Trickbd.Com পরিবারের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। আশা করি,সবাই ভাল আছেন….??☺
আজকে আমি আপনাদের সামনে একটি মজার ট্রিক নিয়ে হাজির হয়েছি।আমাদের সবারই কম বা বেশি সংখ্যক ওয়েবসাইট বা ব্লগ আছে।কিন্তু,সেই ওয়েবসাইট বা ব্লগের জন্য একটি সুন্দর লগো অপরিহার্য।আজ আমি কিভাবে খুব সহজে একটি সুন্দর লগো বানানো যায় তা নিয়ে আলোচনা করব।
প্রথমে এই লিংকে যান…..…নিচের ScreenShot দেখুন কি হচ্ছে……
ScreenShot:
আপনার পছন্দ অনুযায়ী লগো Download করুন।
আশা করি এই ট্রিকটি আপনাদের ভাল লেগেছে….
ভাল থাকবেন সবাই…………………………
যে কোন প্রয়োজনে ফেসবুকে আমি
তোমার কমেন্ট স্পাম হয়ছে
তবে এক পোষ্ট নিজের ভাষায় ভিন্ন করে লেখা যায়
কিন্তু দুই পোষ্টের কন্টেন্ট এক আর ভাষাটাও ভিন্ন….
কিন্তু এটা ও অনেক ভাল…এতে প্রায় ১০০ ডিজাইনের লগো আছে…
আমি কম করে দেখাইছি
পোস্টের লিংক https://www.trickbd.com/technology-updates/349851
আর আমি ও নিজের ভাষায় লিখছি..তোমার টা ও অন্য টাইপের
আপনি অন্যের পোস্টের ধারনা কপি করে রিপোস্ট করেন।
আর যখন এটা প্রমান করে যে কপি তখন আপনি বলেন
“অকে,সরি আমি জানতাম না এই বিষয় নিয়ে পোষ্ট করা আছে…..
আর আমি ও নিজের ভাষায় লিখছি..তোমার টা ও অন্য টাইপের”
আসলে এভাবে বেশিদিন চালাতে পারবেন না!
ক্রিয়েটিভ হোন নয়ত পোস্ট করার প্রয়োজন নেই!
কপি হচ্ছে কোনকিছু না ভেবে সম্পর্ণ অন্যের লেখা নিজের বলে চালিয়ে দেয়া…
আর যার পোষ্ট তার সাথে তু আমার একটা Word ও মিল নাই…
অনর্থক এরকম উল্টা-পাল্টা কমেন্ট করে কাউকে বিভ্রান্ত করিও না
এডমিনের পোষ্ট আছে এই বিষয়ে দেখে নাও….
নিজেকে বড় বড় করে ক্রিয়েটিভ বলার দরকার কি???
আর কপি কাকে বলে একটু জেনে নিও…
ওয়ার্ড-প্রেস নাকি???