কাজের দক্ষতা অর্জনের পরেই সবচাইতে বেশি গুরুত্বপূর্ন
বিষয় হলো কাজের ব্যাপারে গুছিয়ে লিখতে পারা।
লিখার বিষয় টা কাজের স্কিল অর্জনের মতো এতটা
বাজারে জিনিস এখনো হয়ে উঠেনি যে ৩-৬ মাসের
ট্রেইনিং নিয়ে এটা করে ফেলবেন।

১. উইকিপিডিয়া: আপনি উইকিপিডিয়ায় কন্ট্রিবিউটর
হিসেবে সময় দিতে পারেন। এখানে আপনি এক লাইন
লিখলে সেটার পেছনে দেখবেন আরো অনেকে অনেক
তথ্য, তথ্যসূত্র ছবি সুন্দর করে যোগ করে দিচ্ছে। এটা বেশ
হেল্পফুল এবং আমি ফ্রিল্যান্সিং এর চাইতেও এটাতে
বেশি সময় ব্যয় করি।

২. গুগল ম্যাপ: আপনার আশে পাশের বিজনেস প্লেস
ম্যাপে যোগ করা থাকলে সেটাতে সুন্দর করে রিভিউ
লিখতে পারেন। খারাপ হলেও সুন্দর করে খারাপ বিষয় টা
হাইলাইট করতে পারতে হবে। কোন প্লেস না থাকলে সেই

প্লেস যোগ ও করতে পারবেন। এটা বেশ মজার এবং গুগল
এর বিভিন্ন অ্যাপ এ আর্লি একসেস পাওয়া যায়। আমি
গুগলের লেভেল ৫ লোকাল গাইড হিসেবে ১ টেরাবাইট
ড্রাইভ স্পেস ভোগ করছি ফ্রিতে।

৩. qoura.com: এই সাইট টা বেশ মজার। শুধুমাত্র
ইংরেজীতে লিখতে পারবেন। বেসিক্যালি প্রশ্ন এবং
উত্তরের সাইট এটা। সাইন আপ করার পরে আপনার পছন্দের
টপিক্স গুলো ফলো করে রাখতে পারেন। প্রশ্ন করতে এবং
প্রশ্নের উত্তর দিতেও আপনাকে সাবলিল ইংরেজীতে
লিখতে হবে। সাবলিল না হলে কেও না কেও এটাকে
পরিবর্তন করে আপনাকে জানাবে ঠিক কোন জায়গাতে
কতটুকু পরিবর্তন করতে হলো।

৪. speaking24.com:
এই সাইট টা
মূলত আপনার ভোকাল
ইংরেজী ডেভেলপ করতে কাজে লাগতে পারে। এখানে
স্কাইপের মাধ্যমে র্যান্ডম পার্সন এর সাথে কথা বলা
যায়। ভয় পাওয়ার কোন কারন ই নাই, কারন এখানে নন
নেটিভ ইংলিশ শিখতে চাওয়া ব্যক্তিরাই বেশি
অনলাইনে থাকে। এবড়ো থেবড়ো ইংরেজীতে বোঝাতে

থাকুন আপনার সম্পর্কে। এক সময় দেখবেন জড়তা কেটে
ভালো ইংরেজীতে কথা বলতে শুরু করবেন।

ভালো লাগলে অবশ্যই Comment
করবেন । সবাই কে ধন্যবাদ ।

নিয়মিত আমার টিউন পেতে TrickBD এর সাথে থাকুন।

যেকোনো ধরনের Website বানাতে বা সাহায্যর জন্য যোগাযোগ করতে পারেন

01758143289

10 thoughts on "ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ইংরেজী গুছিয়ে লিখার অভ্যেস করবেন যেভাবে"

  1. Md Khalid Author says:
    khub e helpful…………….. thank you
    1. Dx Ratul Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য। আমিও আপনার পাশে আছি।
    1. Dx Ratul Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া।
    1. Dx Ratul Contributor Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া পাশে থাকার জন্য। আমিও
      আপনার পাশে আছি।
  2. shakib stanly Subscriber says:
    hahaha!
    Mufuckin’ stupidity

Leave a Reply