সবাইকে সালাম জানিয়ে আজকে আবার সুরু
করতেছি। যাদের ওয়ার্ডপ্রেস সাইট আছে তারা
হয়তো সবাই জানে আবার যারা নতুন তারা হয়তো
জানে না ।তাদের জন্য আজকে ছোট একটা
টিপস। আমরা যদি কেউ Branding এর জন্য লগিন
প্যানেল এ কোন মেসেজ যোগ করতে
চাই তাহলে সামান্য একটু কোড যোগ করে
আপনি এ কাজটি সেরে ফেলতে পারেন। এর
জন্য যা করতে হবে সেটা হল নিছের কোড
টুকু কপি করে আপনার থিম এর functions.php এ
পেস্ট করে দিন। আর “Anytech ভুবনে
আপনাকে স্বাগতম। লগিন করুন এবং শেয়ার করুন
আপনার মতামত ও আইডিয়া অন্যদের সাথে” এর
জাইগায় আপনার টেক্সট রিপ্লেস করে দিন বাস
কাজ ওকে।
// Add a login message
function shailan_login_message($msg){
return $msg . “
নিজের নামে যে কোন সাইট অথবা থিম বানানোর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন 01792338713