বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আজ এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : এনটিভি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেছেন, এ বছরের শেষ নাগাদ মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল করা যাবে। এর জন্য গ্রাহককে সর্বোচ্চ ৩০ টাকা ফি দিতে হবে।

আজ মঙ্গলবার সকালে বিটিআরসির সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. শাহ্জাহান মাহমুদ এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান জানান, এক অপারেটরে কমপক্ষে তিন মাস থকতে হবে। এক অপারেটর থেকে আরেক অপারেটরে যেতে মধ্যস্থতার কাজটি করবে তৃতীয় একটি পক্ষ। সেই পক্ষকে বিটিআরসি থেকে নিবন্ধন নিতে হবে। আর এই নিবন্ধনের কার্যক্রম এই বছরের সেপ্টেম্বরের মধ্যে সমাপ্ত হবে।

সব বাংলা এসএমএস পেতে

Leave a Reply