ট্রিকবিডিতে স্বাগতম জানিয়ে আজকের পোস্ট শুরু করছি

আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের পোস্টটি অন্যান্য দিনের তুলনায় ব্যতিক্রমধর্মী হতে চলেছে।আজকে আমি আলোচনা করতে চলেছি ভয়েস‌ওভার নিয়ে

অনলাইন ডকুমেন্টরি কিংবা প্রেজেন্টেশন তৈরি করতে প্রয়োজন একটি ভালো অডিও ব্যাক‌আপ

অনেকে পেজ খুলে বিভিন্ন ফানি কনটেন্ট আপলোড করেন। এক্ষেত্রে মাঝে মাঝে যারা ইংরেজি ব্যবহার করেন তারা হয়তো নিজেদের ভয়েস দিয়ে সেটি কভার করে ফেলেন।

এক্ষেত্রে ব্যাপারটি যাহয় আমাদের ইংরেজি উচ্চারন ভালোভাবে হয়না, কখনো স্পেলিং ভুল থাকে কখনোবা শুনতে শ্রুতিমধুর হয় না।

আবার কারো যদি হিস্টরি কিংবা জিওলজিক্যাল বিষয় নিয়ে কোন ডকুমেন্ট, প্রেজেন্টেশন, স্লাইড নিয়ে উপস্থাপন করতে হয় তখন বিভিন্ন Quote উল্লেখ করতে হয়।এসব Quote কে চাইলেই ভালোমতো ভয়েস‌ওভার দেয়া যায়।যারা ভিডিও এডিটিং এর কাজ করে ফ্রিল্যান্স পার্ট টাইম ভিডিও এডিটর হতে চায় তাদের‌ও প্রয়োজন একটি ভালো মানের ভয়েস‌ওভার। যারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ভিডিও এডিটিং কাজ করতে আগ্রহ প্রকাশ‌ করছেন তাদের জন্য এটি একটি মাস্ট মাস্ট জিনিস। এ বিষয়টির কথা চিন্তা করেই আজকের পোস্ট

শুরূতেই আমি একটি ভিডিও রেফারেন্স হিসেবে অটনু জোবায়ের এর ভিডিওটি দেখে নিন(fb থেকে)
(⚠️⚠️এটি কোন প্রমোশনাল, মার্কেটিং নয়)

এটিকে আপনারা পেইড মার্কেটিং বা তার রিচ পাওয়ার জন্য বলছি এরকম মোটেও ভাববেন না

আমি তার ভিডিও রেফারেন্স হিসেবে উল্লেখ করলাম কারন এটির ভয়েস‌ওভার কোয়ালিটি বেশ ভালোই বলা‌ যায়।এটির ভিডিওর অডিওতে খেয়াল করুন। বেশ ভালোরকম ইংলিশ অডিও ব্যবহার হচ্ছে। এটির সাথে ভয়েসের মধ্যে দেখুন Expression ও খুবই ভালোভাবে ফুটে উঠেছে।সাধারন একটি ভালো ভিডিও কনটেন্ট এর‌ জন্য এ ধরনের কোয়ালিটির ভয়েস‌ওভার‌ই প্রয়োজন।

Similar ধরনের ভয়েস‌ওভার কিভাবে আপনারা‌‌ ব্যবহার করবেন সেটির টিউটরিয়াল‌ই আজকের‌ পোস্টের উদ্দেশ্য।তো চলুন শুরু করা যাক

প্রথমে এই ওয়েবসাইটে ক্লিক করে নিতে হবে
শুরুতে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এক্ষেত্রে গুগল একাউন্ট দিয়ে করলে বেশ‌ দ্রুতভাবে করা যায়। আমি আমার‌ গুগল একাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করে নিলাম


Task এর এখানে‌ Text to speech সিলেক্ট করে নিবেন।



Setting এ প্রথম যেটি আসে সেটি হচ্ছে পার্সন সিলেক্ট করার মতো।এখানে আপনি কোন ধরনের উচ্চারনে শুনতে চান সেটর অপশন দেয়া আছে। British Accent, American accent,Swedish Accent ইত্যাদির সুবিধা সহ আছে Male,Female এর অপশন‌ও


এরপরে যেটি আসে সেটি হচ্ছে ভয়েস setting। এখানে আপনারা কাস্টমাইজ করতে পারবেন নিজেদের চাহিদা অনুযায়ী।ভয়েসে expression মূলত এখান থেকে কাস্টমাইজ করা যায়। আপনারা একটি শান্ত ভয়েস শুনতে চান নাকি উদ্বেগ এর প্রকাশ ঘটে এ ধরনের আউটপুট চান সেটি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন।


এর পরে রয়েছে Ai model সিলেক্ট করার সুবিধা। আপনারা By default রাখতে পারেন কিংবা যদি সাজেশন দেখায় সেটিও সিলেক্ট করে নিতে পারেন।
এবার আপনার prompt টাইপ করার পালা।আপনি কোন text কে ভয়েসে রূপান্তর করতে চান সেটি টাইপ করে‌ নিবেন। টিপস: যদি অনেকবেশী প্রফেশনালি ভয়েস‌ওভার চান তাহলে একটা একটা sentence টাইপ করে এডিট করতে পারেন। আমি শুধু দেখানোর জন্য দুটি সেনটেন্স টাইপ করলাম।এরপর আপনারা জেনারেটে ক্লিক করলেই সেটি জেনারেট হয়ে যাবে।পাশেই পাবেন ডাউনলোডের অপশন‌ও।

 

আজ এ পর্যন্তই। আশা করি ভবিষ্যতে ভয়েস‌ওভারের ক্ষেত্রে আপনাকে কোন সমস্যা ফেস করতে হবে না। যদি আপনার পেজ গ্রো করতে চান তাহলে ফেসবুক মার্কেটিং রিলেটেড নিচের ব্লগটি পড়ে নিতে পারেন। আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ

ফেসবুক পেজের লাইক কমেন্ট বাড়ানোর ১০ টি মার্কেটিং ট্রিক ও হ্যাকস যেগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে

2 thoughts on "প্রফেশনাল ইউটিউবারদের মতো ভয়েস‌ওভার করার পদ্ধতি"

  1. Shakib Expert Author says:
    accha airokom ai voice over e monitization dey nah may be ( ami sure nah but sunsilam YT ekta shorts e)
    ektu confirm korben kindly
    1. Cyber Grindelwald Author Post Creator says:
      Eita amio jani na vai ..tobe na deyar to kono logic dekhi na ..chaile bgm add kore nite parle bhalo

Leave a Reply