খুব খারাপ লাগে যখন সাধের ফোনটি পানিতে পড়ে যায়,

আমার কাছ থেকে আমার অ্যানড্রোয়েড ফোনটি অনেক বার পানিতে পড়ে গেছে,, তবুও একবারো সার্ভিসিং করাই নাই,
কিকি করতে হবে আজ আমি আপনাদের মাঝে আমার নিজের অভিজ্ঞতা বর্ণানা করব!


মোবাই পানিতে পড়ে গেলে যা যা করতে হয়

১. পানি থেকে ফোনটি তুলে ব্যাটারি,
সিম কার্ড ও মেমরি কার্ড খূলে ফেলুন।

২. কোন শুকনা কাপর দিয়ে মুছে ফেলন ফোনটি।

৩. এবার হলুদ আলোর যে কারেন্ট বাল্ব আছে তার ২সে মি. নিচে ফোনটি বেধে সারা রাত রেখে দিন।

৪. এবার ফোনে সব কিছু লাগিয়ে ফোনটি চালু করুন।

৫. ডিনপ্লেতে তার পরও পানি দেখা যাবে, চিন্তা নেই, ফোন ব্যবহার করতে থাকুন, আস্তে আস্তে শুকিয়ে যাবে!

এভাবে কাজ করলে আপনার ফোন সার্ভিসিং করার প্রয়জন নেই!

Leave a Reply