বিসমিল্লাহির রাহমানির রাহিম।


সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি।

প্রথমত আমার সমস্যার কথা দিয়েই শুরু করি।
অনকেই আমাকে মেসেজ করেছেন ফেসবুকে,
জিজ্ঞাস করেছেন টিউটোরিয়াল কয় পর্বের হবে?
অনেকেই বলেছেন হেল্প করার জন্য আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি।
আমি আমার অফিসের জন্য ব্যস্ত থাকি।
প্রতি শুক্রবার ফ্রি থাকি যার জন্য শুক্রবারেই বেশি টিউন করে থাকি। আমি আপনাদের কথা মাথায় রেখে শুক্রবার সন্ধ্যা ৭ থেকে ৭:৩০ মিনিটের মধ্যে টিউন পাবলিশ করব ইনশাহ আল্লাহ্‌। আশা করি সবাই সাথেই থাকবেন।
যদি কোনো কারণে সময় মিস হয়ে যায় তাহলে সরি বলে রাখলাম।
অনেক কথা বলে ফেলছি এবার কাজের কথা আসা যাক।

আজকের পর্বের আলোচনা মূল্য বিষয় হলো সি প্যানেল।

সি প্যানেল কি?
সি প্যানেল হলো আপনি যখন আপনার হোস্টিং একাউন্ট সাইন আপ করবেন তখন তারা আপনার সকল প্রকার কাজ কর্ম করার জন্য একটা ভিন্ন পেজ তৈরি করে দেবে সুধু মাত্র আপনার জন্য। সেখানে আপনি আপনার প্রয়োজনীয় সকল সেবা পাবেন।
সি প্যানেল এর কাজ কি?
সি প্যানেল এর কাজ হলো আপনি যখন আপনার সাইটে কোনো সার্টিফিকেট ইন্সটল করবেন তখন আপনাকে সি প্যানেলে গিয়েই করতে হবে।
কথা বাড়িয়ে লাভ নেই এক কথা বলি “সি প্যানেল হলো আপনার হোস্টিং এর মাথা” যা ছাড়া আপনি অচল।

আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন।
যদি তার পরেও না বোঝেন নিচে ভিডিও টিউটোরিয়াল আছে দেখে নিতে পারেন।
চলুন ফটোর মাধ্যমে দেখে নেওয়া যাক কি কি আছে সি প্যানেলে।

প্রেফারেন্স থেকে আপনার ই-মেইল আপডেট করতে পারবেন এবং একাউন্ট সেটিংস করতে পারবেন।


ফাইলস মেনু থেকে আপনি আপনার ফাইল মেনেজারের সকল প্রকার কাজ করতে পারবেন। আপলোড, ডাউনলোড, ডিলিটিং, ইডিটিং, রিনেম, সকল কিছুই এখান থেকে করতে পারবেন।

ডিরেকটরি প্রাইভেসি হলো আপনার ফাইল গুলো যে ফোল্ডারে আছে সেই সমস্ত ফোল্ডার এর প্রাইভাসি।
আপনি চাইলে সেগুলো প্রাইভেসি চেঞ্জ করতে আপনার মত করে দিতে পারেন।

ডিস্ক ইউজ মানে হলো আপনার সাইট কতটুকু ডিস্ক স্পেস নিয়েছে সেটা দেখতে পারবেন।

এফটিপি থেকে আপনি খুব সহজে আপনার কাজ গুলো পরিচালনা করতে পারবেন এবং সেটা খুব দ্রুত ভাবেই।

ফ্রি এফটিপি সফটওয়্যার হলো কি কি সফটওয়্যার ফি সেগুলোর লিষ্ট এবং কাজ করতে হবে কিভাবে সেগুলো বিষয়ে একটু ধারণা।

ব্যাকআপ মানে তো বুঝতেই পারছেন কি। এটা নিয়ে আর আলোচনা করার দরকার নেই।

এখানে ডোমেইন এবং সাবডোমেইন এর কথা বলেছে। কিভাবে ডোমেইন এড করতে হবে সেটা নিয়ে আসবো খুব দ্রুতই আশা করি সাথেই থাকবেন।


এটাতে ইমেইল নিয়ে আলোচনা করা আছে।
ইমেল কিভাবে ফরওয়ার্ড করতে হয় সেটাও এখানেই দেখানো আছে।

আপনার একাউন্ট স্ট্যাটিক এবং পিএইচপি সম্পর্কে আলোকপাত করা হইছে
এছারাও এরর লগ নিয়েও ধারণা দেওয়া আছে।


আইপি ব্লকার, এস এস এল সার্টিফিকেট,
ওয়ান ক্লিক ইন্সটল, ক্লাউড ফ্লারে এগুলো নিয়ে আছে এই মেনু, আইপি ব্লক করবেন কখন? যখন আপনাত সাইট ডিডস এর কবলে পরবে তখন আইপি ব্লক করবেন এবং এস এস এল সেটাপ করবেন আগেই তা না হলে সমস্যা হতে পারে।

আপনার একাউন্ট এর সকল কিছু এখানে দেখাবে।
কোনটা কত এমবি নিয়েছে, কোথায় কোনটা রানিং আছে সেগুলো এখানেই পাবেন।

আশা করি সবাই বুঝতে পেরেছেন?

সমস্যা হলে কমেন্ট করুন
মেসেজ করুন ফেসবুকে আছি
সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন টেক & টক

ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।

27 thoughts on "ফ্রি হোস্টিং দিয়ে বানিয়ে নিন ব্যাসিক থেকে প্রোফেশনাল মানের ওয়েব সাইট পর্ব ৩"

  1. Ashraf uddin Author says:
    ভাউ এইটাতে কি ফেসবুক বুট হবে।
    1. Server Error Author Post Creator says:
      জ্বি না ভাইয়া, এটা বট সাইট হবে না। বট সাইট ভিন্ন ভাবে তৈরি করতে হয়, ধন্যবাদ ভাইয়া।
    2. Ashraf uddin Author says:
      ভাইয়া আমি ফেসবুক লাইক কমেন্ট বটের কথা বলেছি
    3. Server Error Author Post Creator says:
      জি ভাই, তবে বট সাইটও বানানো যাবে কিন্তু টিউটোরিয়াল ভিন্ন হবে, ধন্যবাদ ভাই।
    1. Server Error Author Post Creator says:
      আসবে ভাই, এখন থেকে খুব দ্রুতই টিউন আসবে, সাথে থাকবেন, ধন্যবাদ ভাই।
  2. mohdshoaibctg Contributor says:
    হেল্প প্লিজ।আমার কাছে পিসি নেই। আমি আমার সেট কে supersu দিয়ে রুট করতে চাই। কিভাবে করব প্লিস কেউ হেল্প করেন!!!!!!!
    1. Server Error Author Post Creator says:
      সুপার ইউজার দিয়ে রুট নয়, বলেন সুপার ইউজার পার্মেশন দিতে চাচ্ছেন। আপনার ফোনের মডেল বলেন দেখি কোনটা সাপোর্ট করবে।
    2. mohdshoaibctg Contributor says:
      samsung galaxy j1 version 5.1.1 model sm-j111f
    3. Al-Amin989 Contributor says:
      Try it KingoRoot v3.2.apk
    4. Server Error Author Post Creator says:
      কিং রুট অ্যাপ দিয়ে ট্রাই করতে পারেন ইনশাহ আল্লাহ্‌ কাজ হবে , ধন্যবাদ।
    1. Server Error Author Post Creator says:
      ধন্যবাদ ও ভালবাসা ভাই
  3. Reporter Author says:
    পরের পার্টে দেখাবেন কিভাবে থিমস ইনস্টল করবো
    1. Server Error Author Post Creator says:
      ওয়ার্ডপ্রেস ইন্সটল করলাম না কিন্তু থিম ইন্সটল করব কিভাবে ভাই? পাগল বলবে সবাই ।
  4. Sanoar Hossain Contributor says:
    Part ektu boro kora uchit & ager part gula mention kora drkr silo
    1. Server Error Author Post Creator says:
      গুড ইনফর্মেশন ভাই। আগামীতে ঠিক করে দিবো ইনশাহ আল্লাহ্‌ । ধন্যবাদ আপনাকে ।
  5. Gangster Contributor says:
    Dekhi amio try Kori. Pari ki na??? Parle to akta website ar Malik hoia jabo.
  6. Neymar Jr Contributor says:
    ভাই আমি একটা বুট স্ক্রিপ্ট ডাউনলোড দিয়ে রাখছি।
    বাট বুঝে উটতে পারছিনা কিভাবে কি করবো।
    আপনি যতটুকু দেখিয়েছেন ততটুকু তে আটকে আছি।
    জানি বলবেন যে বুট সাইট অন্য ভাবে তৈরি করতে হয়।
    কিন্তু জাস্ট আমি মনে করি কোডের পার্থক্য।
    প্লিজ হেল্প মি।
  7. Asraf Uddin Contributor says:
    আইডি ডিজেবল করে দেয়। .tk & .ga দিয়ে ট্রাই করেছিলাম।
    1. Server Error Author Post Creator says:
      কাজ করলে ফ্রি দিয়ে নয় প্রিমিয়াম ডোমেইন দিয়ে কাজ করেন।
    2. Asraf Uddin Contributor says:
      সমস্যার কথা জানালাম, পারলে সমাধান দেন। চেইতেন না।
    3. Server Error Author Post Creator says:
      চেতার কি আছে ভাই? আপনাকে সাহায্য করতে পারলেই তো আমি স্বার্থক। এই জন্য বলছি, অনেক ফ্রি হোস্টিং প্রোভাইডাররা ডিলিট করে দেয়। তাই প্রিমিয়াম নিয়ে বট সাইট বানালেই ব্যাটার হবে। ধন্যবাদ।
    4. Asraf Uddin Contributor says:
      ধন্যবাদ।

Leave a Reply