আসসালামু আলাইকুম।

আপনি যদি এক মোবাইলে দুটি চ্যানেল চালাতে যান, সেক্ষেত্রে আপনি কিন্তু ইউটিউবের নীতি ভজ্ঞ করছেন।
ইউটিউবের রুলসের বাহিরে গেলে নানা সমস্যার মোকাবিলা করতে হয়।
এছাড়াও নানান কারনে আমাদের শখের চ্যানেলটি ডিলিট করার প্রয়োজন হয়।

যখনই চ্যানেলটি ডিলিট করার সিদ্ধান্ত নেই, তখন আবার আরেক সমস্যা হাজির হয়। সমস্যা হলো চ্যানেলটি ডিলিট করার অপশন পাওয়া মুশকিল হয়ে পড়ে, আকাশ পাতাল ঘুরার পরে ও যখন চ্যানেলটি ডিলিট করার অপশন পাইনা তখন মন খারাপ করে বসে থাকি।

আজ আমি একদম সহজ পদ্ধতিতে ইউটিউব চ্যানেল ডিলিট করে দেখাবো।
শুরু করি চলুন প্রথমে আপনি আপনার গুগল ক্রোম, বা ভালো একটি ব্রাউজারে আপনার ইউটিউব চ্যানেলের জিমেইলটি লগইন করুন।

(১)এরপর গুগলে গিয়ে চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।

(২) একাউন্টে ক্লিক করুন।

(৩) চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।

(৪) ডিলিট সার্ভিস ওর একাউন্টে ক্লিক করুন।


(৫) ডিলিট গুগল সার্ভিস এ ক্লিক করুন।

(৬) এরপর পাসওয়ার্ড দিয়ে সাইনইন করুন

(৭) ইউটিউবের পাশে ডিলিট চিত্রে ক্লিক করুন

(৮) আবার পাসওয়ার্ড দিয়ে সাইনইন করুন।

(৯) চিত্রে দেখানো অংশে ক্লিক করুন।

(১০) টিক চিন্হ দিয়ে ডিলিট মাই কন্টেন্ট এ ক্লিক করুন।

(১১) ডিলিট মাই কন্টেন্ট এ ক্লিক করুন

(১২) দেখুন ডিলিট হয়ে গেছে।


ট্রিকজানবিডি ডটকম সাইটের টেম্পলেটি যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন, মূল্য ১৫০ টাকা।


আরো পড়ুনঃ ১। ছেলে সন্তান পেটের কোন দিকে থাকে | ছেলে সন্তান পেটের কোন দিকে নড়ে?

২। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবীদের নামগুলো অর্থসহ | জান্নাতি মহিলা সাহাবীদের নামগুলো

আমার ওয়েবসাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইলো www.puretrick99.com
যদি পোস্টটি বিরুদ্ধে কোন অভিযোগ থাকে, তাহলে এডমিন মহাদয়কে রিপোর্ট বাটনে ক্লিক করে বিস্তারিত লিখে রিপোর্ট করুন।
আর তা না করে যদি বাজে মন্তাব্য করেন, তাহলে আমি আপনার বিরুদ্ধে অভিযোগ জানাতে দ্বিধা করাবো না।

18 thoughts on "সহজ পদ্ধতিতে ইউটিউব চ্যানেল ডিলিট করুন মাত্র দুই মিনিটে"

  1. Md Rajon Contributor says:
    hmm thnx
    1. স্বপ্ন Author Post Creator says:
      Welcome vai
  2. Mr. Spy Contributor says:
    Apnar template ti free template jeta trickbd tei jibon ray name ekjon post diyesilo, ei template er update version :- https://www.msbangla.ml
    Lagle inbox
    1. স্বপ্ন Author Post Creator says:
      আপনাকে কে বলছে এটা ফ্রি ভার্সনের টেমপ্লেট??
      হ্যা এটা ঠিক ধরেছেন যে থিমটা জীবন রায়ের, কিন্তুু ওই জীবন রায়ের টেম্পলেটটা ডাউনলোড করে আপলোড করে দেখুন কত্তো এ্যাড লাগানো যা সাধারণ লোকের পক্ষে রিমুভ করা পসিবল না।
      আর কোনো ডেভালোপারকে দিয়ে ও যদি টেম্পলেটটর এ্যাড রিমুভ করায় তাতে ও ২০০ টাকা লাগবে।

      আমার আাছে টাকাটা প্রধান বিষয় না, যারা ব্লগিং করতে চায় কিন্তুু ভালো মানের থিম পায় না শুধুমাত্র তাদেরকে দেওয়ার জন্যই সামান্য টাকার উল্লেখ।

    2. স্বপ্ন Author Post Creator says:
      যদি সবার জন্য ফ্রিতে করে দেই থিমটি তাহলে দেখা যাবে আনাচে কানাচে সব জায়গায় বেহুদা পড়ে আছে, মুল কথা হলো নিজ সাইটের থিম বেশী ছড়ালে।
      একসময় ভিজিটরদের কাছে সাইটটাই বিরক্তিকর হয়ে উঠবে।
      তাই সীমিত পরিমাণ লোককে দিবো।
    3. Mr. Spy Contributor says:
      Hahaha,vai apnar kotha shune hasi pacche,
      Thak,,chaliye jan
  3. VIP Contributor says:
    G¤¤ddddddddddd
    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
    2. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই .
  4. atnasus Contributor says:
    Nice Bro!!
    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই “
    1. স্বপ্ন Author Post Creator says:
      Thanks vai
    1. স্বপ্ন Author Post Creator says:
      শুভেচ্ছা ভাই
    1. স্বপ্ন Author Post Creator says:
      ধন্যবাদ ভাই!!!!
  5. Contributor says:
    Nice post ?

Leave a Reply