আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন অবশ্যই!

আমাদের সবার কমবেশী ব্লগ বা ওয়েব সাইট আছে। যা দিয়ে আমরা আয় করার চিন্তা ভাবনা করি। কিন্তু কিভাবে সাইটে ভিজিটর বাড়াতে হয় সেটা না জানার কারণে পথ ছেড়ে দেই। এটার একমাত্র কারণ হলো পেজ র্যাঙ্ক। কেননা আপনার সাইট যদি অ্যালেক্স র্যাকিং এ 5 নাম্বার বা 10 নাম্বার এর মধ্যে থাকে তাহলে আপনার সাইটে ভিবিন্ন কোম্পানী অ্যাড দেওয়ার অফার করবে। আর বর্তমানে এটাই হলো প্রথম আয়ের পথ। আমরা সবাই টাকা ইনকাম করতে চাই বাট কষ্ট করতে চাই না্। আমি সবার প্রতি একটি কথা বলব এখানে আমি যারা অল্প কষ্ট করে সাইটে ভিজিটর আনতে চায় তাদের জন্য আমার এই টিউন করা। Page Rank বাড়ার সম্ভাবনা সকলেই page rank সম্পর্কে ভালো জানানেন। page rank হল গুগলের নিজস্ব রেটিং সিস্টেম। এটি দিয়ে গুগল কোন ওয়েব পেজের মান বুঝিয়ে থাকে। এখানে কিছু বিষয় সম্পর্কে বলা হবে যা অনুসরণ করলে আপনার Page Rank বাড়বে বলে আশা করা যায়। সাইট সাবমিট করা বিভিন্ন ওয়েব ডাইরেক্টরিতে। বিভিন্ন সাইটে আপনার সাইটের বিজ্ঞাপন দেয়া। সাইট যাতে সবসময় নেটে লাইভ থাকে সে দিকে খেয়াল রাখা। সঠিক কী ওয়ার্ড নির্বাচন করা গেস্ট টিউন বা অতিথি টিউন করা আপনার সাইটের সাথে সামঞ্জস্য আছে এমন সাইটে। লিংক এক্সচেঞ্জ করায় মনোযোগী হওয়া। গুগলের Page Rank কিভাবে করে তা সম্পর্কে ভাল ধারণা রাখা।

ব্ল্যাক হ্যাট মেথড কোন ভাবেই বাবহারে উৎসাহিত না হওয়া। উচ্চ মানের কন্টেন্ট প্রকাশ করা। আপনার কন্টেন্ট আপডেট রাখা। বিভিন্ন ব্লগে টিউমেন্ট করা। সোশ্যাল বুকমারকিং করা। আপনার সাইটের লিঙ্ক গুলোর উপর জোর দিতে পারেন। ভাল ভাল ফোরাম গুলতে জয়েন করতে পারেন। ইমেইল করার সময় আপনার সাইটের লিঙ্ককে স্বাক্ষর হিসেবে বাবহার করতে পারেন। র্যাঙ্ক বৃদ্ধি করুন AlexaBoostUp এর সাহায্যে আ্যলেক্সা র্যাঙ্ক যে কোন ওয়েব সাইটের স্ট্যাটাস নির্দেশ করে। আ্যলেক্সা র্যাঙ্ক ওয়েব সাইটের ট্রাফিকের উপর ভিত্তি করে প্রদান করা হয়। বর্তমানে আ্যলেক্সা র্যাঙ্ক- ই সর্বাধিক জনপ্রিয়। বিজ্ঞাপনদাতা বা ভিজিটরগণ যেকোন ওয়েব সাইটের আ্যলেক্সা র্যাঙ্ককেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। সুতরাং আ্যফিলিয়েট মার্কেটিং কিংবা ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে আয়ের ক্ষেত্রে আ্যলেক্সা র্যাঙ্ক বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হলো কিভাবে আমরা অ্যালেক্স র্যাক বৃদ্ধি করব? আ্যলেক্সা র্যাঙ্ক বৃদ্ধির জন্য বিভিন্ন উপায় রয়েছে। এগুলির বেশির ভাগই কষ্টসাধ্য। তবে আ্যলেক্সা্ র্যাঙ্ক বৃদ্ধির জন্য কিছু সহজ উপায় রয়েছে যেগুলিকে আ্যলেক্সা র্যাঙ্ক বৃদ্ধির শর্টকার্ট উপায় বলা যেতে পারে। AlexaBoostUp একটি কার্যকরী উপায়। এটির মাধ্যমে আপনি খুব সহজেই আ্যলেক্সা র্যাঙ্ক বৃদ্ধি করতে পারবেন। তাছাড়া এটি ব্যবহার করলে আপনাকে আলাদাভাবে ট্রাফিক বিল্ডিং বা এসইও নিয়ে চিন্তিত হতে হবে না। এবং আপনার আ্যলেক্সা র্যাঙ্ক খুব দ্রুত বৃদ্ধি পাবে। কিভাবে কাজ করবো।

AlexaBoostUp AlexaBoostUp এর রয়েছে auto surfer সিস্টেম যেটি পুরো প্রক্রিয়াকে খুব দ্রুত সম্পন্ন করে। আমরা পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে বর্ণনা করছি।

১। AlexaBoostUp এ যান এবং সাইনআপ করুন।

২। আপনার website/blog এর লিঙ্ক সাবমিট করুন

৩। এবার autosurf booster বাটনে ক্লিক করুন এবং পয়েন্ট পেতে শুরু করুন। তাহলেই আপনার কাজ শেষ।

AlexaBoostUp সম্পূর্ণ ফ্রি একটি সার্ভিস। কিভাবে AlexaBoostUp কাজ করে মূলত AlexaBoostUp সার্ভিস ব্যবহার করে অন্যদের কিছু ওয়েবসাইট ভিজিট করতে হবে তাহলে তারাও auto surfer এর মাধ্যমে আপনার ওয়েবসাইট ভিজিট করবে। সেসব ভিজিটরদের ব্রাউজারে Alexa Toolbar ইনস্টল করা থাকবে। ফলে তারা আপনার ওয়েবসাইট ভিজিট করলে সেটি Alexa তে গণনা হবে।পুরো প্রক্রিয়াটি হবে অটোমেটিক প্রক্রিয়ার মাধ্যমে এবং এটি Alexa Rank বৃদ্ধির ক্ষেত্রে খুবই কার্যকরী। ১ পয়েন্ট = ১ টি ওয়েবসাইট ভিজিট। মাত্র ৫০ সেকেন্ডের মধ্যেই কাজটি হয়ে যাবে।

অন্যরাও auto surfer এর মাধ্যমে ‍আপনার সাইট ভিজিট করে যাবে। আপনাকে যেটি করতে হবে সেটি হল AlexaBoostUp এর Auto Surf Booster চালু করা এবং বসে থাকা। কিভাবে Point Earn করবেন প্রথমে Alexa Boost Up থেকে auto surfer চালু করুন। তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে অন্যদের ওয়েব সাইট ভিজিট করবে এবং আপনার Point Earn হতে থাকবে। ঐ পয়েন্টগুলি অন্য ভিজিটরদের নিকট থেকে ভিজিট পাওয়ার জন্য ব্যবহৃত হবে। সর্বশেষে একটি কথাই “প্রখমে অনলাইনে টাকা ঢালুন। কেননা কিছু না দিলে কিছু পাওয়া যায় না”। আমার কাছে এই দুটি পথ সহজ রয়েছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনার যদি সাধ্য থাকে তাহলে আপনার সাইটে এসইও করুন। এটা আপনি নিজে করুন বা অন্য যে কোন প্রফেশনাল এসইও মাষ্টারকে দিয়ে করাতে পারেন। আর যদি ভিন্ন কোন পথে যান তাহলে আমি বলবো ফেসবুক মার্কেটিং করুন। এতে করে আপনি অনেক সাড়া পাবেন।
বর্তমানে সবাই ফেসবুকের মাধ্যমে ওয়েব সাইট ভিজিট করে থাকে।

Find More Free Net Tricks, Tips, Php, wapka zone Go My Tech Blog

2 thoughts on "সহজেই আপনার ওয়েবসাইটের যাষ্ক বৃদ্ধি করেন"

  1. Md Siyam Contributor says:
    Thank you very much.
  2. bitbd Contributor says:
    kharap na

Leave a Reply