ইমেজ হল একটা ওয়েবসাইটের সবথেকে আকর্ষণীয় একটা পার্টস। ভাল ইমেজের জন্যও অনেক সময় সাইট হিট হয়ে থাকে। কিন্তু, বেশী সংখ্যক ইমেজ আপলোড করলে আপনার সাইটের স্পীড অনেকগুণ কমে যেতে পারে। এটার ফলে আপনার পেইজগুলো লোড নিতে অনেক বেশী সময় নিয়ে থাকে। তবে সবসময় 8-bit PNG ছবি ব্যাবহার করা ভাল। যদি দেখেন ছবিটা অনেক কমপ্লেক্স তাহলে JPEG বা 24-bit PNG ব্যাবহার করতে পারেন।

কোন বড় ছবিকে ছোট আকারে ব্যাবহার করতে হলে HTML কোড দিয়ে ছোট করবেন না। এতে সাইজ টা ছোট দেখা যায় কিন্তু ফাইল সাইজ সেই বড়ই থাকে । তাই কোন ইমেজ এডিটর এ ইমেজটি নিয়ে সাইজ ছোট করে সেভ করে আপলোড করতে হয়। এতে ফাইল সাইজ ও ছোট হয়।

তাই সাইটে কম ইমেজ ইউজ করা একটা ভাল ও শর্টকাট উপায়। কিন্তু এটার জন্য অন্য আরেকটা উপায়ও রয়েছে। আপনি ইমেজ সাইটে ঠিকই আপলোড করবেন কিন্তু এটা আপনার সাইটের স্পীডের উপর প্রভাব ফেলবে খুবই কম। আপনি বিভিন্ন টুলস ইউজ করে আপনার ইমেজগুলো অপটিমাইজ করে আপনার সাইটে আপ করতে পারেন।

WP Smush Image Optimizer নামের একটা প্লাগিন এই ইমেজ অপটিমাইজেশনের জন্য খুবই উপকারী। এটা আপনার ওয়ার্ডপ্রেসে আপনি ইনস্টল করতে পারেন।

এর প্রো ভার্সনের কিছু সুবিধা নিচে দেওয়া হলঃ

  • Bulk Smush your entire media library
  • Faster Asynchronous Auto-Smush
  • Super-Smush lossy compression
  • Scale your images on upload
  • Convert PNG to lossy JPEG
  • Smush images up to 32MB

আপনার ফ্রি WP Smush Image Optimizer কে প্রো ভার্সনে পরিবর্তন করা নিয়মঃ

  1. প্রথমে আপনার সাইটে WP Smush Image Optimizer প্লাগিন ইন্সটল করে নিন।
  2. WP Smush Image Optimizer এর প্লাগ ইনস্টলেশন ফোল্ডারে যান।
  3. “lib” ফোল্ডারে যান।
  4. সম্পাদনার জন্য “class-wp-smush.php” ফাইল খুলুন।
  5. if ( empty( $api_key ) )” অনুসন্ধান করুন
  6. এই ফাংশনটির রিটার্ন্স false, তাই এটি true তে পরিবর্তন করুন।

না বুঝলে নিচের ছবিটি দেখুন। নিচের ছবিতে if ( empty( $api_key ) )” ফাংশনটি পরিবর্তন করা হয়েছে।

One thought on "WP Smush Pro এর লেটেস্ট ভার্সন আজীবনের জন্য ফ্রি তে নিয়েনিন!"

  1. Totul Author says:
    It’s a great idea…
    I appreciate this…

Leave a Reply