সবাই কেমন আছেন ? নিশ্চই ভাল। আপনাদের দোয়ায় আমিও বেশ ভালেই আছি।

অনেক দিন পোস্ট করা থেকে নিজেকে বিরত রাখার পর আজ আবার আপনাদের মাঝে ফিরে আসলাম ।

আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম পিসি বা ল্যাপটপে কিভাবে ওপেরেটিং সিসটেম সিমবিয়ানের ব্লুটুথ দিয়ে মডেম

ব্যবহার করে ইন্টারনেট চালাবেন। এখন তো আর সিমবিয়ান OS যুগ নাই । সিমবিয়ান OS আর বাজারে পাওয়াই যায় না ।

এ্যান্ড্রুয়েড আসার পার সিমবিয়ান OS এখন যাদু ঘরে যায়গা করে নিয়েছে। প্রকৃত পক্ষে সিমবিয়ান ওপেরেটিং -এ

অনেক কাজ করা যায় যা আমরা অনেকেই যানি না। যারা ‍সিমবিয়ান OS চালাইছে তারাই এর ভাল মন্দ বিচার করতে পারবে।

আসুন আমরা জেনে নেই যা যা লাগবে।

আপনার যদি ল্যাপটপ থাকে তাহলেই ভাল আর পিসি হলে বাজারে ব্লুটুথ ডিভাইস কিনতে পাওয়া যায়। দাম নিতে পারে ১০০ টাকা। সেটা কিনলেই হবে।

আপনার পিসি বা ল্যাপটপে windows 7 থাকলে ভালো হবে। অন্যান্য windows-তে হবে কিনা জানা নাই। কারন আমি windows 7 -চালাইছি।

এবার শুরু করা যাক, প্রথমে আপনার ল্যাপটপের ব্লুটুথ আইকনে মাউসের ডান বাটন ক্লিক করুন। না বুঝলে নিচের ছবিটা দেখুন।

11

এখানে show Bluetooth device- এ ক্লিক করুন । এর পর একটা windows আসবে ঠিক নিচের মত।

22

আপনি যে মোবাইলে ব্লুটুথ দিয়ে ইন্টারনেট চালাবেন সেই মোবালে ব্লুটুথটা অপেন করে নিন।

এখানে ঐ মোবালের ব্লুটুথ না আসলে add a device -এ ক্লিক করে মোবাইলটি এড করে নিন।

33

এর পর আপনার মোবাইলটি আসলে ওখানে ডাবল ক্লিক করুন। আবার একটা windows-আসবে ঠিক নিচের মত।

44

এখানে phone operation  ঠিক নিচে লেখা আছে Internet & telephone এর নিচে আবার লেখা আছে

use the Nokia (with model number) phone to connect to the internet  এখানে connect -এ ক্লিক করুন

একটু পর আবার windows- ঠিক নিচের মত।

55

আপনি যে নকিয়া মোবাইলে কানেকশন দিয়েছেন তার মডেল নাম্বার উপরে দেখা যাবে।

এখানে Dial *99# – এটা আছে না থাকলে দিয়ে নিন কারন এটাই আপনার মডেম এর কনফিগেরেশন।

এর পর নিচে Dial- উপরে ক্লিক করুন দেখবেন কানেক্টেট হয়ে গেছে।

66

উপরের ছবিতে কানেকশন পাওার পর কানেকটেট হয়ে গেছে।

আরকি এখন নেট চালান আরামচে।

আমার লেখা আপনাদের মাঝে ভালো লাগলে আমাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না।

আমাকে সবসময়ের জন্য পাবেন আমার ফেসবুক আইডিতে গেলে

আমার ফেসবুক আইডি দেখতে এখানে ক্লিক করুন।

2 thoughts on "সিমবিয়ানের ব্লুটুথ মডেম ব্যবহার করে কম্পিউটার বা ল্যাপটপে ইনটারনেট চালান"

Leave a Reply