আসসালামু আলাইকুম,আশাকরি সবাই ভালো আছেন।আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি।সকলকে ট্রিকবিডিতে আমার আজকের পোষ্ট স্বাগতম জানাচ্ছি। আজকে আবারো আমি ইউটিউব সম্পর্কে নতুনদের উদ্দেশ্যে আরেক পর্ব শুরু করতে যাচ্ছি। আজকে ইউটিউব সামাজিক মাধ্যমগুলোর মধ্যে সবচেয়ে সেরা মাধ্যমের একটি।আর আমাদের সবারই এক বা একাধিক ইউটিউব চ্যানেল রয়েছে।আর সবার চ্যানেল রয়েছে ভিন্ন ভিন্ন বিষয়ে।যেখানে আপনারা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাচ্ছেন।অনেকে টেকনোলোজি বিষয়ে ভিডিও আপলোড করে থাকেন, যেখানে ফ্রিনেটের কথা না বললেই নয়,আর ফ্রি এমবি হলে কথাই নেই।অনেক সময় লক্ষ্য করেন বিভিন্ন সিম কোম্পানি ফ্রি এমবি অফার দেই যা কিছুদিনের জন্য।আপনারা সে বিষয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করে থাকেন তখন অনেকে ভালো ভালো কমেন্ট করে যখন তারা ফ্রিতে অফারটি নিতে পারে,কিন্তু কিছুদিন পর যখন অফারটি শেষ হয়ে যায় যখন নতুন দর্শক আপনার চ্যানেলে এসে ভিডিওটি দেখার পর অফারটি না পাই তখন গালাগালি ও বাজে কমেন্ট করে থাকে এবং ভিডিওতে ডিসলাইক দিয়ে থাকে।তো আজকের এই পোষ্টটি এই সম্পর্কে কিভাবে আপনি বাজে কমেন্ট, ডিসলাইক ও গালাগালি থেকে রক্ষা পাবেন। তো এর জন্য আপনি চাইলে শুধু সেই ভিডিওটির লাইক,কমেন্ট,ডিসলাইক ডিজেবল অর্থাৎ বন্ধ করে রাখতে পারেন।তো বেশি কথা না বলে চলুন দেখিয়ে দিই কিভাবে সেগুলো বন্ধ করবেন।তো প্রথমে প্লে-স্টোর থেকে Yt studio এ্যাপসট ইনস্টল করেনিন,ইনস্টল করতেএখানে ক্লিক করুন
এবার নিচের স্কিনশর্টগুলো ফলো করুন








আশাকরি বুঝতে পেরেছেন।না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন।
★★ কিভাবে ইউটিউব চ্যানেলের সাবসক্রাইব হাইড করবেন এবং এর উপকারিতা কি,চ্যানেলে সাবসক্রাইব বাড়াতে চাইলে নতুনরা অবশ্যই ভিডিওটি দেখুন।

আমার আগের পোষ্টঃএকাউন্ট করলেই পাবেন ২০ টাকা, প্রতি রেফারে ১০ টাকা, সাথে রয়েছে রেফার হ্যাক টিপস এবং পেমেন্ট প্রুফ

আবারো যেকোনো সিমে আনলিমিটেড কথা বলুন একদম ফ্রিতে, প্রতিটা নাম্বারে ৩০ মিনিট একদম ফ্রি

“আর অবশ্যই নতুন নতুন আপডেট পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন, ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ করলে চ্যানেলটি পেয়ে যাবেন।মানুষ মাত্রই ভুল, তাই পোষ্টে ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন”

★★★ফ্রিকল ও ফ্রিনেট টিপস প্রতিনিয়ত পেতে ভিজিট করুন আমার ব্লগ সাইট
Www.bdtricksh.ga

আর যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমিMdshakilhasan

অন্য যেকোনো প্রয়োজনে ইমুতে শুধু মেসেজ দিবেনঃ০১৭০৭৭৪২৭২৪

সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
আজকের মতো বিদায় নিচ্ছি{{খোদাহাফেজ}}

7 thoughts on "কিভাবে ইউটিউব ভিডিওতে লাইক,কমেন্ট ও ডিসলাইক করা বন্ধ করবেন, সাথে কিভাবে সাবসক্রাইব হাইড করবেন এবং এর উপকারিতা(পর্ব-৬)"

Leave a Reply