ল্যাপটপের চার্জ দ্রুত শেষ হয়ে যাচ্ছে?
আপনার ল্যাপটপে এমন কোনো অ্যাপ
নিশ্চয়ই চালু আছে, যা এর জন্য দায়ী।
বিশেষজ্ঞরা বলছেন, গুগলের ক্রোম
ব্রাউজারের কারণেই ল্যাপটপের
চার্জ দ্রুত শেষ হয়।

ক্রোম ব্রাউজার যাতে কম মেমোরি
ও চার্জ ব্যবহার করে ভালো
পারফরম্যান্স দেখাতে পারে, এ জন্য
অনেক চেষ্টা করছে গুগল। এরপরও
ল্যাপটপের দ্রুত চার্জ শেষ করার জন্য
ক্রোমকে দায়ী করেন বিশেষজ্ঞরা।
যেভাবে সমস্যা দূর করবেন:

১. ট্যাব ও এক্সটেনশন বন্ধ করুন
ক্রোমে যত বেশি ট্যাব ও এক্সটেনশন
চালু থাকবে, তত বেশি চার্জ ফুরাবে।
অবশ্য সব ট্যাব বন্ধ করার আগে ক্রোমের

বিল্ট ইন টাস্ক ম্যানেজার থেকে
দেখে নিন কোনো ট্যাব বেশি
সিপিইউ ও মেমোরি ব্যবহার করছে।
ক্রোমের ইউআরএল বার থেকে
হ্যামবার্গার মেনু থেকে মোর টুলস
হয়ে টাস্ক ম্যানেজারে যেতে
পারেন।
যে এক্সটেনশনটি বেশি চার্জ শেষ
করছে, তা হাইলাইট করে এন্ড প্রসেসে
ক্লিক করে তা বন্ধ করে দিতে
পারেন।

২. ক্রোমের সেটিংসে থাকা
হার্ডওয়্যার
এক্সসিলেরেশন প্রক্রিয়ার মাধ্যমে
পিসিতে ক্রোমের পারফরম্যান্স
বাড়িয়ে নিতে পারেন।
সেটিংসটি খুঁজে বের করতে
ক্রোমের সেটিংস থেকে শো
অ্যাডভান্সড সেটিংসে যান।
হার্ডওয়্যার এক্সসিলরেশন বক্সে টিক
দিন। ক্রোম রিস্টার্ট দিন।

৩. রিসেট বাটনে ক্লিক করুন
গুগল ক্রোম রিসেট করলে কিছুটা সুফল
পাবেন। অ্যাডভান্সড সেটিংস
পেজের হার্ডওয়্যার
এক্সসিলেরেশনের ঠিক নিচেই এর
অবস্থান।

গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল ফ্রী নেট টিপস পেতে
এখানে ক্লিক করুন

One thought on "ল্যাপটপের চার্জ খাচ্ছে কে ?"

  1. Reja BD Author says:
    Bai Amar Leptop On Korle, Windows Eror Recovay , dekhay Ki korbo

Leave a Reply