পৃথিবীতে জনপ্রিয় কিছু ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে অন্যতম হলো এই Sahifa theme. এই থিমটি দ্বারা ম্যাগাজিন, ব্লগ, নিউজপেপার, ই কমার্স ইত্যাদি টাইপের ওয়েবসাইট সহজেই তৈরি করে ফেলা যায় । এখানে ক্লিক করে থিমটির demo দেখে নিতে পারবেন ।

Themeforest এ এই থিমটির প্রাইস হচ্ছে ৫৯$ । বাংলাদেশি টাকায় 5 হাজারের মতো হবে । তো যারা নতুন wordpress শিখতেছেন তাদের জন্য এত দাম দিয়ে থিম কিনে প্র্যাকটিস করা অনেক কঠিন ব্যাপার ।

তাই আজকের পোস্টে দেখব কিভাবে এই থিমটি ফ্রীতে ডাউনলোড করবেন । একদম অরজিনাল থিমের সকল ফিচারস পাবেন । তো যারা প্রফেশনাল ওয়েবসাইট তৈরির কথা ভাবছেন তারা ভুলেও কোন পেইড থিমের ফ্রী ভার্সন ব্যাবহার করবেন না । এটা শুধু প্র্যাকটিস করার জন্য ।

আপনাদের সুবিধার্থে আমি ফাইলটি গুগল ড্রাইভে আপলোড করে দিয়েছি । এই লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিবেন ।

ডাউনলোড করার পর একটি জিপ ফাইল পাবেন । জিপ ফাইলটি ভিতরে ডকুমেন্টেশন, লাইসেন্স, Demo সবকিছুই পাবেন । তাছাড়া এর ভিতরে আরেকটি জিপ ফাইল পাবেন Sahifa.zip নামে । এটিই হচ্ছে মূল থিম । এটি আপনার wordoress ড্যাশবোর্ড থেকে ইনস্টল করতে পারবেন ।

ধন্যবাদ 🙂

7 thoughts on "৫৯$ ডলার মূল্যের Sahifa WordPress থিমটি ডাউনলোড করুন একদম বিনামূল্যে !!"

  1. এই টা কে ইউজ করবে ? আজাইরা পোস্ট করেন ?
    1. Ràkíb Expert Contributor Post Creator says:
      পেত্নীর জামাইরা এইসব ইউজ করে না ভাই, সভ্য মানুষরাই ইউজ করে প্র্যাকটিস করার জন্য ??
    2. AlifHasan71 Contributor says:
      ha thik @Rakib ?
  2. atik boss Contributor says:
    tanks…vai amar eta dorkar cilo
  3. Ripon khan Contributor says:
    এই মিয়া, গাজা খাওয়া পোস্ট করেন ক্যা??. ফ্রি থিমস কি করবো। প্রফেশনাল ভাবে যেটা ব্যাবহার করা যাবে সেই থিমস দেন। কি আছে??? থাকলে দেবেন। না থাকলে এইসব ফালতু পোস্ট করবেন না।
  4. Abdus salam Contributor says:
    vai egula full manage kora jai na
  5. Sharif Contributor says:
    আমি ব্যবহার করছি। তবে একটা জিনিষ জানতে চাই, টা হলো: সাইটের কোন সমস্যা হবে না তো?

Leave a Reply