হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভাল আছেন।
আজ আপনাদের সাথে আমি শেয়ারইট এর update version এর সমস্যাগুলো তুলে ধরব।
মূলত update version যেরকম সিস্টেম করেছে তাতে অনেকেই বিরক্ত হওয়ার কথা,
কারণ update version অনেক সমস্যা রয়েছে যা পুরাতন ভার্সনের নেই, তাই আপনাদের সাথে আমি আপগ্রেড ভার্সন এবং পুরাতন ভার্সনের সাথে তুলনামূলক ভাবে কিছু আলোচনা করে বোঝানোর চেষ্টা করবো যে কেন পুরাতন ভার্সন ব্যবহার করাটাই আমাদের জন্য ভাল বা আমাদের ফোনের জন্য ভালো ।
আমরা অধিকাংশ মানুষই মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং অধিকাংশ মানুষই মিড বাজেটের ফোন ব্যবহার করে থাকি আর এই সমস্ত ফোনগুলোতে ভারী কোনো app চলতে অনেক সমস্যা হয়, আর ভারি এ্যাপস এর মধ্য Shareit, ফেসবুক, মেসেঞ্জার ucbrowser অন্যতম।
অন্যান্য এপগুলো আগে থেকে ভারী থাকলেও শেয়ারইট update version অনেকটা ভারী করেছে। তাই আমাদের উচিত old ভার্সন ব্যবহার করা, চলুন আমরা জেনে আসি শেয়ার ইট update version এর কিছু অসুবিধা

১.upadate version এ প্রচুর পরিমাণে অ্যাড আসে এবং ভিডিও অ্যাড আসে যেগুলো আমাদের বিরক্ত কারণ হয়ে দাঁড়ায

২. প্রচুর পরিমাণে নোটিফিকেশন আসে যা ফোন হ্যাং করে দেয়

৩. প্রচুর পরিমাণে ram খরচ করে

৪. size পুরাতন ভার্সনের চেয়ে অনেক বেশি

৫. update version এ আমি শেয়ার history খুঁজে পায়নি আপনারা খুঁজে পেয়েছেন কি না জানি না তবে আমি অনেক চেষ্টা করেও শেয়ার history খুঁজে পাইনি

৬. update version এর ডিজাইন অনেকটা বিরক্তিকর এবং বাজে।

৭.অনেক বেশি ram খরচ করে বলে এটি ফোনে অনেক স্লো কাজ করে.

update version এ অনেক বেশি অসুবিধা থাকলেও পুরাতন ভার্সন এই ধরনের অসুবিধা নেই ।
update version এর size 15 এমবিরও বেশি।
পুরাতন ভার্সন সাইজ মাত্র 4 এমবি+
তাই আপনি চাইলে পুরাতন ভার্সন ব্যবহার করতে পারেন ।
আমি নিচে ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি

Shareit old version Download

আপনি অনায়াসেই এই ভারশন দিয়ে সব কাজ করতে পারবেন অনেক বেশি ফাস্ট এবং দুরদান্ত অভিজ্ঞায়।এটা আমাদের ফোনের জন্য অনেক ভালো।

আজপর্যন্তই সবাই ভাল থাকবেন।
ধন্যবাদ সবাইকে

20 thoughts on "কেন ব্যবহার করবেন SHAREit এর পুরাতন ভার্শন?"

  1. Nazmul hj Contributor says:
    hmm bro r8 blchen
  2. Rsking Author says:
    vai..post valo kono bisoy a koren.
  3. md. polash Contributor says:
    Old ta সাপোর্ট করে না
  4. Himaloy Himu Author says:
    আপনার কাছে নতুন ভার্সনের ম্যাটেরিয়াল ডিজাইন ভালো না লাগলেও অনেকের কাছে এটি ভালো লেগেছে। তাই তাই এটিকে এপের বাজে দিক বলার কোনো মানে হয়না। এটি একান্তই আপনার ব্যক্তিগত মতামত।
    আর নতুন ভার্সনে Local এ ক্লিক করে Others এ গেলে History এর অপশন পাবেন। আপনি মেবি ভালো করে খুজেন নি।
  5. Himaloy Himu Author says:
    আপনার কাছে নতুন ভার্সনের ম্যাটেরিয়াল ডিজাইন ভালো না লাগলেও অনেকের কাছে এটি ভালো লেগেছে। তাই তাই এটিকে অ্যাপের বাজে দিক বলার কোনো মানে হয়না। এটি একান্তই আপনার ব্যক্তিগত মতামত।
    আর নতুন ভার্সনে Local এ ক্লিক করে Others এ গেলে History এর অপশন পাবেন। আপনি মেবি ভালো করে খুজেন নি…
  6. Himaloy Himu Author says:
    নতুন ভার্সনে Local এ ক্লিক করে Others এ গেলে History এর অপশন পাবেন। আপনি মেবি ভালো করে খুজেন নি…
  7. Himaloy Himu Author says:
    আপনার কাছে নতুন শেয়ারইটের ম্যাটেরিয়াল ডিজাইন ভালো না লাগলেও অনেকের কাছে এটি ভালো লেগেছে। তাই তাই এটিকে এপের বাজে দিক বলার কোনো মানে হয়না। এটি একান্তই আপনার ব্যক্তিগত মতামত।
    আর নতুন ভার্শনের Local থেকে Others এ গেলে History এর অপশন পাবেন। আপনি মেবি ভালো করে খুজেন নি…
  8. himuh007 Author says:
    আপনার কাছে নতুন ভার্সনের ম্যাটেরিয়াল ডিজাইন ভালো না লাগলেও অনেকের কাছে এটি ভালো লেগেছে। তাই তাই এটিকে এপের বাজে দিক বলার কোনো মানে হয়না। এটি একান্তই আপনার ব্যক্তিগত মতামত। আর নতুন ভার্সনে Local এ ক্লিক করে Others এ গেলে History এর অপশন পাবেন। আপনি মেবি ভালো করে খুজেন নি…
  9. kartiek Contributor says:
    try to post more important thing…thanks for post
  10. Shakil Ahammed Contributor says:
    আপনি ঠিক বলেছেন।আমি অনেক আগে থেকেই ওল্ড ব্যবহার করি।
  11. Piprar Doctor (Shahin) Author says:
    Ami o old verson use kori
  12. amio ashik Contributor says:
    একদম ঠিক।
  13. Fahim Contributor says:
    vai jei link ta apni dicen ei shareit ta ki auto update chabe?
  14. Tushar Alam Author says:
    কারা কি কমেন্ট করে আর আপনি ও বা কি পোষ্ট করেন। শুনুন, আপডেটেড ShareIT ছাড়া Oreo 8.1 এ ট্রান্সফার অসম্ভব। নতুন ভার্সনের ডিজাইন, ফিচার সবাইকে মুগ্ধ করতে বাধ্য। অবশ্য কম র‍্যামের ফোনের জন্য ওল্ড টাই ঠিক।। কিন্তু র‍্যাম বেশি হলে বুঝবেন আপডেটের কি মজা।সুতরাং বোঝা যাচ্ছে যে পোষ্ট টি সম্পুর্নই আপনার ব্যাক্তিগত মতামত, আর ট্রিকবিডি মত প্রকাশের জায়গা না ভাই।
    1. rsbablu Contributor says:
      Updated version onk ad ase.. ja onk Boring lage!!
      ai ad off kora jay?
  15. Roney Islam Bijoy Contributor says:
    Ami.old version use kori.but bar bar update cai ata stop korbo kivabe
    1. Md Hamim Contributor says:
      Apk editor deya Old shareit ar version ta latest version ar satha replace kora din
  16. HollowMan Author says:
    old e use kori.!!
    thanks.!
  17. Md Tawhid Contributor says:
    notun tar design valo holeo ati onek video download kore ja biroktikor.
  18. Sumon Mia Contributor says:
    সেটাং থেকে সব বন্ধ করা যায় সো সমস্যা নেই
    নিউ ভার্সন ই ভালো

Leave a Reply