আসসালামুয়ালাইকুম বন্ধুরা,
.
আশা করি সবাই ভালো আছেন কারন Trickbd এর সাথে যারা আছে তারা সব সময় ভালোই থাকে,
.
.
আজ আমি আপনাদেরকে আত্মবিশাসী হওয়ার কিছু টিপস দিবো। প্রতিযোগিতার এই যুগে আত্মবিশ্বাসী হওয়ার কোন বিকল্প নেই। কিছু ব্যাপার চর্চা করার মাধ্যমে ধীরে ধীরে আত্মবিশ্বাস গড়ে তোলা সম্ভব।তাহলে চলুন দেখে নেই কিভাবে এই আত্মবিশাস গড়া যায়।
.
.
.
০১) নিজেকে জিজ্ঞাসা করুন, কী কী কারণে আপনি নিজেকে অন্যের চেয়ে ছোট ভাবেন, লজ্জা পান অথবা অস্বস্তি বোধ করেন। সম্ভব হলে একটি কাগজে লিখে রাখুন। যখন এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে, তখন ঐ কাগজটি ছিঁড়ে ফেলতে পারেন।
.
০২) আপনার প্রিয়জনদের সাথে আপনার সমস্যাটি শেয়ার করুন এবং তাদের সাহায্য নিন।
.
০৩) আপনার চারপাশ, অতীত অভিজ্ঞতা সব কিছুই বর্তমানের সাথে মানিয়ে নিন।
.
০৪) পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। আপনার ভুল গুলো থেকে শিক্ষা নিয়ে নতুন করে শুরু করুন।
.
০৫) সবার জীবনেই কিছু না কিছু সফলতা থাকে।ওগুলো শনাক্ত করুন। তার জন্য নিজেকে গর্বিত ভাবুন, নিজেকে ক্রেডিট দিন। আপনি-ও পারেন, এটা নিজেকে জানিয়ে দিন।

.
০৬) আপনি যেমন আছেন তেমন-ই ইউনিক। আর সবার চেয়ে আলাদা। এজন্য নিজেকে ধন্যবাদ দিন।
.
০৭) সবসময় পজিটিভ চিন্তা করুন। পারিপার্শ্বিক অবস্থা আপনাকে অনুমোদন না করলেও ইতিবাচক হোন।
.
০৯) আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখুন এবং নিজেকে হাসি উপহার দিন।
.
১০) সবসময় মনে করুন আপনি একজন আত্মবিশ্বাসী ব্যক্তি এবং সেভাবেই সবার সাথে আচরণ করুন।
.
১১) নিজেকে কখনই পারফেক্ট ভাববেন না। এতে নিজের ভুল সংশোধন করা যায় না।
.
১২) যখন-ই সুযোগ পান, অন্যকে সাহায্য করুন।
.
১৩) আত্মবিশ্বাস আছে এমন মানুষের সাথে মিশুন।
.
১৪) কখনই বিষণ্ণতায় ভুগবেন না।
.
১৫) দরকার হলে আপনার লাইফস্টাইল বদলে ফেলুন। পোশাক থেকে শুরু করে অভ্যাস সব কিছুতেই পরিবর্তন আনতে পারেন।
.
১৬) আত্মকেন্দ্রিক হওয়া থেকে বিরত থাকুন। এতে আপনি আত্মবিশ্বাসী হতে পারবেন না।
.
.
.
জীবন একটাই। একে আপনি গড়ে তুলুন যেভাবে আপনি চান। আত্মবিশ্বাসী হওয়া আপনার উপর নির্ভর করে। আত্মবিশ্বাসী হোন আর সফলতায় ঝলসে উঠুন।
.
সবশেষ কথা নিজেকে আত্মবিশ্বাসী হিসাবে গড়ে তুলতে চান কিনা, তা নিজেকে জিজ্ঞাসা করুন। যদি চান, তাহলে বদলে ফেলুন নিজেকে… তুলে ধরুন আপনার ভিতরের আত্মবিশ্বাসী আপনাকে। আত্মবিশ্বাসেই সফলতা… সবার সুন্দর জীবন কামনায়…

.
.
.
ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য।
.
.
আমার ফেসবুক লিংক

11 thoughts on "একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে চান তাহলে পোস্টটি অবশ্যই পরুন[Don’T Miss] পোস্ট by আরফান"

  1. Silent Lover Contributor says:
    Nice post…
    1. Arfan Khan Author Post Creator says:
      thnx..!!?
    1. Arfan Khan Author Post Creator says:
      Thnx..!!?
  2. SAIKAT Contributor says:
    Bro free net er akta to post daw!!!! ?
    1. Arfan Khan Author Post Creator says:
      In Sha Allah…!!?
  3. Hridoy Author says:
    খুব সুন্দর পোষ্ট।
    1. Arfan Khan Author Post Creator says:
      Thnx..!!
    1. Arfan Khan Author Post Creator says:
      thnx..bro!!?
    2. AMBITIOUS Contributor says:
      wc

Leave a Reply