সবাই কেমন আছেন  আসা করি ভালোই আছেন , আজকে অনেকদিন পর পোস্ট লিখতে বসে গেলাম । ভাবলাম একটূ লেখালিখি করি।

আজকের টপিক হচ্ছে কিভাবে ইউটিউবের  বিরক্তিকর এড বন্ধ করবেন পিসির ব্রাউজারে –

আমরা অনেকেই আছি ল্যাপটপ অথবা পিসিতে কাজ করার সময়ে ব্রুউজ্রারে গান প্লে করে থাকি তখন বার বার এড আসে এবং সেটাকে স্কিপ করতে হয় কাজের মাঝে মাঝে , সেই সমাধানই আমি আজকে নিয়ে এসেছি। অনেকের কাজে লাগবে তাহলে আসুন দেখাই কিভাবে আমরা সেই এড থেকে মুক্তি পেতে পারি খুব সহজেই।

 

AdGuard AdBlocker ;

এটি হচ্ছে একটি এক্সটেসনস ; এখন আমি এটাকে আমার ব্রাউজারে সেটাপ করব। প্রথমে আমাদের জেতে হবে এই লিঙ্কে –

Extensions Direct Link

adboker

 

তারপর আমাদেরকে এড করে নিতে হবে । অনেকের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি ।

Add to chorme এ ক্লিক করুন তারপর ব্রাউজারে এড হয়ে যাবে। নিচে দেখানো আইকনে ক্লিক করলে আপনার কাংক্ষিত এক্সটেনশন পেয়ে জাবেন।

 

 

তারপর এক্সটেন্সনে ক্লিক করুন ।

 

 

নিচে দেখুন এক্সটেনশ ওপেন হলে এরকম আসবে ।

 

এখন আমাদের কিছু সেটিংস করে নিতে হবে । আমি জেভাবে যেটা চালূ এবং বন্ধ করা ঠিক সেভাবে করে রাখবেন । সেটিংস আইকনে ক্লিক করুন ।

General ;

প্রথমে আমরা জেনারেলের এই দুটি অপসন চালু করে দিব;

FILTER;

Adblocking – privacy- social widgets-annoyance-security-others-language specific চালু করে দিবেন;তারপর চলুন

 

Stealth Mode;

Stealth mode অন করে দিবেন। উপরের মত সব চালু করে নিবেন

self destruction of third party 30 -30 করে দিতে হবে । কাজ এইটুকুই  এখন দেখুন আমি এড টেস্ট করেছিলাম । সাইটে কুনু ধরণের পপআপ আসেনি । ইউটিউবেত আসবেই না ।

 

 

এতটুকই আজকের জন্য ভালো লাগলে আমার আগের পোস্টগুলি দেখে আসবেন ভালো থাকবেন সবাই।

  ফেইসবুক আমি

 

18 thoughts on "কিভাবে ইউটিউবের  বিরক্তিকর এড বন্ধ করবেন পিসির ব্রাউজারে -AdGuard AdBlocker"

  1. Sohag21 Author says:
    দেখা যাক কাজ হয় কিনা।
    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      obossoi kaj korbe .setup kore dekhun
  2. SagorSrkian Author says:
    Thanks jodio ami AdBlock Plus use kori ?
    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      store e hajaro extentions ase- valo dekhe ekta use korte parlei holo
  3. MD Musabbir Kabir Ovi Author says:
    পিসি নাই ভাই
    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      jene rakhun hoyto kokhono proujon hoteo pare
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      অবশ্যই
  4. Fahim Contributor says:
    uBlock Orgin is Best.?
    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      Mike Adblock-
      AdBlock — best ad blocker

      also better then that-

    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      ji obossoi
  5. Absrazu Contributor says:
    কেউ একটু সহযোগিতা করুন Lenovo laptop windows 10
    Audio driver সমস্যা, লেপটপ অন করলে সাউন্ড আসেনা কিন্তু
    রিস্টার্ট দিলে সাউন্ড আসে । অনেক বার driver ইন্সটল আনইন্সটল দিয়ে, এবং টার্ভেলসুট করেও দেখছি হচ্ছে না।
    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      realtelk audio driver reinstall korun..tawo jodi na hoy- drive easy softawre diye driver gula update koren
  6. Shuvosmartboy Contributor says:
    ফায়ারফক্স এ হবে…?
    1. Sajeeb Ahmed Author Post Creator says:
      he firefox extansons store e eita paye jabe
  7. mamun874 Contributor says:
    youtube vanced thkte etar ki dorkar.
    1. Md Salman Khan Contributor says:
      Uni Pc r jnno blse
    2. Sajeeb Ahmed Author Post Creator says:
      দাদা কথা শুনে মনে হচ্ছে Youtube Vanced? নতুন ব্যবহার করা শিখলেন ?

Leave a Reply