হবেন নাকি গ্রাফিক ডিজাইনার ? তবে জেনে নিন Green screen effect সম্পর্কে কিছু তথ্য ।
সাথে ফ্রি হিসেবে থাকছে adobe after effect ও গ্রিন স্ক্রিন stock video গুলো ফ্রিতে ডাওনলোড করার লিংক ।
গ্রিন স্ক্রিন কি?
green screen সানে সবুজ পর্দা । হ্যা সিনেমা বা ভিডিও গুলোতে গ্রিন স্ক্রিন দিয়ে এই একই কাজ করানো হয় ।
ধরেন আপনি কোন ভিডিও এর শুটিং করবেন যেখানে আপনার পেছনে থাকবে বসন্তের কোন দৃশ্য ।
কিন্তুু আপনি জানেন এখন বর্ষাকাল তাই এটা এখন শুট করা সম্ভব নয় । আর ঠিক এই জন্যই গ্রিন স্ক্রিন এর সাহায্য
নেয়া হয় । আপনার পেছনে থাকবে একটি সবুজ পর্দা । সেই পর্দার সামনে আপনি এমন ভাবে অভিনয় করবেন
যেন আপনি বসন্তের কোন দৃশ্যে অভিনয় করছেন । এটা করা হলে আপনার শুট করা দৃশ্যকে সহযেই ভিডিও ইডিটর
ব্যবহার করে মডিফাই করে পেছনে বসন্তের কোন দৃশ্য দেয়া যায় ।
ট্রিকবিডিতে এর আগে এক ভাই দেখিয়েছিলেন কিভাবে android এ সহজেই কাজটি করা যায় ।
এখন আমি দেখাবো কিভাবে adobe after effect ব্যবহার করে কাজটি করবেন ।নিচের স্ক্রিনশট গুলা follow করুন ।
নিচের স্ক্রিনশট গুলা follow করুন
৩। ব্যকগ্রাউন্ড দৃশ্য import করুন । (ড্রাগ এন্ড ড্রপ ব্যবহার করতে পারেন )
৪। গ্রিন স্ক্রিন ফুটেজটিও import করুন ।
৫। ফাইল গুলোকে ড্রাগ করে composition panel ( নিচের প্যানেলটা) এ নিয়ে আসুন । খেয়াল রাখবেন যেন ব্যাকগ্রউন্ড লেয়ারটা গ্রিন স্ক্রিন লেয়ার এর নিচে থাকে ।
৬। green screen layer এর উপর লেফ্ট ক্লিক করে সিলেক্ট করে টপ মেনু থেকে effect>keying>linear color key সিলেক্ট করুন ।
৭। এর পর left panel থেকে সবার নিচের ড্রপার সিলেক্ট করে পাশের ভিডিও এর সবুজ রঙে চাপ দিন ।
৮। ব্যাস কলার ডিলিট হয়ে যাবে । এখন ভালভাবে পজিশন করে নিয়ে top bar থেকে composition > pre-render থেকে video export করে নিন ।
সমস্য হলে নিচের ভিডিওটা দেখতে পারেন ।
Link
(আমি এডিটিং এ ততটা দক্ষ নই)
আউটপুট
DOWNLOAD MORE GREEN SCREEN FOOTAGE
ছবি থেকে মুখ শনাক্তকরন সম্পর্কে জানতে এই পোস্ট টি দেখুন
12 thoughts on "হবেন নাকি গ্রাফিক ডিজাইনার ? তবে জেনে নিন Green screen effect সম্পর্কে কিছু তথ্য । সাথে ফ্রি হিসেবে থাকছে গ্রিন স্ক্রিন stock video গুলো ফ্রিতে ডাওনলোড করার লিংক ।"