আসসালামু আলাইকুম,আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা কেননা,এখান থেকে আপনারা প্রতিনিয়ত অনেক কিছু ও জানতে ও শিখতে পারেন।তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে ইউটিউব সম্পর্কে ৩য় পর্ব শেয়ার করবো।
আজকে দেখাবো কিভাবে আপনারা ইউটিউবে ভিডিও আপলোড করবেন, তাছাড়া ভিডিও থাম্বেল তৈরি ও সেট করবেন।
যারা নতুন অনেকে হয়তো জানেননা থাম্বেলটা আসলে কি,থাম্বেলটা হলো যেকোনো ভিডিও চালু করার আগে ওপর থেকে যে ছবিটা দেখতে পান আসলে ভিডিওটা কি সম্পর্কে সেটাই আসলে থাম্বেল।
তো থাম্বেল তৈরি করা স্কিনশর্ট দিয়ে বোঝানো সম্ভব না আর তাই নিচে দুইটা ভিডিও লিংক দেওয়া থাকবে।
১)কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন এবং থাম্বেল সেট করবেন।

২)কিভাবে থাম্বেল তৈরি করবেন।
অবশ্যই দুইটা ভিডিও নিচে দেওয়া লিংক থেকে দেখেনিবেন অথবা ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিয়ে আমার চ্যানেল থেকে দেখেনিবেন।
প্রথমে Yt studio অ্যাপটি এখান থেকে ইনস্টল করেনিন,ইনস্টল করতে এখানে ক্লিক করুন
তো স্কিনশর্ট ফলো করুন কিভাবে থাম্বেল সেট করবেন ভিডিওতে,আর থাম্বেল তৈরিটা ভিডিওতে দেখেনিবেন।













★★কিভাবে থাম্বেল তৈরি করবেন সেই ভিডিওটি

★★কিভাবে ভিডিও আপলোড এবং থাম্বেল সেট করবেন সেই ভিডিওটি

আশাকরি বুঝতে পেরেছেন।না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।
আমার আগের পোষ্টঃএকাউন্ট করলেই পাবেন ২০ টাকা, প্রতি রেফারে ১০ টাকা, সাথে রয়েছে রেফার হ্যাক টিপস এবং পেমেন্ট প্রুফ

আবারো যেকোনো সিমে আনলিমিটেড কথা বলুন একদম ফ্রিতে, প্রতিটা নাম্বারে ৩০ মিনিট একদম ফ্রি

আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন, ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ করলে চ্যানেলটি পেয়ে যাবেন।আপনাদের কাছ থেকে আমরা ভালো ভালো কমেন্ট আশাকরি।
তাই একটি ভালো কমেন্ট করুন। আপনাদের একটা খারাপ কমেন্টের কারণে পোষ্টদাতা পোষ্ট করার আগ্রহ হারিয়ে ফেলে, তাই খারাপ কমেন্ট করা থেকে বিরত থাকুন।মানুষ মাত্রই ভুল, তাই পোষ্টে ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখে ভুল ধরিয়ে দিবেন সংশোধনের চেষ্টা করবো।আর ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH ঘুরে আসার দাওয়াত রইলো,চ্যানেলটিতে যেতেএখানে ক্লিক করুন

★★★ফ্রিকল ও ফ্রিনেট টিপস প্রতিনিয়ত পেতে ভিজিট করুন আমার ব্লগ সাইট

Www.bdtricksh.ga

★★★Toptrick24 সাইটে প্রতি পোষ্টে ১০ টাকা দেওয়া হয় এবং ১ টি কপি মুক্ত পোষ্ট করে ট্রেইনার হওয়ার সুযোগ,সাইট লিংকঃToptrick24

আর যেকোনো প্রয়োজনে ফেসবুক আমিMdshakilhasan

কোনো সাহায্যের দরকার হলে ইমুতে শুধুমাত্র মেসেজ দিবেনঃ০১৭০৭৭৪২৭২৪
আজকের মতো বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন।
{{{খোদাহাফেজ}}}

4 thoughts on "ইউটিউবে ভিডিও আপলোড করে থাম্বেল তৈরি ও সেট করুন,নতুনদের উদ্দেশ্যে পর্ব(৩)"

  1. Mahedi Hasan Contributor says:
    Custom Thumbnail সেট করতে যে প্রথমে ভেরিফাই করতে হয় তা কি দেখিয়েছেন?

    যারা নতুন তারা তো বুঝবেনা

  2. Mdshakilhasan Author Post Creator says:
    Hm..mistake hoye giche
  3. Mustafizur Rohman Sumon Contributor says:
    facebook page a kivabe thumbails dibo
  4. sopnomuki Contributor says:
    Youtube a mobile dia picture ta set hoyse. But banner ta set hosse na kano. Sudhu loging google dekase but loging korle ar hosse na

Leave a Reply