আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আশা করি সবাই
ভালো আছেন। আজকে আপনাদের একটি মজার
জিনিষ শিখাবো। সেটা হল কিভাবে আপনি আপনার
উইন্ডোজ কম্পিউটার ফোল্ডার এর কালার বা রঙ
পরিবর্তন করবেন। অথবা কিভাবে বিভিন্ন রঙ্গে
সাজাবেন।
বর্তমানে অনেক সফটওয়ার রয়েছে
যেগুলো দিয়ে ফোল্ডার এর রঙ পরিবর্তন করা
যায়। কিন্তু এগুলার মধ্যে আপনি সহজ অথবা ভালো
কোন সফটওয়্যার সহজে খুঁজে পাবেন না।
আজকে আপনারদের সাথে আপনি অতি ছোট
একটি সফটওয়্যার শেয়ার করবো। সেটি দিয়ে
আপনি খুব সহজে এবং অল্প সময়েই আপনার
ডেস্কটপ অথবা লেপটপ ফোল্ডার এর রঙ বা
কালার পরিবর্তন করে আপনার কম্পিউটারকে রঙ্গিণ
করে তুলতে পারবেন। আজ আমি যেটা
দেখাবো সেটি খুবই কার্যকরি এবং সহজ। টিউনটি
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যি শেয়ার
করতে ভুলবেন না।

যেভাবে ফোল্ডার এর রঙ বা কালার পরিবর্তন
করবেনঃ

উপরের স্কীনশর্ট টা দেখে হয়ত বুঝতে
পারছে যে আমরা কি করতে যাচ্ছি। আসলে বিষয়
টা অনেক মজার। এটা করার জন্য আপনাকে
প্রথমে একটি সফটওয়ার ডাউনলোড করতে
হবে। তার পর আপনার ইচ্ছানুযায়ী রঙ পরিবর্তন
করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক…

ধাপ১ঃ

সর্বপ্রথম Software FolderColorizer নামক একটি
সফটওয়ার ডাউনলোড করতে হবে।
Download here
এটি ১০০% পরীক্ষিত এবং ভাইরাস মুক্ত।
নিঃসন্দেহে ডাউনলোড করতে পারেন।

ধাপ২ঃ

Software FolderColorizer টি ডাউনলোড করার পর
ইন্সটল দেন। ইন্সটল দেওয়ার পর আপনি যে
ফোল্ডারটির রঙ পরিবর্তন করতে চান সেই
ফোল্ডার১টির উপর রাইট ক্লিক করুন। সেখানে
আপনি Colorize নামের নতুন একটি অপশন
দেখতে পারবেন। সেখান থেকে আপনি
আপনার পছন্দের রঙ টি বেছে নিতে পারেন

আপনার নির্বাচিত ফোল্ডারটির জন্য। নিচের
স্কীনশর্টটি দেখুন…

এভাবে আপনি আপনার প্রতিটি ফোল্ডার এর রঙ
পরিবর্তন করতে পারবেন আপনার পছন্দনুযায়ী।
যার ফলে আপনার কম্পিউটার দেখাবে আরও
কালারফুল অথবা রঙ্গিন। আজ এ পর্যন্তই। কোন
সমস্যা হলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।
আর টিউনটি ভালো লেগে থাকলে অবশ্যই
আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন
না। ধন্যবাদ সবাইকে।

আমাদের সাইটে ঘুরে আসার অনুরদ রইলো mixtunebd.com

6 thoughts on "বিভিন্ন রঙ্গে সাজান আপনার উইন্ডোজ এর ফোল্ডার। মাত্র ১.৫ এমবির একটি ছোট সফটওয়্যার দিয়ে Don’t miss!"

    1. Mohammad Robiul Author Post Creator says:
      #Shahin Habib Tnx.
  1. Mahim Boss Subscriber says:
    Awesome Post……Thank You…..
    1. Mohammad Robiul Author Post Creator says:
      #Mahim Boss Tnx
    1. Mohammad Robiul Author Post Creator says:
      #Tutul welcome bro.

Leave a Reply