কি টপিক শেয়ার করা যায় ভাবতে ভাবতে খুজে পাচ্ছিলাম না। তাই ভাবলাম আজকে আর কোন টপিক দেয়া
হচ্ছে না যখন তখন কিছু ইউটিউব ভিডিও দেখে আসি।
ভিডিও দেখার সময় মাঝে মাঝে আটকে যাচ্ছিল তাই
ভাবছিলাম ডাউনলোড করে নিই। তাই গুগল মামারে
জিজ্ঞেস করলাম কিভাবে ডাউনলোড করা যায় ইউটিউব ভিডিও গুলা। পাইয়া গেলাম জবাব। “TubeMate
latest 2.2.9″। ব্যাস ডাউনলোড করে ফেললাম এর-
পর এর ফিচার দেখে ভাবলাম শেয়ার করার মত। যদিও
বেশিরভাগ এর সর্ম্পকে জানেন।

এক নজরে দেখে নিন TubeMate এর ফিচারগুলি:

১. ইউটিউব এর বড় ভাই এটা যার দরুন আপনি এতে
এইচডি ভিডিও ইজিলি প্লে করতে পারবেন। আটকা-
আটকি কম হবে।

২. যেকোন ভিডিও সাইট এর ভিডিও প্লে করতে পারবেন

যেমন:-Dailymotion,Youtube ইত্যাদি।

৩. যেকোন ফরমাট এর ভিডিও আপনি ডাউনলোড করতে
পারবেন।

৪. পাওয়ারফুল ভিডিও ডাউনলোডার স্বাদ পাবেন।

ব্যাতিক্রমী এক ফিচার এর কথা বলছিলাম না?

♦জাস্ট এটি ভিডিও ডাউনলোডার হিসেবে ব্যবহার করা
ছাড়াও আপনি ব্রাউজার হিসেবে ব্যবহার করতে পারবেন।
আর শুধু তাই না যেকোন সফটওয়্যার বা গেম দ্রুত গতিতে
ডাউনলোড করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। বলতে
গেলে অসাধারন এক সফটওয়্যার এটি। সাইযও বেশি না
মাত্র ৫.৩৮ এমবি।

বেশি লিখার কিছু নাই এর সর্ম্পকে ইউস করেন ফায়দাই
পাবেন।

দাড়ান স্ক্রিনশুট না দিলে ত আপনাদের বুঝতে সুবিধা হয় না:



এখন ডাউনলোড করে নিন।

টিউবমেট ল্যাটেস্ট ২.২.৯.এপিকে

আমার শেয়ার করতে ভাল লাগে। শিখতেও ভাল লাগে
তাই ট্রিকবিডি তে আসি।

অনেক কস্ট ও সময় নিয়া লিখছি কেও কপি করবেন না
করলে ক্রেডিটটা দিয়েন & Stay Always With

TrickBD.CoM

2 thoughts on "নিয়ে নিন ইউটিউব ভিডিও ডাউনলোড করার অন্যতম অ্যাপ TubeMate এর ল্যাটেস্ট ভার্সন। সাথে ব্যতিক্রমী এক ফিচার যা সবাই জানেন না।"

  1. Reja BD Author says:
    আপনার fb id name ki bai?
    Add me

    Fb.com/Reja.ID.BD

  2. Big Boss Author Post Creator says:
    নাই।ইউস করি না

Leave a Reply