আসসালামু আলাইকুম


আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
TrickBD তে এটা আমার প্রথম পোস্ট । আশা করি সকল ভাই-বোনের আমার এই পোস্ট টি অনেক উপকারে আসবে। আমার জানামতে আমিই প্রথম এই বিষয় পোস্ট করছি। কেউ আগে করে থাকলে মাফ করবেন। অনেক কিছু বলেছি এবার মূল পোস্ট এ যায়।

আজকাল স্মার্টফোন কতভাবেই না
আমাদের জীবন সহজ করে দিচ্ছে। এই
স্মার্টফোন ছাড়া আমরা এক মুহূর্তও
চলতে পারি না। এত সহজ হওয়া সত্ত্বেও
স্মার্টফোনে টাইপ করা আমাদের
অনেকের জন্যে অনেক সময়
বিরক্তির কারন হয়ে দাড়ায়। তাই এই
সমস্যা সমাধানের জন্যে এবার এল এমন
একটি অ্যাপ যা দিয়ে আপনার
টাইপিং ঝামেলা অনেকাংশে কমে
যাবে।অ্যাপ টির নাম :Camera Assistant
এই অ্যাপটি খুব
সহজেই আপনাকে আপনার মোবাইল
ক্যামেরার মাধ্যমে টাইপিং এ
সাহায্য করবে। এর মাধ্যমে আপনি
যেকোনো জায়গা থেকে কোন
নাম্বার, ই-মেইল অ্যাড্রেস,মেসেজ
কন্টেন্ট এর ছবি তুলে নিয়ে সেটা
আপনার প্রয়োজনমত ব্যবহার করতে
পারবেন।
এই অ্যাপটির মাধ্যমে কল,মেসেজ,ই-
মেইল,মোবাইল কন্টাক্ট এড এবং
বিভিন্ন ভাষায় অনুবাদও করা যাবে
শুধুমাত্র ছবি দিয়ে।এটি
ইংরেজি,বাংলা সহ মোট ৬০ টি
ভাষা বুঝতে পারে এবং অনুবাদ করতে
পারে।আমাদের অনেক সময়ই রাস্তার দেয়াল
অথবা লিফলেট থেকে ফোন নাম্বার
নিয়ে ডায়াল করতে হয়,অথবা কাগজে
থাকা কোন মেইল অ্যাড্রেস এ ই-মেইল
করতে হয়,এখন শুধু কাগজ থেকে সেগুলোর
ছবি তুলে নিয়েই আপনি এসব কাজ খুব
সহজেই করতে পারবেন,কষ্ট করে আর
টাইপ করতে হবে না।অ্যাপটির
ক্যামেরা এডিট অপশনটি বেশ সহজ,শুধু
টাচ করেই ছবি তোলার জায়গা ছোট
বড় করা যায়।ছবি তোলার পর যদি আপনি
কন্টেন্টটি এডিট করে পাঠাতে চান
তাও করা সম্ভব।
অ্যাপটির ইউ আই(ইউজার ইন্টারফেস) ও
যথেষ্ট আকর্ষণীয়। অ্যাপটি ইতিমধ্যে
বেশ সাড়াও পেয়েছে।তাই এখনি
নামিয়ে ফেলুন অ্যাপটি এবং
টাইপিং এর ঝামেলা থেকে মুক্তি
পান।
অ্যাপটির ডাউনলোড লিংক : CLICK HERE TO DOWNLOAD
এবার চলুন অ্যাপ টির কাজ বিষয়ে কিছু SchenShot দেখে নিই,,,।
অ্যাপ টি ওপেন করুন↓অ্যাপ টি ওপেন করলে,,, নিচের মতো আসবে এবং তা দেখেই বুঝে যাবেন অ্যাপ এর সকল কাজএবার যে কাজ করতে চান (মেসেজ,ফোন,ই-মেইল) তাতে ঢুকুন। ঢুকার পর নিচের মতো আসবে এবং এাটা অ্যাপ ডাউনলোড করার পর একবার হবে।লোডিং হওয়ার পর মেসেজ করতে হলে তাতে ঢুকলে লেখার ওপর মোবাইল কেমেরা দরলে নিচের মতো আসবে
ফোন করতে হলে লেখার ওপর দরলে নিচের মতো আসবে এবং তারপর ফোন করতে পারবেন। আশা করি অ্যাপ টি আপনাদের আনেক সময় কাজে আসবে। আজ এখানেই শেষ করি,,,। সব সময় আপনাদের পাশে আছি এবং নতুন অনেক কিছু শিখছি। কোনো ভুল হলে দয়া করে কমেন্ট এ জানাবেন।
সব সময় TrickBD তে আসবেন।

4 thoughts on "এখন জরুরি প্রয়োজনে যেকোনো লেখা টাইপ করুন মোবাইল ক্যামেরা দিয়ে,, সাথে আরো অনেক কিছু করুন। সুপার একটি এন্ড্রোয়েড অ্যাপ এর মাধ্যমে।"

    1. Sarwar Hossain Subscriber Post Creator says:
      ধন্যবাদ,,,।আপনার মতো পজেটিভ মন্তব্য অামাকে আরো ভালো কিছু দেওয়ার মনোবল দিবে।
  1. Sarwar Hossain Subscriber Post Creator says:
    ধন্যবাদ,,,।আশা করি আপনাদের আরো ভালা কিছু পোস্ট উপহার দিতে পারবো।
  2. Riaz (we love trickbd) Contributor says:
    Bangla text a camera kaj kore … R mb lage kaj korte.

Leave a Reply