আসসামু আলাইকুম গাইজ, অসুস্থ শরীর নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে 🙂
খুব সহযেই একটি ব্লগ খুলুন, আর হয়ে উঠুন একজন ব্লগার
হ্যা, আজ খুব সহয ভাষায় লিখবো, এক্সপার্ট রা দয়া করে পচাবেন না
হ্যা, আশা করি ব্লগ সম্পর্কে সবার ই নুন্যতম অভিজ্ঞতা আছে, তাও বলি। পার্সোনাল ব্লগ হলো ইন্টারনেটে নিযের একটা পরিচয়, যেখানে যা ইচ্ছা তাই আপনি লিখতে পারবেন, দুনিয়াকে দেখাতে পারবেন।
এখন কি লিখবেন তা আপনার ইচ্ছা, আপনি ইচ্ছে হলে কবিতাও লিখতে পারবেন বা টেকনোলজি রিলিটেড পোষ্ট ও করতে পারবেন।
আর হ্যা, আপনার ব্লগ টা হালকা ভিজিটর পেলে এবং আপনার পোষ্ট গুলো যদি উন্নত পর্যায়ের হয় তবে ভালো টাকা আয় করতে পারবেন 😉
আচ্ছা গভীরে না যাই, ব্লগ অনেক ভাবেই খোলা যায়
সবচেয়ে বেশি ফেমাস হলো ওয়ার্ডপ্রেস আর ব্লগস্পট (both are CMS) (বিঃদ্রঃ সি এম এস কি আমি ও জানি না -_- )
আজ ওয়ার্ডপ্রেস দিয়ে কিভাবে ফ্রিতে একটি ব্লগ খুলবেন দেখাবো,
তো প্রথমেই লাগবে আমাদের একটি হোষ্টিং সাইট যেখানে আপনার ব্লগ এর সব ডাটা বা ধরুন পুরো ব্লগ ই থাকবে,
প্রিমিয়াম হোষ্টিং নিতে গেলে আপনার পকেটের অনেক টাকা খোয়াতে হবে, আমি এখন সাজেষ্ট করবো ফ্রি হোষ্টিং নিতে, যেহেতু আপনি নতুন, ইন্টারনেটে খোজ করলে অনেক ফ্রি হোষ্টিং পাবেন বাট আমি boxhost . me সাজেষ্ট করবো কারণ এর সার্ভিস অনেকটা প্রিমিয়াম হোষ্টিং এর ন্যায় 😉
তারপর লাগবে ডোমেইন নেইম, ডোমেইন হলো আপনার সাইটের নাম যেমন *ফেইসবুক.কম গুগল.কম * etc. এখন প্রিমিয়াম ডোমেইন যেমন ডট কম, ডট নেট এগুলা নিতে ও টাকা লাগবে,
তাই আপাতত একটা ফ্রি ডোমেইন নিন,
তো, কিভাবে free নেয়া যাই?
প্রথম নিচের লিনকে যান,
http://dot.tk
আশা করি সবার ঈ ধারনা আছে Tk domain নেয়ার,
শুধু এটা লক্ষ করুন,
dns server>own dns>1st box > ns1.boxhost.me
2nd box> ns2.boxhost.me
তারপর নিচের লিনক এ যান
http://boxhost.me
registration >verify>login>
hosting এ ক্লিক করুন
create new এ ক্লিকদিন।
এখন, emty box এ যে, tk domain টা নিয়েছিলেন ঐটা লিখে সাবমিট দিন।
এখন ঐটা তে ক্লিক করে, hosting panel এ যান,
দেখেন,এক যায়গায় লেখা Script Auto installer,
ঐটাতে ক্লিক করুন,
WordPress এ ক্লিক দিয়ে, user name and password দিয়ে install দিন।
এই user name and passwords ঈ আপনার wordpress Admin password,
Congrats আপনি এখন একটি ওয়ার্ডপ্রেস ব্লগ এন্ড ফ্রি হোষ্টিং পেলেন 🙂
খুবই সহয ভাষায় লিখছি, তারপর ও কোন সমস্যা হলে আমাকে fb তে নক দিন
জানি ভালো ভাবে বোঝাতে পারি নাই 🙁
আমার ফেবু প্রোফাইল: fb.me/itz.prince.sid
20 thoughts on "খুব সহযেই একটি ব্লগ খুলুন আর হয়ে উঠুন একজন ব্লগার। সহজ বাংলা টিউটোরিয়াল"