[System][Apps] নিয়ে আসলাম Android System Apps Collection by Riadrox
Intro
## আমরা ফোন রুট করার পর অনেক সময় ভুলবশত ফোনের System/app থেকে ফোনের ডিফল্ট এপগুলো ডিলিট করে ফেলি।
## আবার কাস্টম রম দেওয়ার পর দেখা যায় পূর্বের স্টক রমের কিছু কিছু গুরুত্বপূর্ন এপস নেই।
তবে আসল সমস্যা হলো যাদের Stock Rom এর Sytem Apps Odexed তারা চাইলেও স্টক রম থেকে নিয়ে আর ব্যবহার করতে পারেন না।
তাই আপনাদের জন্য নিয়ে আসলাম জেলিবিন ৪.২.২ বেজড (আমার ফোনের) স্টক সিস্টেম এপসগুলো – যা
অন্য যেকোনো Jellybean 4.2.2 স্টক রম কিংবা Custom ROm এও ব্যবহার করতে পারবেন।
,
,
,
,
,
,
যারা বোঝেননি তারা দূরে থাকুন কারন রুট এডভান্সড ইউজার রা জানে এসব এপস কত দরকারি!
আর নেট ঘেটেও খুজে পাওয়া যায় না।
ScreenShots
,
,
,
,
,
,
,
## পুরা ২ ঘন্টা ধরে আপলোড করছি। একটা একটা করে।
## সবগুলো এপের সাইজ টোটাল ৪৬ এমবি।
ডাউনলোডসবগুলোর সর্টিং করে সিরিয়ালি দেওয়া আছে, আপনারা যেটার দরকার ডাওনলোড দিতে পারবেন।
Download List : Stock System Apps for Android Jellybean 4.2.2
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox
Fb/myself.riadrox
Auto hibernate – https://trickbd.com/android-xposed-framework/50944