ইউটিউব তাদের নতুন নীতিমালায় মনিটাইজেশনের শর্তকে আরো সহজ করে দিয়েছে। যার ফলে নতুন Content Creator দের শুরু থেকেই আর্নিং করাটা সহজ হবে।

চলুন দেখে নেওয়া যাক ইউটিউব পার্টনার প্রোগ্রাম ২০২৩ নীতিমালায় কি কি আপডেট এসেছেঃ

১।  ৫০০ সাবস্ক্রাইবারঃ হ্যা, এখন আর মনিটাইজেশন পেতে লাগছেনা 1000 Subscriber, মাত্র 500 Subscriber থাকলেই মনিটাইজেশনের জন্য Subscriber এর Criteria পূরণ হবে।

২। ৩০০০ ঘন্টা ওয়াচটাইমঃ এখন আর 4000 ঘন্টা Watchtime লাগবেনা, ১ বছরে 3000 ঘন্টা Watchtime অথবা ৯০ দিনে 3 Million Shorts ভিউ হলেই মনিটাইজেশনের Watchtime এর শর্ত পূরণ হবে ।

৩। এছাড়াও, ব্রান্ড/প্রোডাক্ট প্রোমোটের জন্য Shopping ফিচার চালু এবং super thanks, super chats, super stickers, and channel memberships এর মাধ্যমে ফান্ডিং যোগার আর ক্রিয়েটর সাপোর্ট ফিচার তো আছেই।

পূর্বের মনিটাইজেশন শর্তগুলি নিম্নরূপ:

১। কমপক্ষে 1,000 Subscribers
২। ১ বছরের মধ্যে 4,000 ঘণ্টা ওয়াচটাইম বা 90 দিনে ১০ মিলিয়ন Shorts ভিউ ।

বিঃ দ্রঃ এই নতুন criteria আপাতত U.S., the U.K., Canada, Taiwan and South Korea তে চালু হয়েছে। ধীরে ধীরে সব Country তেই চালু হবে।

One thought on "Youtube Monetization Update 2023: ইউটিউবে এবার মাত্র ৫০০ Subscriber থাকলেই পাওয়া যাবে Monetization"

  1. Nayan Contributor says:
    ও অনেক ভালো হইছে ভাইয়া তাহলে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে

Leave a Reply