত্র মুখে বলার মাধ্যমে।
তো এর জন্য লাগবেঃ
- গুগল ক্রোম সফটওয়্যার
- যদি ডেক্সটপ হয় তবেএক্সটার্নাল মাইক্রোফোন।
শুরুতেই আপনারা ছবিতে দেখানো পদ্ধতিতে কাজ করুন
১। প্রথমে আপনার ল্যাপটপ অথবা ডেক্সটপের গুগল ক্রোম সফটওয়্যারটি সফটওয়্যারটি ওপেন করুন
২।এরপর অ্যাড্রেস বার এ লিখুন docs.google.com।এন্টার দিন।
৩।blank document এ ক্লিক করুন
৪।এখান থেকে tools প্রবেশ করুন।
দেখুন ভয়েস টাইপিং লেখা।ক্লিক করুন অথবা ctrl+shift+s এ চাপ দিন ।
৫।বাংলা সিলেক্ট করুন।
allow তে ক্লিক করুন।
৬।এবার মুখে বলুন আর দেখুন লেখা হয়ে যাচ্ছে।
এভাবে আপনি আপনার কম্পিউটারের সাহায্যে খুব খুব সহজেই বাংলা লিখতে পারবেন কোন রকম সফটওয়্যার ছাড়াই
আর আপনার প্রতিটি মুহূর্তের লেখা সব আপনার গুগল ড্রাইভে ডকুমেন্ট ফাইল হিসেবে সেভ হয়ে যাবে। এখান থেকে কপি করে আপনি মাইক্রোসফট ওয়ার্ড এ ব্যবহার করতে পারবেন অথবা যেকোনো জায়গায় পেস্ট করে দিতে পারবেন।
বিঃ দ্রঃ ভয়েস টাইপিং এর ব্যাপারে অনেক পোষ্ট ট্রিকবিডিতে এর আগেই আছে যেগুলো সব অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের মাধ্যমে । কিন্তু কম্পিউটারের ভয়েস টাইপিং এর কোন পোস্ট ট্রিকবিডিতে নেই সেজন্য এই পোস্টটি করা।
যাদের উপকারে আসবে তারা ধন্যবাদ জানাতে ভুলবেন না।
কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।প্রয়োজনে ইমেইল করুন।
আমার ইমেইলঃ[email protected]।ধন্যবাদ
আশাকরি বোঝা যাবে
খুব দ্রুত বাংলা লিখুন টাইপিং ছাড়া 2021
https://trickbd.com/tools/720531
পোস্ট এ সঠিক ভাবে ট্যাগ ব্যাবহার করলে হয়ত পেতাম।
তবুও দুঃখিত ভাই।।