সম্প্রতি অ্যাপেল ডেভেলপার কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)-তে যেসকল নতুন পণ্য ও সেবার উন্মোচন করা হয়েছে, আইওএস১০ তার অন্যতম। অ্যাপলের মোবাইল অপারেটিং সিস্টেমের পরবর্তী এই সংস্করণ বর্তমানে উন্মুক্ত করা হয়েছে সফ্টওয়্যার নির্মাতাদের জন্য। একনজরে নতুন যেসকল সেবা যুক্ত হচ্ছে আইওএস১০ -এ:

– সবচেয়ে বেশী পরিবর্তন আসছে মেসেজিং সুবিধায়। প্রায় পুরো বার্তা আদানপ্রদান ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। মেসেজ কিভাবে গ্রাহকের পর্দায় ফুটে উঠবে, যেমন ধীর লয়ে কিংবা চমকে ওঠার মতো দ্রুতগতিতে -তাও নির্ধারণ করতে পারবেন আপনি।
– মেসেজের কিছু অংশকে অস্পষ্ট রেখে পাঠাতে পারেন আপনি। ফলে মেসেজটি পড়তে প্রাপককে ঐ অস্পষ্ট অংশে স্পর্শ-সঞ্চালন(swipe) করতে হবে।
– ‘হোম’ নামের নতুন এই সুবিধা ঠিক হোমস্ক্রীনের সাথে সম্পর্কিত নয়। বরং ‘ইন্টারনেট অব থিংগস’ -এর এই ইন্টারফেস ব্যবহার করে নিজের ঘরের বাতি জ্বালানো কি দরজা বন্ধের কাজ করা যাবে।
– অ্যাপল পে সুবিধা যুক্ত হতে যাচ্ছে মোবাইলে। ফলে ব্রাউজের পাশাপাশি মোবাইল থেকে কেনাকাটাও করা যাবে শুধুমাত্র আঙ্গুলের ছাপ ব্যবহার করে।
যেসকল ডিভাইসে ব্যবহার করা যাবে আইওএস১০ –
মোবাইল : কমপক্ষে আইফোন ৫ ও তদুর্দ্ধ আইফোন
ট্যাবলেট: চতুর্থ প্রজন্মের আইপ্যাড ও তদুর্দ্ধ , আইপ্যাড মিনি ২ ও তদুর্দ্ধ
আইপড : শুধু ষষ্ঠ প্রজন্মের আইপড

3 thoughts on "নতুন যা নিয়ে আসছে অ্যাপেল আইওএস১০"

  1. yaasin vai Contributor says:
    এসব কোনো কাজের না।
  2. Himu Contributor says:
    a vai news lagbe na kajer post dao….ar kajer post kongula? riadrox er post gula akbar dakho..kajer post kake bole bujhe jabe
  3. M Abid Hasan Author says:
    kobe launch korbe??

Leave a Reply