প্রাসঙ্গিক আলোচনা===>

আপনারা অনেকেই হয়তো এখনো Screen Record করতে পারেন না।

যারা ফোন Root করেন নি তাদের বেশিরভাগই না করার দলে।
আর যারা Root করেছেন,তাদের মধ্যেও হয়তো অনেকেই এখনো Screen Recording করেন নি।

অনেকেই আবার জানেনা যে,এটা কি?
খায় না গায়ে দেয়!!

যাই হোক,
Screen Recording হল ফোনের Screen এ চলমান সকল কাজ এর ভিডিও করা।

যেমন Screen Shot নিলে ফোনের যে কোন অবস্থার চিত্র দেখা যায়,
তেমনি Screen Record করলে ফোনের চলমান কাজ সমূহের ভিডিও চিত্র সংরক্ষিত থাকবে।

এই System টি মূলত টিউটোরিয়াল তৈরির কাজে ব্যবহৃত হয়।

কিন্তু আপনি চাইলে এখন মজা করার জন্যও এই Process ইউজ করতে পারেন।

তো,
মূল কথায় আসি…………

সম্পূর্ণ Process===>

প্রথমে নিচের লিংক থেকে এপস টি ডাউনলোড করুন।

Samsung এর জন্য এই এপস টা======>

Mobizen For Samsung

অন্যান্য ফোনের জন্য এটা ডাউনলোড করুন====>

Mobizen

Install শেষে নিচের চিত্রের মত একটি এপস দেখবেন।

এই এপস এ Click করলে Screen এর এক পাশে একটি Floating Icon দেখতে পাবেন।

উক্ত Icon এ ক্লিক করলে,নিচের চিত্রের মত Option দেখতে পাবেন।

এখান থেকে Video Icon মানে সবার উপরে যে Icon টা রয়েছে,
সেটায় ক্লিক করুন।
তাহলেই Screen recording চালু হবে।

আর যদি Recording বন্ধ বা Pause করতে চান,
তাহলে আবার ঐ Floating Icon এ ক্লিক করুন এবং আপনার পছন্দের Option টি Select করুন।

তাছাড়া আপনি চাইলে এই এপস এর Settings Menu থেকে ইচ্ছেমত Settings করে নিতে পারেন।

চিত্রে দেখুন==>

আর হ্যা,
আপনি যদি Settings Menu তে যেতে চান,
তাহলে আপনাকে Floating Icon এর Option গুলো হতে Middle Icon টাতে click করতে হবে।
ঐ Icon টা Second Screen Shot টাতে দেখুন।

পরিশেষ ====>

কোন সমস্যা হলে আমাকে জানান।
FaceBook-এ আমি

আর,
আমার জন্য একটু দোয়া করবেন।

14 thoughts on "[Root এবং Non root সবার জন্য সব ভার্সনে] এবার সহজেই করুন স্ক্রিনরেকর্ড!"

  1. mOjAhId1 Author says:
    DU recorder best..
    1. Emrus Legend Author Post Creator says:
      আপনার যেটি ভালো লাগে!
      কিন্তু অনেকেই এই এপসটি ইউজ করে ভালো ফিডব্যাক দিয়েছেন।
      আপনাকে ধন্যবাদ।
  2. WapmasterArif Contributor says:
    এটা শুধু ললিপপ ভার্সনে হয়
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      আপনার ধারণা ভুল!
      আমি কিটক্যাট এ ইউজ করি।
      আমার ললিপপ ডিভাইস নেই।
      ফোন,ট্যাব সব ই কিটক্যাট!
    2. MMRFanz Contributor says:
      ব্রো আমার স্যামসাং sm-g313hz এটাতে হবে কি?
  3. MMRFanz Contributor says:
    ডাউনলোড করলাম। কিন্তু ইন্সটল হয় না। এখন কি করে তা সমাধান করবো বলুন?
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      সরাসরি Play Store থেকে ডাউনলোড করলেই ভালো হতো।
      প্লে স্টোর থেকে ইন্সটল না হলে এমনিতেই ইন্সটল হবেনা।
      Apk Editor দিয়ে SDK চেঞ্জ করে দেখতে পারেন।
      কিন্তু কাজ হবে কিনা জানা নেই।
      হয়তো আপনার ফোনের জন্য কম্পোর্টেবল না।
  4. MMRFanz Contributor says:
    fb link din. oikane screenshot dicchi bro
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      facebook.com/enjamam0
  5. MMRFanz Contributor says:
    apk editor দিয়ে কিভাবে SDK চেঞ্জ করব? প্লীজ ব্রো হেল্প করেন। কিছুইতে স্ক্রিন রেকর্ড ব্যবহার করতে পারতেছি না।

Leave a Reply