অনেকসময় দেখা যায় যে, ওয়ার্ডপ্রেস থিম বানানোর পর সেটা ftp দিয়ে আপলোড করে বা লোকালহোস্টে ফোল্ডারে রেখে দিলেই যেকোন ওয়ার্ডপ্রেস ইন্সটলেশনে কাজ করে। কিন্তু ওয়ার্ডপ্রেসের এডমিন প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস থিম zip হিসেবে আপলোড করতে গেলে কাজ হচ্ছে না, বিভিন্ন error দেখাচ্ছে।

এ সমস্যা সমাধানের জন্যই আজকের এই পোস্ট।

WordPress_Wallpaper কাস্টম ওয়ার্ডপ্রেস থিম zip করে আপলোড করার উপায়

তৈরীর পর কাস্টম ওয়ার্ডপ্রেস থিম zip করে আপলোড করার উপায়ঃ

১। প্রথমে থিমের সকল ফাইলগুলো একটি zip ফাইলে রাখুন। খেয়াল রাখবেন যেন zip ফাইলের ভিতরে একটা ফোল্ডার হয়ে তার ভিতরে থিম ফাইল/ফোল্ডার থাকবে, এমনটা না হয়। বরং, zip ফাইলের ভিতরে সরাসরি থিমের সব ফাইল/ফোল্ডার থাকবে। অর্থাৎ, থিমের style.css, index.php ও functions.php ফাইলগুলো সরাসরি zip ফাইলের ভিতরে থাকতে হবে। কোন ফোল্ডারের ভিতরে থাকলে হবে না।

২। style.css এ অবশ্যই থিমের ইনফর্মেশনগুলো কমেন্ট আকারে ঠিকমত থাকতে হবে। নিচের ইনফর্মেশনগুলো থাকা জরুরীঃ

/* Theme Name: আপনার থিমের নাম Template Name: আপনার থিমের নাম আবার Template URI: থিমের লিঙ্ক Author: আপনার/থিম প্রস্তুতকারীর নাম Author URI: থিম প্রস্তুতকারীর লিঙ্ক Version: থিমের ভার্শন নং Description: বিবরণ */

এখানে উল্লেখ্য যে, Theme Name ও Template Name, এ দুটি জিনিসই থাকতে হবে। এর মধ্যে কোন একটি না থাকলে zip করে আপলোডের সময় সমস্যা করতে পারে। বিশেষত Theme Name থাকাটা অতীব জরুরী।

আশা করি এর পর থেকে কাস্টম থিম বানিয়ে সেটা zip করে আপলোড করতে কোন সমস্যা হবে না।

কোন সমস্যায় পড়লে কমেন্টে জানাবেন।

Credit by: TrickJagat.Com
কম টাকায় .Com অথবা Hosting কিনতে যোগাযোগ করুন 01785829489

10 thoughts on "WordPress সাইটের থিম Zip বানিয়ে আপলোড করার উপায়"

    1. Mehedi Hasan Khan Subscriber Post Creator says:
      Tnx bosss
    2. Ex Programmer Contributor says:
      awsome
  1. আতিক Author says:
    Zip file create korbo kivabe?
    1. Google Boy Contributor says:
      Apnar PC ache? #আতিক
  2. Shadhin Author says:
    স্ক্রিনসট সহ দিলে ভাল হত ।
    1. Google Boy Contributor says:
      Right #Shadhin Vai
    2. Mehedi Hasan Khan Subscriber Post Creator says:
      Boss tomi koi thako???
  3. RE ROFIQUL Contributor says:
    #Shadhin vai amader ki post korar jone shujok kore diben……online earning and oparetor service niye post korte cai….
  4. Shadhin33 Contributor says:
    ভাই নিউজ পেপার এর জন্য একটা থিম ডাউনলোড লিংক দেন প্লিজ!

Leave a Reply