আমি বেশী কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না সরাসরি বিষয়ে চলে যায়
টাইটেল দেখে সবাই হয়তো বুঝতে পারছেন যে আমি কি নিয়ে আলোচনা করবো
আজকের এই ট্রিক মূলত তাদের জন্য যারা নতুন ইউটিউবার
আমাদের মধ্যে অনেক নতুন ইউটিউবার আছে যাদের চ্যানেল সার্চ দিলে খুঁজে পাওয়া যায় না তো কিভাবে আপনার ইউটিউব চ্যানেল সার্চ রেজাল্ট প্রথমে আনবেন সেই বিষয়টি আলোচনা করবো
প্রথমে আপনি আপনার my channel প্রবেশ করুন তারপর video manager ক্লিক করুন
নিচে দেখুন channel keyword নামে একটা option দেখতে পাবেন সেখানে আপনার চ্যানেলের নাম বসিয়ে দিন
যেমন : Bangla Android trick, Android apps, Android games, free Internet,
চ্যানেল রিলেটেড যতগুলো কিওয়ার্ড আছে সেগুলো চাইলে বসাতে পারেন এভাবে
তারপর সবার নিচে দেখুন save লেখা আছে সেখানে ক্লিক করে save করে নিন ঠিক নিচের স্ক্রীনশট এর মতন
this is “Bangla Android trick” in my YouTube channel
এবাবে আপনার ইউটিউব চ্যানেলের about লেখা শুরু করুন
আপনার ইউটিউব চ্যানেলে about তে দুই থেকে তিনবার আপনার ইউটিউব চ্যানেলের নাম উল্লেখ করবেন
আপনার যদি এবার সমস্ত কাজ শেষ হয় তাহলে এবার তিন থেকে চারটি ভিডিও আপলোড করেন আপনার ইউটিউব চ্যানেলে
তারপর কিছুদিন অপেক্ষা করেন যদি কোন viewers আপনার youtube চ্যানেলের নাম লিখে সার্চ করে তাহলে আপনার চ্যানেলটি প্রথম রেজাল্টে চলে আসবে
কিছু কথাঃ
ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে পোস্টটি পড়ার জন্য যদি কাজ গুলো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন সমাধান করার চেষ্টা করব
যদি পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ধন্যবাদ জানাতে বলবেন না
আমার ফেসবুক আইডি: facebook.com/Rasel
আমার ছোট youtube channel: Bangla Android trick
ধন্যবাদ সবাইকে trickBD সাথেই থাকুন
8 thoughts on "কিভাবে আপনার ইউটিউব চ্যানেল সার্চ রেজাল্টে প্রথমে আনবেন || যাদের চ্যানেল সার্চ রেজাল্টে প্রথমে আসে না তারা পোস্টটি টি অবশ্যই দেখবেন"