বন্ধুদের সালাম জানিয়ে আজকের
পোস্ট লেখা শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন।
আজকে একটা ওয়ার্ডপ্রেস এর প্লাগিন নিয়ে আলোচনা
করবো আর প্লাগিন আর নাম হল WyPiekacz ।
এই প্লাগিন দিয়ে আপনি যা করতে পারবেন তার কিছু
বর্ণনা নিছে দিলাম………
☆ পোস্ট এর সর্বনিম্ন ও সর্বোচ্চ ওয়ার্ড বা শব্দ।
একটি পোস্ট এ কতো গুলো লিঙ্ক allow করবেন।

☆ পোস্ট এর Title এর সর্বনিম্ন ও সর্বোচ্চ ওয়ার্ড বা শব্দ।
☆ সর্বনিম্ন ও সর্বোচ্চ কয়টা ক্যাটেগরি নির্বাচন করতে
হবে।
সর্বনিম্ন ও সর্বোচ্চ কয়টা ট্যাগ নির্বাচন করতে হবে।
☆ নির্বাচিত ছবি দিতে হবে কিনা।
এছাড়াও আরও অনেক কিছু। এখন আপনি ঠিক করুন আপনার
ব্লগ এ এটি কি দরকার আছে কিনা। যদি থাকে তাহলে
নিছে লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন তাড়াতাড়ি।

http://downloads.wordpress.org/plugin/wypiekacz.2.2.zip
সৌজন্যেঃ আমার সাইট

যে কোন ডিজাইনের WordPress, Php, Zomlar অথবা Wapka সাইট সল্প মূল্যে বানাতে যোগাযোগ করুন।

যোগাযোগব্যবস্থা : 01758143289

 

3 thoughts on "আপনার ব্লগ এ পোস্ট করার নিয়ম ঠিক করে দিন প্লাগিন এর মাধ্যমে"

  1. Firoj Contributor says:
    কি রে Subscribe তোর ip সোহো Block করলে ভালো হইতো
  2. Saad Khan Contributor says:
    Ei halar po trickbd te ekono ki kore

Leave a Reply