টেলিটকের বর্ণমালা সিম একটা স্টুডেন্টের জন্য একটাই নেওয়া যায়। কিন্তু আমি আপনাদের দেখাবো কি করে একাধিক সিম নিবেন

টেলিটকের বর্ণমালা সিম নিতে হলে প্রথমে এসএমএস পরে দুই ধাপে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হয়। সাধারন সিস্টেম অনুযায়ী যারা রেজিস্ট্রেশন করছেন তারা বুঝতেই পারছেন এখানে সিকিউরিটি হলো স্টুডেন্টের রেজিস্ট্রেশন নম্বর আর বার্থডে। আপনি আপনার ফ্রেন্ডের এসএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর আর বার্থডে জানলেই তার সিমটা নিতে পারবেন।

এখন কথা হচ্ছে কি করে একাধিকবার রেজিস্ট্রেশন করবেন। আপনার এসএসসি এর রোলের সাথে ১ যোগ করেন আর আপনার রেজিস্ট্রেশন নম্বরের শেষেও ১ যোগ করেন। পেয়ে গেলেন একটা ফ্রেন্ডের রোল আর রেজিস্ট্রেশন নম্বর। এখন দরকার তার বার্থডে। বার্থডে দেখতে Educationboardresults  এ গিয়ে রোল নম্বর, বোর্ড আর পাশের সাল দিয়ে রেসাল্ট দেখেন।ওখানে আপনি তার বার্থডে পাবেন। পেয়ে গেলেন দরকারি সব তথ্য। এবার তার জন্য বরাদ্দকৃত সিমটাও আপনি রেজিস্ট্রেশন করে নিয়ে নিতে পারবেন। এক্ষেত্রে রেজিস্ট্রেশনের তৃতীয় ধাপে সিম ওনার হিসাবে Gurdian কে সিলেক্ট করতে হবে অবশ্যই। নিজের নামে নেওয়া যাবে না। গার্ডিয়ানের ওখানে যে কারোর একটা ভোটার আইডির তথ্য দিলেই হবে।

এন্ড্রোয়েড ফোনে রেসাল্ট দেখতে না পারলে ১৫০ কিলোবাইটের এই এপ্সটা ইন্সটল করতে পারেন। এটা দিয়ে সব রেসাল্ট দেখা যায়।

যারা বর্ণমালা রেজিস্ট্রেশন পারেন না তারা আমার নেক্সট পোষ্ট দেখেন, একটা এপ্স বানাচ্ছি রেজিস্ট্রেশনের জন্য, শেষ হলেই পোষ্ট করবো। ওটাতে সব নির্দেশনা দেওয়াই থাকবে। সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন।

প্রবলেমে ফেসবুক

18 thoughts on "এবার বর্ণমালা সিম নিন আনলিমিটেড!"

  1. nayem0007 Contributor says:
    কচু করমু! একটা আছে!
    1. Blue Coder Author Post Creator says:
      🙂
  2. bappamia Contributor says:
    এতো কহিনি করি সিম তোলা লাগবে একটা নতুন সিম কিনলেই তো হয়…! বিশেষ কি আছে এই সিমে….?
    1. NetRockStar Contributor says:
      টেলিটকের বর্ণমালা কিনার জন্য মানুষ পাগল!! আপনি বলেন কি আছে?? 😉
  3. Mahfuz Contributor says:
    এই সিম কি ফ্রিতে দেয়
  4. Tahsanrasel Author says:
    ha ha ami jokon 1st bornomala sim day tokon e amar roll dea e ami 2 ta neasi sim
  5. Bdabulbasher Contributor says:
    2 ta nilen kivabe
    1. Kamal Hossen Contributor says:
      registion ki teletalk sim diye korte hobe?
      plz ans diben?
    2. Blue Coder Author Post Creator says:
      হা
  6. Kamal Hossen Contributor says:
    ১ সিম দিয়ে কয়বার রেজিষ্ট্র্বশন করা যাবে?
    1. Blue Coder Author Post Creator says:
      unlimited
  7. Kamal Hossen Contributor says:
    thanks brother
  8. FP Rana Contributor says:
    Dur fohinni.
    Sim tolte gele jokhon SSC registration Form & Admit card er photo copy lagbe tokhon kemne dibo.
  9. Dip Contributor says:
    vai bornomala sim ta pabo kI vabe…..????

    plz link ta diya diben….

  10. Khalid Author says:
    Chih. Student ID card er photocopy niye geleei diye dicce. Asucorjjo bangalir unnoti holona

Leave a Reply