সবাইকে আসসলামু আলাইকুম। আবারো হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে। আর এটা অবশ্যই একটি কাজের টিউন। আজ আপনাদের এমন একটি এপ্স উপহার দিব যেটা দিয়ে আপনি খুব সহজেই আপনার ফোনের ব্যাটারি Low এর Notification সেট করতে পারবেন।

সাধারণত আমাদের ফোনে ব্যাটারি Low হলে কোন টিউন বাজে না সাধারণ একটা ডায়লগ বক্স আসে।কিন্তু একটি মাত্র এপ্স ব্যাবহার করে আপনি ফোনের ব্যাটারি লো এর নটিফিকেশন সেট করতে পারবেন।

তো চলুন শুরু করা যাক। 


প্রথমে Google Play Store থেকে Battery Notifier Bt Free নামে এপ্সটি ইন্সটল করুন। 

এপ্স ইন্সটল করা হয়ে গেলে এপ্সটি ওপেন করুন।এবার অপশন এ ক্লিক করুন।

এবার যে নতুন পর্দা আসবে ওখান থেকে Battery Notifier Settings এ ক্লিক করুন। 

এবার Low Battery Charge Option এ ক্লিক করুন। 

এবার দেখুন নিচের মত পর্দা আসবে।ওখান থেকে Notify When Charged এ ঠিক মার্ক দিন।এবার এর পরের অপশন গুলা নিজেরাই সেটিং করতে পারবেন আশা করি। 

আপাতত এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো টিউন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ……

5 thoughts on "দেখে নিন,কিভাবে আপনার এন্ড্রয়েড ফোনের Battery Low এর Notification সেট করবেন।"

    1. Adnan Shuvo Contributor Post Creator says:
      domain/hosting Lagbe?
  1. app tato all time phone chalo tkabe!!
    ar bai apnar phoner version koto?
  2. আল-আমিন® Author says:
    আমার কোনো অ্যাপ লাগে না।
  3. Antou Rhaman Nil Contributor says:
    আপনার নেভি: বার কি এরকমই,নাকি নিজে করেছেন।
    আমি আবার বার এরকম করতে চাই।
    জানা থাকলে কিছু বলবেন☺☺

Leave a Reply