আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ।

আশা করি সকলে ভালো আছেন । অনেকদিন পর আবার একটি নতুন ট্রিক্স নিয়ে হাজির হলাম

তো বেশি বকবক না করে আসল টপিক নিয়ে কথা বলি ।



চলুন শুরু করা যাক……


আজ আপনাদের জন্য একটি SPECIAL (DNS) ট্রিক নিয়ে হাজির হলাম ।

এটি একটি প্রিমিয়াম সার্ভিস । এবং আমার দেখা লাইফে বেস্ট বেস্ট (DNS) SERVICE..

এই টি প্রিমিয়াম সার্ভিস হওয়ার কারনে এর মধ্যে PREMIUM > AD-BLOCK এর পাশাপাশি আরো অনেক ফিচার ব্যবহার করতে পারবেন ।

এই DNS আপনি ফুল মোবাইল /পিসিতেও ব্যবহার করতে পারবেন । আবার আপনি চাইলে স্পেসিফিক কোন ব্রাউজারেও ব্যবহার করতে পারবেন ।

যেমন ধরুন আপনি চাচ্ছেন আপনি ফুল ডিভাইসকে বিরক্তকর Ads মুক্ত রাখতে সেটা ইউটিউব হোক অথবা গেমস । আপনি সেটা একটা DNS ব্যবহারের মাধ্যমেও করতে পারবেন । অথবা আপনি শুধু মাত্র কোন ব্রাউজার কে ads মুক্ত রাখতে চাচ্ছেন মানে বিভিন্ন ওয়েবসাইটে ডুকলে  Ads দেখায় ঐগুলাও বন্দ করে রাখতে পারবেন । 

এতে করে আপনার ব্রাউজারের স্পিড বেড়ে যাবে । এবং আপনাকেও আর আলতু ফালতু  Ads এর ঝামেলায় বিরক্ত হতে হবেনা । 

আর হ্যা আপনার বাসায় যদি একটা স্মার্ট টিভি থাকে তাহলে সেখানেও এটা ইউজ করতে পারবেন । 

তাদের Feature সমুহ : –

আমরা এটার Trail সার্ভিস ইউজ করব – যার মেয়াদ ১ মাস ।

বিদ্রঃ একমাস পর ঠিক একই সিস্টেম এ আবার ট্রায়াল নিতে পারবেন ।

মজার ব্যাপার হচ্ছে এটার ট্রায়াল নিতে কোন ক্রেডিট কার্ডের  প্রয়োজন হয়না ।

এটাকে আপনি সকল ব্রাউজারেই ব্যবহার করতে পারবেন ।

কোন প্রকার ভিপিএন এর মতন চাবি চিহ্ন এরকম কোন ঝামেলা নাই । 

এটি শুধুমাত্র Ads-Blocker তা কিন্তু না । এর পাশাপাশি আরো ১৫টি ব্লকিং ক্যাটাগরির ফিচার পাবেন । 


ওয়েবসাইটের লিংক :-

১ :-BEST DNS SERVICE EVER

প্রথমে Get Started (button) Click করুন ।

২: তারপর স্কিনশটে দেখানো ‍সার্ভিস সিলেক্ট করুন ।

৩: তারপর আপনার Gmail ব্যবহার করুন এবং স্কিনশটে দেখানো বক্সে Custom Select করে Continue করুন ।

৪: তারপর আপনার Gmail এ একটি Confarmation মেইল যাবে ।

৫: মেইল বক্স Open করে কনর্ফাম করুন ।

DONE.

 

৬: তারপর আপনার Mail এবং Password দিয়ে Login করুন ।

৭: তারপর দেখতে পারবেন আপনার ডেশবোর্ড ।



এবার দেখা যাক কিভাবে সাভির্স ব্যবহার করার জন্য Device Configaration করতে হয় ।
আমি আপনাদের বুঝার স্বার্থে Windows/Android এবং Microsoft Edge ব্রাউজারে ব্যবহারের নিয়ম দেখিয়ে দিলাম । বাকি সকল ডিভাইসের কনফিগারেশন এর সিস্টেম সেখানে দেওয়া আছে ।


Windows———

১: প্রথমে কনফিগারেশনের অপশনে ক্লিক করুন ।

২: Windows Select করুন ।

৩: তারপর নেক্সট দিন…

৪: তারপর Windows Control Panel এ গিয়ে Network and Internet এ ডুকুন ।

 

৫: তারপর আপনার নেটওর্য়াক সিলেক্ট করুন (Wifi/Ethernet)।

৬: তারপর Propertise এ ক্লিক করুন ।

৭: তারপর Internet Protocol Version 4 (TCP/IPV4) সিলেক্ট করুন ।

৮: তারপর Use the Following Dns Server Adress (রেডিও বক্সটি) সলেক্ট করুন।

৯: তারপর আপনার Dns ২টা কপি করে খালি বক্সে বসিয়ে ok দিয়ে দিন।

 

 

১০: তারপর ওয়েবসাইট থেকে Configuration successfull ক্লিক করে দিন ।



Android ———


১: প্রথমে কনফিগারেশন থেকে Android সিলেক্ট করেন ।

২: তারপর ফোনের সিটিং এ গিয়া সার্চ দেন (DNS) ।

 

 

৩: তারপর {Private Dns} অপশনে ডুকুন ।

৪: তারপর Private Dns provider hostname / Designated privated Dns অপশন সিলেক্ট করুন ।

 

৫: তারপর ওয়েবসাইট থেকে আপনার Dns টা কপি করে বসিয়ে দিন তারপর সেভ দিন ।

 

 


Microsoft Edge Browser —


১: প্রথমে কনফিগারেশন থেকে Ms Edge সিলেক্ট করেন ।

২: তারপর ব্রাউজারে সিটিং এ যান ।

৩: তারপর সার্চ দিন DNS এবং Choose a Service Provider সিলেক্ট করুন ।

 

৪: তারপর ওয়েবসাইট থেকে DNS কপি করে বসিয়ে দিন ।

 

OK DONE.


এবার আপনি আপনার একাউন্ট থেকে চেক করতে পারবেন কয়টি ডিভাইস আপনার DNS ইউজ করছে ।
এরজন্য………..


 

প্রথমে আপনার ডিসপ্লের কর্ণার থেকে (Avatar) আইকনে ক্লিক করুন ।

 

তারপর My Ip ক্লিক করুন

Now You can See Here……..


এখন আপনি আপনার ডেশবোর্ড থেকে পছন্দ মতন (Switch)On>Off করে সাভির্স ব্যবহার করতে পারবেন।


এই পোষ্ট টা সাজিয়ে লিখতে আমার প্রায় 6ঘন্টা সময় লেগেছে ।সো আশা করি সবার উপকার হবে এবং উপকার হয়লে সুন্দর করে একটা কমেন্ট এর ও আশা রাখছি । 



তো এই তো >>>>>আজ এই পযর্ন্তই >>>>>>আল্লাহ হাফেজ । 

কেও কিছু না বুঝতে পারলে আমার সাথে যোগাযোগ করতে পারেন :

Telegram :Here is my Telegram
Facebook:Here is my Facebook
Instragram:Here is my Instragram
Website:Here is my Website

17 thoughts on "এবার ১০০% Ads এর যাবতীয় ঝামেলা থেকে মুক্তি পাবেন | High Powerfull Premium Ads-Block (DNS)"

  1. Tasik047 Contributor says:
    Router e Configuration korar kono way nai? DNS ta ki fast naki slow?
    1. Shahriar Utshob Author Post Creator says:
      Fast
  2. Monirul Contributor says:
    Joss clio…?
    1. Shahriar Utshob Author Post Creator says:
      Thank you
  3. Abdullah Junayet Contributor says:
    oi khane je free dns ache oita use korle colbe na?
    1. Shahriar Utshob Author Post Creator says:
      Ki drkr premium tai use kren…atay vlo hbe…
  4. Kamrul Contributor says:
    যেটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুলছি ডিভাইসে কি ওই জিমেইল ব্যবহার করা লাগবে সবখানে নাকি অন্য ইমেইল ব্যাবহার করলেও হবে ? আর এটা কতটা নিরাপদ ফোনের ইনফর্মেশন চুরি করবে না তো ?
    1. Shahriar Utshob Author Post Creator says:
      আহা এমন না…একটা একাউন্ট থেকে ১০টা ডিভাইস কাজ করবে একই Dns দিয়া
  5. BIPLOB Contributor says:
    Use NextDNS …..
    Fast & Free
    1. Shahriar Utshob Author Post Creator says:
      আচ্ছা
    1. Shahriar Utshob Author Post Creator says:
      Thank you
  6. Gk_Jahid Contributor says:
    dns.adguard.com onek valo dns
    1. Shahriar Utshob Author Post Creator says:
      বাট এটা প্রায় সাইটেই ডিটেক্ট হয়া যায়… তখন dns অফ করতে হয়
    1. Shahriar Utshob Author Post Creator says:
      Thank u
  7. KawႽαᖇ AӀɑო Contributor says:
    রেজিষ্ট্রেশন হয়না!??
    Suspicious activity was detected from your network (BD), cannot complete sign up

Leave a Reply