কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে
সবাই ভাল আছেন।

শিতের দিন গুলো কেমন লাগছে জানাবেন?

যাই হোক আজকের বিষয় হলো
* কোন কোডিং দক্ষতা ছাড়াই
Meta Tags বসানো।

ব্যাপার টি পরিষ্কার না তাই না?
আচ্ছা Trickbd তে এমন অনেকে আছে
যারা আমার সম্মানিত ট্রেইনার ভাইদের
দেওয়া সাইট বানানো টিউটোরিয়াল দেখে
সাইট বানাই কিন্তু SEO করার সময় পড়ে
যাই সমস্যায় কারন SEO এর খুব গুরুত্বপূর্ণ
একটি পার্ট হলো Meta Tags যা বিভিন্ন

সার্চ ইঞ্জিন কে বোঝাতে সক্ষম করে
আপনার সাইট টি কি বিষয়ের উপর।

এবার বোঝেন এটি কতটুকু
গুরুত্বপূর্ণ.! এক কথায় meta tags
হলো আপনার সাইটের পরিচয়।

এই মেটা ট্যাগ আপনার সাইটের পরিচয়
প্রদান করবে সার্চ ইঞ্জিন এর কাছে।
আর সার্চ ইঞ্জিন গুলো ভিজিটরদের কাছে।

তো এই meta tags কোডিং এর
মাঝ খানে বসাতে হবে।
এখন কথা হলো আমরা টিউটোরিয়াল
দেখে সাইট বানাই তাহলে এটি কিভাবে পারবো?

হা এটির ব্যাতিক্রম একটি উপায় হলো
প্লাগিন।

যা WordPress Plugin Store এ পাবেন।

Plugin name: All Meta Tags

===> সার্চ করুন পেয়ে যাবেন। ?

Plugin open করলেই এমন আসবে


এবার box এ আপনার সাইটের
পরিচয় তুলে ধরুন ?
Thank You…………!

কম টাকায় WordPress হোস্টিং বা ডোমেইন কিনুন
যোগাযোগ করুন 01785829489

4 thoughts on "সহজ একটি বিষয় জেনে নিন যা পারবে আপনার সাইটকে Rank #1 এ নিয়ে আসতে। সাথে থাকছে Meta Tags"

  1. xxxx12qq Subscriber says:
    Now full site and link update..
    Hope that anyone face no problem..
    Send free ms and enjoy..
    Link:http://smsbd.rf.gd
  2. Ranjan Ran Contributor says:
    ভাই আমি বিস্ময় এর মত সাইট বানাতে চাই। এখন আমাকে কি করতে হবে
  3. Md Yousuf Ctg Author says:
    Good Plugin for Meta Tags…

Leave a Reply