Home » Android Tips » অ্যান্ড্রয়েডে র্যামের গতি বাড়ানোর পাঁচ উপায়! ফোন সুরক্ষিত রাখতে চাইলে দেখে নিন ♩♩

2 years ago (Apr 24, 2016) 1,080 views

অ্যান্ড্রয়েডে র্যামের গতি বাড়ানোর পাঁচ উপায়! ফোন সুরক্ষিত রাখতে চাইলে দেখে নিন ♩♩

Category: Android Tips Tags: by

আমাদের দেশে প্রায় শতকরা ৬০ জন
লোকেরই স্মার্টফোন আছে।তবে,
কাজের এই স্মার্টফোন গতিশীল
না হলে চরম ভোগান্তি পোহাতে
হয়।
আর এই গতিশীল রাখার জন্য র্যামের
সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
নিচে কিভাবে র্যামের
গতি বাড়ানো ও যত্ন নেওয়া যায়
সেটি তুলে ধরা হলো।

১. যে অ্যাপগুলো খুব বেশি প্রয়োজন
নয়
সেগুলো আন-ইনস্টল করতে হবে।
এতে ফোনের র্যাম ফ্রি থাকবে।
ফলে স্মার্টফোন থাকবে গতিময়।

২. গুগল প্লে স্টোর থেকে টাস্ক
কিলারের মতো কোনও অ্যাপ
ডাউনলোড করে ব্যবহার
করা যেতে পারে।
এগুলো গতি বাড়ানোর নানা কাজ
নিজেই করে নেয়। একটু
পুরনো স্মার্টফোন ব্যবহারকারীদের
জন্য অটো টাস্ক কিলার অ্যাপটি
বেশ
উপযোগি। এটি নির্ধারিত সময়ের
ব্যবধানে অ্যাপের প্রোসেস কিল
করে স্মার্টফোনের র্যাম গতিশীল
রাখে।

৩. স্টার্ট অ্যাপ ম্যানেজারের
মতো কিছু স্মার্ট অ্যাপ্লিকেশন
ব্যবহার করা যেতে পারে। এ
অ্যাপগুলোর মাধ্যমে কতো সময় পর
ফোন
বুট বা রিস্টার্ট হবে সেটি নির্ধারণ
করে দেওয়া যায়। এছাড়া
নির্ধারিত
সময় পর কোনও অ্যাপ্লিকেশন সক্রিয়
বা নিস্ক্রিয় হবে তা ঠিক করা যায়।
এতে র্যামের উপর কিছুটা প্রভাব
কমে।.

৪. দীর্ঘক্ষন চলার পর
স্মার্টফোনটিকে রিস্টার্ট
করতে হবে। নতুনভাবে চালু হওয়ার
ফলে ক্যাশ ফাইলগুলো ডিলিট
হয়ে যায় ও বিভিন্ন অপ্রয়োজনীয়
অ্যাপ্লিকেশন বন্ধ থাকে।
ফলে র্যামের
গতি কিছুটা হলে বৃদ্ধি পায়।

৫. স্মার্টফোনের মেমরির দিকে
সবসময়
খেয়াল রাখতে হবে।
মেমরি কমে গেলেও স্মার্টফোন
ধীরগতির হয়ে পড়ে।
ফলে স্মার্টফোনের গতি কমে যায়♩♩

>> pLéaSe BrO viSiT mY siTe PostMaza.Com <<

Report

About Post: 22469

আমাকে ট্রেইনার বানানোর জন্য admin. ভাইদেরকে ধন্যবাদ

2 responses to “অ্যান্ড্রয়েডে র্যামের গতি বাড়ানোর পাঁচ উপায়! ফোন সুরক্ষিত রাখতে চাইলে দেখে নিন ♩♩”

  1. Monir650 Monir650 (Contributor) says:

    রানা ভাই আমার পোষ্টগুলো একবার দেখবেন প্লিজ। এতদিন অনেককে তো টিউনার শিপ দিলেন আমাকে একবার দিয়ে দেখতে পারেন ভাই। আশা করি অনেক ভালো ভালো পোষ্ট করতে পারবো।

Leave a Reply