প্রাথমিক ধারণা:–


জকে খুব সংক্ষিপ্তসারে একটি পোষ্ট করছি।
কারণ,
অনেকেই আমাকে পোষ্ট করার জন্য তাগাদা দিচ্ছেন।
বড় পোষ্ট লিখার কাজ চলছে এবং তা প্রায় শেষের পথে।
এই সুযোগে একটি ছোট পোষ্ট করলাম।
যাইহোক,
এই পোষ্ট এর টাইটেল দেখেই হয়তো আপনার ASCII/অ্যাস্কি কোড সম্পর্কে জানার একটা আগ্রহ তৈরি হয়েছে।
(যদিও এই পোষ্ট এর টাইটেল ইচ্ছে করেই একটু আকর্ষণীয় করেছি।ভিউয়ার বাড়ে কিনা চেক করবো বলে!)
তো,
প্রথমেই আপনাকে ASCII/অ্যাস্কি কোড সম্পর্কে ধারণা দেয়া আবশ্যক।
তা নাহলে হয়তো আপনার জানা অসম্পূর্ণ থেকে যাবে।
তো চলুন:——-
ASCII কোড হলো কম্পিউটার ও বিভিন্ন ধরনের টেলিযোগাযোগের যন্ত্র সহ অন্যান্য যেসব যন্ত্রে বর্ণ ভিত্তিক (Text Based) ইন্টারফেস দরকার হয় তাতে ব্যবহারের জন্য ইংরেজি ভাষার উপর ভিত্তি করে তৈরি করা একধরনের Character Encoding।
সর্বপ্রথম ১৯৬৫ সালে রবার্ট উইলিয়াম বেমার (Bemer) ৭-বিটের অ্যাস্কি কোড উদ্ভাবন করেন।
তবে ASCII কোড নিয়ে সর্বপ্রথম ১৯৬০ সালে কাজ শুরু হয়।
এর সর্বশেষ সংস্করণ প্রকাশিত হয় ১৯৮৬ সালে।
সর্বশেষ প্রকাশিত সংষ্করণ অনুযায়ী অ্যাস্কি কোডের ধারণ ক্ষমতা ১২৮ টি বর্ণ,
তার মধ্যে ৯৫টি ছাপার যোগ্য বর্ণ এবং ৩৩ টি নিয়ন্ত্রণ সংকেত (Control Characters) হিসেবে ব্যাবহৃত হয়।
ASCII এর পূর্ণরূপ হলো-
“American Standard Code for Information Interchange”
এই অ্যাস্কি কোড আবার দুই প্রকারের হয়।
যেমন:
১.ASCII-7 (৭-টি বিট দ্বারা তৈরি কোড)
2.ASCII-8 (৮-টি বিট দ্বারা তৈরি কোড)

এবার আসি ASCII-7 ও ASCII-8 প্রসঙ্গে:


ASCII-7:–
আগেই উল্লেখ করেছি এটি মোট ৭-টি বিট দ্বারা তৈরি হয়।
এবং এর বামদিকের তিনটি বিটকে জোন বিট এবং ডানদিকের চারটি বিটকে সংখ্যাসূচক বিট বলে।
নিচের চিত্রে বিট সমূহের নাম চিহ্নিত করা হলো।

ASCII-8:–
ASCII-8 যে ৮-টি বিট দ্বারা তৈরি হয়,তাও উপরে উল্লেখ করেছি।
তবে ASCII-7 এর তুলনায় ও অবস্থানভেদে ASCII-8 এর বিটগুলোর নামের ভিন্নতা রয়েছে।
ASCII-8 এর সর্ব-বামদিকের বিটটিকে প্যারিবিট এবং সর্ব-ডানদিকের চারটি বিটকে সংখ্যাসূচক বিট বলে এবং মাঝের তিনটি বিটকে জোন বিট বলে।
এক্ষেত্রেও বিটগুলোর নাম নিচের চিত্রে চিহ্নিত করা হয়েছে।

পোষ্ট বেশি বড় হয়ে যাচ্ছে বিধায় আর বেশি কিছু লিখলাম না।
আপনার যদি জানার ইচ্ছে থাকে তো,
একটু কষ্টকরে গুগলে সার্চ দিয়ে জেনে নিন।
এমনিতেই উপরের তথ্যগুলোর বেশিরভাগই গুগলের সাহায্যে নেয়া!

অ্যাস্কি শিল্প বা ASCII Art:–


আজকের পোষ্টের মূল বিষয়ই হলো অ্যাস্কি শিল্প।
কারণ,
বর্ণ বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে তৈরি স্টাইলিশ সবকিছুই ASCII Art এর অন্তর্ভূক্ত।
আর আমরা তো আজকে ASCII Code ব্যবহার করে স্টাইলিশ নাম ও বিভিন্ন ছবি/আকৃতি তৈরি করতে যাচ্ছি।
সুতরাং অ্যাস্কি শিল্প সম্পর্কেও অন্তত কিছুটা ধারণা তো থাকা চাই ই।
যাইহোক,
অ্যাস্কি শিল্প বা ASCII Art হল একধরনের ডিজিটাল শিল্পমাধ্যম যাতে অ্যাস্কি কোডের ৯৫ টি ছাপার যোগ্য বর্ণ ব্যবহার করে চিত্রকর্ম তৈরি করা হয়।
এই ৯৫ টি ব্যবহারযোগ্য বর্ণের মধ্যে রয়েছে ইংরেজি ভাষার ২৬ টি বর্ণ,
ছোট হাতের এবং বড় হাতের মিলিয়ে ৫২ টি সেই সাথে ০ থেকে ৯ পর্যন্ত অঙ্কগুলোর ইংরেজি রূপ,
যতি চিহ্ন সমূহ,
গাণিতিক প্রতীক সমূহ এবং ফাঁকা স্থান (Space)।
সাধারণ টেক্সট এডিটর প্রোগ্রাম ব্যবহার করেই অ্যাস্কি শিল্প তৈরি করা সম্ভব।
যেসব ফন্টের সকল অক্ষর সমান প্রশস্ত ও টাইপ রাইটার দিয়ে লেখার মত ফলাফল পাওয়া যায়,তারাই অ্যাস্কি শিল্পের জন্য উপযুক্ত।
অ্যাস্কি শিল্পের জন্য সর্বাধিক ব্যবহৃত ফন্ট হল Courier।
ASCII Art সর্বপ্রথম ১৯৬৬ সালে Bell Labs এ কর্মরত কেনেথ নল্টনের হাত ধরেই যাত্রা শুরু করে।
আর সেই থেকেই অ্যাস্কি শিল্পের অগ্রযাত্রা আজও সমুন্নত আছে।
বেশি কিছু জানিনা বিধায় আপনার জানার সুবিধার্থে উপরে কিছু অংশ WiKi থেকে কপি করলাম।
তার জন্য ক্ষমাপ্রার্থনা করছি।

মূল অংশ:–


উপরে ASCII সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেয়ার মত আলোচনা হয়ে গেলো।
আশা করি ASCII সম্পর্কে আপনার জানার ঘাটতি অনেকাংশেই কমাতে সক্ষম হয়েছি।
এবার আপনি মূল পর্বে প্রবেশ করেছেন।
আপনি যদি আপনার নামকে ASCII Code ইউজ করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে চান এবং বর্তমানে প্রচলিত বিভিন্ন ধরনের আকৃতি (যেমন: বন্দুক,মসজিদ,বিড়াল,কুকুর,হাত,প্রজাপতি,বাড়ি,হার্ট ইত্যাদি।) রেডিমেড পেতে চান।
তাহলে প্রথমেই ASCII Generator এপসটি ডাউনলোড করে নিন।
যদিও এরকম আরো অনেক এপস Online এ আপনি পাবেন।
তারপরেও এই এপসটিই আমার মতে আপনার জন্য সর্বোৎকৃষ্ট হবে।
কারণ,

এতে আছে:-


১.যেকোনো লিখা থেকে ASCII Art এ সরাসরি কনভার্ট/রূপান্তর করার সুবিধা।
তাও আবার শতাধিক স্টাইলে!
স্টাইলিশ টেক্সট হোক এবার আরো সুন্দর,সহজেই!

২.রেডিমেড বিভিন্ন আকৃতি ও লিখার সম্ভার।
ফলে এখন আর আপনাকে কষ্ট করে Emoji দিয়ে তৈরি ঘর,মসজিদ,পশুপাখি,লাভ ইত্যাদি খুঁজতে হবেনা।
এক এপস এই সবকিছু পাবেন।
তাও আবার একটি দুটি নয়,একেবারে শত শত…..!

৩.Emoticon বা Emoji ব্যবহার করে বিভিন্ন ছোট ছোট আকৃতির বিশাল সমাহার।
ফলে আপনি এখন সহজেই (),[],{},,/,*,-,-……………….. ইত্যাদি চিহ্ন ব্যবহার করে বিভিন্ন ধরণের মজার মজার চিত্র বানাতে পারবেন।

৪.ASCII Image ফিচার আপনাকে দিবে যেকোনো ছবিকে ASCII কোড দ্বারা আবৃত করে খুব সুন্দর আকৃতি প্রদানের সুবিধা।
তবে এই ফিচারটি এখনো ততোটুকু উন্নত হয়নি।
তবে আপনি ট্রাই করে দেখতে পারেন।

৫.এপসটি সম্পূর্ণ অফলাইনে চলে বিধায় কোনো প্রকার ডাটা খরচের চিন্তা নেই।
৬.খুব ছোট সাইজের এপস!
মাত্র ৩.১ এমবি।(এখনো পর্যন্ত……)

৭.সবচেয়ে বড় বিষয় হলো,এই এপসটির ডেভেলপাররা খুব দ্রুত এপসটির আপডেট দিচ্ছেন।
আমি গত তিনদিনে দু’বার আপডেট পেলাম।
তাও আবার অনেক নতুন ফিচার সহ!

সুতরাং,
সবদিক বিবেচনা করে আশা করি এপসটি আপনার খারাপ লাগবেনা।
একবার হলেও অন্তত ব্যবহার করে দেখুন।

তবে এই এপস এর একটা সমস্যা হলো,
স্টাইলিশ নামগুলো কোথাও কপি করে পোষ্ট করলে এলোমেলো হয়ে যায়।
এক্ষেত্রে সমাধান হলো,
ওদের দেয়া ফিচার।
ফটো আকারে সেভ।
আপনার স্টাইলিশ টেক্সট ছবি আকারে আউটপুট করতে পারবেন গ্যালারিতে।
আশা করা যায় অতি শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে।
তবে রেডিমেড পিকচারগুলো কিছু ঠিকই পোষ্ট করা যায়।
সেদিক দিয়ে হলেও এপসটি পারফেক্ট!

কিছু স্ক্রিনশট:–


যেকোনো টেক্সট বা লিখাকে আপনি চাইলে ASCII Art এ রূপান্তরিত করতে পারবেন।
তবে এখনো পর্যন্ত শুধুমাত্র ইংরেজি লিখা ই সাপোর্ট করে।
ডেভেলপারদের অনুরোধ করলে হয়তো বাংলা সাপোর্ট ও আনতে পারে।
Feedback দিয়ে দেখতে পারেন।
আমার নামের স্টাইলিশ কিছু রূপ দেখুন:




এবার দেখুন কিছু সুন্দর আকৃতি:
ট্রিকবিডিতে লিখার মাঝখানে স্পেস একটু বেশি শো করে বিধায় সরাসরি কপি পেস্ট করা সম্ভব হলোনা।
করলেও কিসের আকৃতি তা ভালোভাবে বুঝতেন না।
তাই স্ক্রিনশট আকারেই দিতে হলো……….।











কিছু Emoticon এর নমুনা:
এসব Emoticon এর আগামাথা স্ক্রিনশট দেখে কিছুই বুঝবেন না।
তবে ফেসবুকে চ্যাট করার সময়ই এসবের ব্যবহার লক্ষ্য করা যায়।
গভীরভাবে লক্ষ্য করলে কিছু বুঝলেও বুঝতে পারেন।
দেখুন তো,
কিছু বুঝেন কিনা……….!!


এবার দেখুন ASCII Image ফিচার:


পরিশেষ:–


অনেক তাড়াহুড়োর মধ্য দিয়ে দিন অতিবাহিত হচ্ছে।
কলেজে ভর্তির জন্য এতদিন খুব ব্যস্ত ছিলাম।
তাই অনেকদিন নতুন কোনো পোষ্ট করতে পারিনি।
তবে কমেন্ট করে অনেক ভাইয়াকে হেল্প করেছি।
তখন খুব খুশি লাগে,যখন কাউকে হেল্প করার পর সে মন থেকে ধন্যবাদ জানায়।
সবসময়ই চাই সবার সাথে ভালো ব্যবহার করার।
কিন্তু সবসময়ই তা হয়ে উঠেনা।
কারো সাথে যদি খারাপ ব্যবহার করেও থাকি তো,
বিনীতভাবে অনুরোধ “ছোট ভাই” হিসেবে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
বিশেষ করে আল-আমিন ভাইয়ের কাছে ক্ষমাপ্রার্থনা করছি।
আপনি হয়তো কিছু কমেন্ট এর জন্য মনে কষ্ট পেয়েছেন।
আমার ফেসবুক আইডিতে আপনার করা কমেন্ট থেকে ধারণা করছি।
কষ্ট পেয়ে থাকলে আপনার কাছ থেকে ক্ষমা আশা করছি।
আর সকলের প্রতি আমার অনুরোধ,
কেউ খারাপ ভাষা ব্যবহার করবেন না।
ভদ্র ভাষায় ও মনের ভাব প্রকাশ করা যায়!

যাইহোক,
বিজ্ঞান বিভাগের ছাত্র হওয়ায় হয়তো অন্যদের মত তেমন একটা পোষ্ট করার সুযোগ না ও হয়ে উঠতে পারে।
এমতাবস্থায় যদি আমাকে প্রয়োজন হয় তাহলে,
আমার FaceBook আইডিতে ছোট্ট একটা মেসেজ দিবেন।
ফ্রি হলে ইনশাআল্লাহ্‌ মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
যেকোনো ধরণের হেল্প আমার কাছে আশা করতে পারেন।

আর হ্যাঁ,
মাঝে মাঝে কাঁচা হাতে Facebook-এ এই আইডিতে কিছু লিখার চেষ্টা করি।
সময় থাকে তো একটু ঢুঁ মেরে যাবেন।
তবে একটি বিষয় পরিষ্কার থাকা ভালো,
দ্বিতীয় আইডিতে ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট না ও করা হতে পারে।
(কিছু ব্যতিক্রম ব্যতীত)

ফোন নাম্বার দিলাম না।
কারণ,
ইউটিউবে ফোন নাম্বার দেয়ার পর থেকে রাতের ঘুম ও হারাম হয়ে গিয়েছিলো!
সে ঝামেলায় আর জড়াতে চাইনা।

আর কমেন্ট এ যদি কেউ সাহায্য চায়,
তাহলে পারলে রিপ্লাই দিয়ে একটু সাহায্য করবেন।

আশা করি অনুমিত ব্যতীত এই পোষ্টটি কোথাও পোষ্ট করবেন না।
পরবর্তী পোষ্ট এর অপেক্ষায় থাকুন।

আর ইচ্ছে করলে আমার YouTube চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন।
“ধন্যবাদ”

84 thoughts on "[Don’t Miss]এবার আপনার নাম লিখুন ASCII কোডে!সাথে রয়েছে ASCII সম্পর্কে বিস্তারিত আলোচনা!"

  1. Ahad Author says:
    এক কথায় wow!
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      বরাবরের মত এবারো পোষ্টের মান অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেছি।
      জানিনা কতটুকু সফল হয়েছি।
      তবে আপনাদের দেয়া উৎসাহ আমাকে প্রেরণা যোগাবে………!
    2. Ahad Author says:
      Go ahead! No one can’t stop you.
    3. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ
  2. kamru zzaman Subscriber says:
    Eita choto post ?? Tahole borota tu koeyek km hobe —
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      প্রোফাইলে দেখুন।
      বড় পোষ্ট ও আছে।
      আর শীঘ্রই আরো বড় পোষ্ট আসছে।
      ধন্যবাদ আপনাকে।
  3. kamru zzaman Subscriber says:
    Eita choto post ?? Tahole borota tu koeyek km hobe
  4. S.R Sumon Author says:
    অসাধারণ. carry on
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      “ধন্যবাদ”
      ভাইয়া
  5. Akash Ahamed Contributor says:
    Very….Nice…Post
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      আপনাকেও ধন্যবাদ।
  6. prantokhan675 Author says:
    wow.. nice post..
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      খুব খুশি হলাম।
      আশা করি সবসময় এভাবেই উৎসাহিত করবেন।
      ধন্যবাদ
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ,
      ভাইয়া।
      আশা করি সবসময় পাশে থাকবেন।
    2. Muhiuddin Author says:
      Yah…
      But Now some days I can’t
      My Exam
      Please post more anuther in any time
    3. ইমরুজ Legend Author Post Creator says:
      আচ্ছা ভাইয়া,
      ফ্রি হলেই না হয় আমার প্রোফাইল ঘুরে দেখে নিবেন।
    4. Muhiuddin Author says:
      All rady finish
    5. ইমরুজ Legend Author Post Creator says:
      আচ্ছা ভাইয়া,
      ধন্যবাদ।
      পরবর্তীতে আবার দেখবেন আশা করি।
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      হতাশ হবার কিছুই নেই।
      আপনার সাজেস্ট করা পোষ্ট শীঘ্রই আসছে………….!
  7. #Rasel Contributor says:
    gd post, dude….
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      অসংখ্য ধন্যবাদ।
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      আপনাকেও ধন্যবাদ।
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      ধন্যবাদ।
  8. Trickology Subscriber says:
    next post er topic ki ? ?
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      কেনো ভাইয়া?
      নেক্সট পোষ্ট কি নিয়ে তা পোষ্ট করার আগ পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছেনা!
      তবে আপনার যদি কোনো সাজেশন থাকে তো জানাতে পারেন।
  9. Shadhin Author says:
    সুন্দর পোষ্ট চালিয়ে যান … 🙂
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      আমার করা বেশিরভাগ রিপোর্ট ই বিবেচনা করা হয়েছে।
      তাই আমি কৃতজ্ঞ।
      কিন্তু ইদানীং কিছু পোষ্টে রিপোর্ট করার পরেও তাৎক্ষনিক কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেনা কেনো?
      বিশেষ করে বর্তমান Featured পোষ্ট টি।
    2. OMAR SHARIF Author says:
      পোস্ট টা দরকারি,,,কিন্ত সবাই হয় author নয় contributor কিন্ত সাধিন ভাই editor বুঝলাম না কেমনে কি
    3. shadhin vai amake tuner banano jabe plz vai
    4. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      কমপক্ষে তিনটা মানসম্মত পোষ্ট করে ট্রেইনার রিকুয়েস্ট করুন।
      অবশ্যই ট্রেইনারশীপ পাবেন!
    5. ইমরুজ Legend Author Post Creator says:
      ওয়েলকাম
  10. Md.Al-amin Author says:
    আমি কিছু মনে করি নাই।আমি শুধু বুঝাতে চেয়েছি আমার কোনো পোষ্ট কপি করা না। ( যায় হোক পোষ্ট টা ভালো হয়েছে )
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      অশেষ ধন্যবাদ
  11. Mosiurr Contributor says:
    osthir hoiche boss
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      “ধন্যবাদ” ভাইয়া।
  12. Mahbub Pathan Author says:
    আসলে প্রথমে লেখাটুকু পড়ে বিষয়টি পুরোপুরি বুঝতে পারিনি। তবে স্ক্রিনশট দেখার পর পুরোটা বুঝলাম। অনেক সুন্দর একটা পোস্ট করেছেন।
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      ট্রিকবিডির রুলস এ বলা আছে——
      অনেকসময় লিখে যা বুঝানো যায়না,
      স্ক্রিনশট দিয়ে তা সহজেই বুঝানো যায়।
      আপনার জন্যই এই রুল কার্যকর হয়েছে।ধন্যবাদ
    2. Mahbub Pathan Author says:
      হুম!
  13. tishat Contributor says:
    shundar post….go ahead with your spirit………???
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      অসংখ্য ধন্যবাদ
      ভাইয়া।
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      স্প্যাম করবেন না।
      আইডি ব্যান করা হবে।
    2. TipsHurry.Ga Author says:
      sorry vaia ami spam korina back link toiri kortesi
    3. ইমরুজ Legend Author Post Creator says:
      এভাবে Back Link তৈরি কি TrickBD অনুমোদন করেছে?
      আপনার একটু এডমিনের কাছ থেকে জেনে নেয়া উচিৎ ছিলো।
  14. Arman Contributor says:
    Thanks bro
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ওয়েলকাম
  15. ইমরুজ Legend Author Post Creator says:
    ভাইয়া,
    আপনার কাছে কি প্রমাণ আছে?
    যদি থাকে,
    তাহলে সব রেডি রাখুন।
    উনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
  16. OMAR SHARIF Author says:
    পোস্ট টা দরকারি,,,কিন্ত সবাই হয় author নয় contributor কিন্ত সাধিন ভাই editor বুঝলাম না কেমনে কি
    1. আপনার বুঝতে হবে না, স্বাধিন ভাই, রানা ভাই এরা হল ট্রিকবিডির মাথা বুঝলেন
    2. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      সহজ ভাষায় রানা ভাই,স্বাধীন ভাই ও নাসির ভাই হলেন এডমিন প্যানেলের লোক।
      পদের হিসেবে রানা ভাই হলেন প্রধান।
      তারপর যথাক্রমে স্বাধীন ভাইয়া ও নাসির ভাইয়া।
      এবার আশা করি বুঝেছেন?”ধন্যবাদ”
    3. OMAR SHARIF Author says:
      আরে ভাই সেটা বলছি না,,,,,শুধু একজনকেই দেখলাম editor তাই এর কারন জানতে চাচ্ছিলাম
    4. ইমরুজ Legend Author Post Creator says:
      আমিও তো ওটাই ব্যাখ্যা করতে চেয়েছি।
      ইডিটর সাহেব পোষ্ট রিভিউ করতে গিয়ে একটা উৎসাহনীয় কমেন্ট করলেন আর কি!
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      “ধন্যবাদ” ভাইয়া
  17. MH.Shopon Contributor says:
    wosssssam
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      অশেষ ধন্যবাদ
  18. badsha khan Contributor says:
    বিশেষ করে আল-আমিন ভাইয়ের কাছে ক্ষমাপ্রার্থনা করছি।
    আপনার একটা কথা আমার খুব খারাপ লাগচ্ছে।।।,,,,,,,,,,,,,,,, আপনি মানুষের কাছে ক্ষমাপ্রার্থা নিবেন কে
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      মানুষ যত খারাপই হোক না কেনো,
      তার একটা নিজস্ব অহংবোধ আছে।
      কাউকে কষ্ট দিলে সেই অহংবোধে ঘা লাগে।
      ফলে কষ্টদানকারী ব্যক্তির প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়।
    2. ইমরুজ Legend Author Post Creator says:
      এই মনোভাবের ফলে ঐ ব্যক্তির প্রতি শ্রদ্ধা,ভালোবাসা দিনদিন হ্রাস পায়।
      কিন্তু যে ব্যক্তি ক্ষমাপ্রার্থনা করে সে অহংকার থেকে মুক্ত থাকে।
      ফলে মন্দ ব্যক্তি ও তার সংস্পর্শে এলে ভালো মনোভাব প্রকাশ করে।
      তাকে রেসপেক্ট করে।
      তাই আমি উনার কাছে ক্ষমা প্রার্থনা করলাম।
    3. ইমরুজ Legend Author Post Creator says:
      আল্লাহ্‌ বলেছেন,
      কাউকে কষ্ট দিলে সে যতক্ষণ ক্ষমা করবেনা।
      মহান আল্লাহ্‌ ও সেই ব্যক্তিকে ততক্ষণ ক্ষমা করবেন না।
      তাই………….
      আশা করি বুঝাতে পেরেছি আপনাকে।”ধন্যবাদ”
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      “ধন্যবাদ”
      ভাইয়া।
    2. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      কে যেনো আমাকে ফেইসবুকে যেতে বলেছিলো।
      ফোন ফ্ল্যাশ জনিত হেল্প পোষ্ট ছিলো ওটি।
      আপনার রিপ্লাই ছিলো।
      সন্ধান জানলে বলবেন একটু।যাতে পারলে হেল্প করতে পারি।
    3. Reja BD Author says:
      এটা আমি নিজেই বলেছি, ফেইসবুকে আসেন বলতেছি Ok?
    4. ইমরুজ Legend Author Post Creator says:
      ও,
      আচ্ছা।
  19. Abdus Salam Author says:
    Ei rokom tuner e trickbd te dorkar!!!
    Jai hok vai apni r onnoder moto jeno kisu din por nijer channel niye busy hoye poren na…
    Good Post..
    Carry On!
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
      কিন্তু কিসের চ্যানেল?
      কতৃপক্ষ আমার ইউটিউব চ্যানেল অহেতুক কপিরাইট ওয়ার্নিং দিয়ে ব্যান করে দিয়েছে।
      তাই রাগে দুঃখে আর চ্যানেল খুলছিনা।
  20. obak77 Subscriber says:
    nice post. .. but software koi
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ভাইয়া,
      খেয়াল করে দেখুন।
      উপরে লিংক দেয়া আছে…….!
      কমেন্ট করার জন্য ধন্যবাদ।
    2. obak77 Subscriber says:
      vaire ami hoi anda hoa gesi…
    3. ইমরুজ Legend Author Post Creator says:
      কেনো ভাইয়া,
      কি হয়েছে আপনার……?
      একটা মাত্র লিংক ই তো……..!!
  21. WapmasterArif Contributor says:
    আপনার মত TricBD তে আরো কয়েকজন ট্রেইনার থকলে ভলো হতো।

    Nice post.

    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
  22. Swopon Author says:
    Great Post Bro. Carry On
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া
  23. Md. Alamin Author says:
    অস্থির একটা পোষ্ট । ?
    1. ইমরুজ Legend Author Post Creator says:
      ধন্যবাদ।

Leave a Reply