ব্রাউজারে সাইটের নামের ডানদিকে যে আইকনটি দেখা যায় সেটি-ই হচ্ছে ফেভিকন । ফেভিকন হচ্ছে ওয়েব সাইটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা সাইটের সৌন্দর্য বৃদ্ধি করে তুলে । এছাড়া, ফেভিকন কে সাইটের চিহ্ন বা স্মারকও বলা হয় ।
আজ আমি দেখাবো কিভাবে প্লাগিন এর মাধ্যমে আপনার সাইট এ ফেভিকন যোগ করবেন । কারণ, অনেক নতুন ব্লগার আছেন যারা কোডিং এর মাধ্যমে ফেভিকন যোগ করতে পারেন না কিংবা কোডিং এ ভয় পান । তাই তাদের জন্য আমার আজকের এই পোষ্ট ।
favicon প্লাগিন এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস সাইট এ ফেভিকন যোগ
কিভাবে ফেভিকন তৈরি করবেন;
ফেভিকন যোগ করার জন্য প্রথম ১৬x১৬ সাইজের ইমেজ তৈরি করে নিন । এবার এটাকে fevicon.ico নাম দিয়ে সেভ করুন । আপনি যেকোনো গ্রাফিক্স সফটওয়্যার দিয়ে ফেভিকন তৈরি করতে পারেন । আপনি .bmp এক্সটেনশন ব্যবহার করেও ফেভিকন ইমেইজ তৈরি করতে পারেন তবে লক্ষ্য রাখবেন ফেভিকন টি যেন ২৫৬ কালারের বেশী না হয় । কিন্তু ICO হল একটি Standard Format যা সকল ব্রাউজার সাপোর্ট করে।
যদি আপনি গ্রাফিক্স সফটওয়্যার এর কাজ না পারেন তাহলে এখানে ক্লিক করে আপনার পছন্দমত ইমেজ কে সহজেই ফেভিকন ইমেইজ বানিয়ে নিন । আপনি এখান থেকে ইমেজ & অ্যানিমেশন উভয়ই তৈরি করতে পারেন ।
আসুন এবার আমরা দেখি কিভাবে ফেভিকন যোগ করা যায়;
প্রথমে এখান থেকে All in one Favicon প্লাগিনটি ডাউনলোড করে নিন ।
১ম ধাপ;
আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করুন ।
Dashboard>Plugins>Add New এ যান ।
এবার প্লাগিন টি ইন্সটল করুন ।
২য় ধাপ;
প্লাগিনটি ইন্সটল কারার পর, Dashboard>Settings>All in one Favicon এ যান ।
প্লাগিন এর মাধ্যমে ওয়ার্ডপ্রেস সাইট এ ফেভিকন যোগ
এবার, উপরের চিত্রের মতো আপনার ফেভিকনের ফরম্যাট অনুযায়ী আপলোড করে দিন ।
আপনার ফেভিকন যোগ করা শেষ! এবার আপনার ওয়ার্ডপ্রেস সাইটটি রিলোড দিয়ে দেখুন । আশা করি কোন সমস্যা হবেনা ।
এছাড়া আপনি এই পদ্ধতিতে ফেভিকন যোগ করতে পারেন ।
-ধন্যবাদ সবাইকে ।
স্বল্প মূল্যে সাইট, হোস্টিং, ডমেইন, Paypal একাউন্ট, মাষ্টার কার্ড, ফেসবুক পেজ প্রমোট করতে অথবা সাইটে SEO করাতে যোগাযোগ করুন 01785829489
File এর শেষে .ico থাকে