আমার পোস্টটি পরার জন্য ধন্যবাদ । আমি মাঝে মাঝে ওয়ার্ডপ্রেস নিয়ে কিছু লেখালেখি করি । তাই ওয়ার্ডপ্রেস এর একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতেছি । আমরা প্রায় ওয়ার্ডপ্রেস এর অনেক প্রিমিয়াম থিম আপলোড দিয়ে থাকি | অনেক প্রিমিয়াম থিম ইনস্টল দেয়ার পর এক্টিভেশন কোড চায় । এক্টিভেশন কোড দেয়ার পর থিমটি এক্টিভেট হয়ে যায় । আজকে আমরা শিখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস থিম এর এক্টিভেশন পেজ তৈরী করব । যারা থিম তৈরী করে তাদের ক্লায়েন্ট এর জন্য এ ধরনের কাস্টম পেজ তৈরী করে থাকে | আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এটা কিভাবে করলো? এরকম প্রশ্ন আমার ছিল । তাই আমি আজ তার উত্তর পেয়েছি । আমার প্রশ্নের উত্তরটা আপনাদের সাথে শেয়ার করতেছি । নিম্মে কিছু কোড দেয়া হলো, এই কোড গুলা আপনার ওয়ার্ডপ্রেস থিম আর functions.php ফাইল এ বসাতে হবে । এই কোডটি বসালে আপনার থিম এর জন্য এক্টিভেশন এর জন্য কাস্টম পেজ কাজ করবে |
//don’t change the code bellow, unless you know what you’re doing
$page_check = get_page_by_title($new_page_title);
$new_page = array(
‘post_type’ => ‘page’,
‘post_content’ => $new_page_content,
‘post_status’ => ‘publish’,
‘post_author’ => 1,
);
if(!isset($page_check->ID)){
$new_page_id = wp_insert_post($new_page);
if(!empty($new_page_template)){
update_post_meta($new_page_id, ‘_wp_page_template’, $new_page_template);
}
}
}
উপরোক্ত কোডটি থিম এক্টিভেশন পেজ হিসাবে কাজ করবে | আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে । পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ।
সময় থাকলে আমার ব্লগটি ঘুরে আসতে পারেন
মাএ 450 টাকাতে .Com ডমেইন কিনতে যোগাযোগ করুন 01785829489
যেকোন ডিজাইনের সাইট বানাতে বা সাইটে SEO করাতে যোগাযোগ করুন 01785829489
8 thoughts on "কিভাবে WordPress Theme Activate সিষ্টেম করবেন"