হ্যালো ট্রিকবিডির দর্শকেরা কেমন আছেন সকলে?
আজ অনেকদিন পর আপনাদের মাঝে একটা এ্যাপ নিয়ে হাজির হলাম।আশা রাখছি অনেক বেশি ভালো আছেন।আর যারা ভালো নেই তারাও এই পোস্ট দেখে ভালো হয়ে যাবেন ইন শাহ আল্লাহ। আজকের পোস্টটাই এমন।বেশি ফালতু বক বক না করে চলুন শুরু করি কাজের কথা।
টাইটেলে তো নিশ্চ্য়ই আপনারা দেখেছেন আজকের পোস্ট টি কি বিষয়ে। আজ আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে আপনারা যেকোনো ভিডিও থেকে এক ক্লিকেই TAG বের করতে পারবেন।আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।[ যাই হোক আমি তাদের জন্য পোস্ট লিখি না যারা আলতু ফালতু মন্তব্য করে।আমার পোস্ট দেখে উপকৃত হয়ে লাইক করে আর সুন্দর কমেন্ট করে তাদের জন্য মূলত পোস্টটি বানানো।আশা করি সকলেই একটি করে ‘Like’ করবেন ইনশাল্লাহ ]
প্রথমেই দিয়ে দিচ্ছি App লিংক:App link:
এখানে ক্লিক করুন
যেভাবে TAG বের করবেন :
প্রথমে Youtube এ গিয়ে যেকোনো একটি ভিডিওর থেকে লিংক copy করুন। ধরুন আমি এই ভিডিওর লিংক copy করবো।
Link copy করার পরপর উপরের App টিতে প্রবেশ করুন। তারপর এমন ইন্টারফেস দেখতে পাবেন।
Get Tag From Url এ ক্লিক করুন।
তারপর video থেকে copy করা link এখানে paste করুন।
দেখুন ভিডিওর সকল ট্যাগ দেখা যাচ্ছে।
চাইলে এখানে চাপ দিয়ে ট্যাগ গুলো copy করে নিতে পারেন।
পোস্টটি ভালো ভাবে না বুঝলে নিচের ভিডিও টি দেখতে পারেন :
আশা করি পোস্ট টি আপনাদের অনেক ভালো লেগেছে। এতো কষ্ট করে আপনাদের জন্য পোস্ট লিখি। একটা লাইক আশা রাখছি। পোস্টটি ধৈর্যসহকরে পড়ার জন্য ধন্যবাদ।
সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। শীঘ্রই আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হবো ইন শা আল্লাহ, আল্লাহ যদি তাওফিক দান করেন।
প্রযুক্তি এবং আরো নিত্যনতুন বিষয় সম্মদ্ধে আপডেট পেতে ট্রিকবিডির সাথে থাকুন।
…………..আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।…………..
ফেসবুকে আমি:For any problem
অথবা যেকোনো সমস্যার সমাধান পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এ জয়েন হতে পারেন:
Telegram Channel
Original post:
https://trickbd.com/youtube-tips/751886