বন্ধুরা অাজকে অামি ইউটিউবের RPM,CPC,CTR সহ অারো গুলো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে বিস্তারিত লেখার চেস্টা করেছি।অাশা করি অাপনাদের পোষ্টটি অনেক ভালো লাগবে।তো অার কথা না বাড়িয়ে সরাসরি মূল কাজে চলে যাওয়া যাক….
বন্ধুরা অনেকেরই এডসেন্স একাউন্ট Invalid Click এর জন্য সাসপেন্ড হয়ে যায়।তখন অাপনারা অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।এই Invalid Click/Invalid Activity এর সমস্যাতে যেনো অাপনাকে না পড়তে হয় সেজন্য যা করনীয়ঃ
এখন কথা বলবো এডসেন্সের মধ্যে থাখা CTR,CPC,RPM অপশনগুলো সম্পর্কে। বর্তমানে অনেক নতুন ইউটিউবার অাছে যারা নতুন কাজ শুরু করতেছে তাদের মধ্যে অনেক লোক অাছে যারা CTR,CPC or RPM সম্পর্কে কিছুই জানেনা।এমনকি তারা এটাও জানেনা যে এটা কেন হয় & CTR যদি বেড়ে যায় তখন চ্যানেলের কি ক্ষতি হবে।তো এই কারনে যারা এগুলো সম্পর্কে কিছুই জানেন না তারা এই অংশটা ভালো ভাবে পড়ে নিবেন
এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে অামি কিভাবে বুঝবো কোনটা Low Quality Ad?
উওরঃ এটা বের করা খুবই সহয।অাপনার ভিডিওতে যে Ad টা শো করবে তার নাম/লিংকটা অাপনি লিখে রাখবেন বা কপি করে রাখবে।তারপরে অাপনি গুগলে ডুকে Keywordspy লিখে সার্চ দিবেন।তখন যে সাইটটা সবার প্রথমে পাবেন ঐ সাইটে ডুকবেন।তখন সেখানে সবার প্রথমেই একটা বক্স পাবেন সেখানে অাপনার কপি করা অ্যাডটার লিংক পেস্ট করে দিবেন।তারপরে বক্সের পাশে কিছু অপশন পাবেন সেখান থেখে keywords & লোকেশন দিবেন USA. তারপরে সার্চ করবেন। তাহলেই অাপনি ঐ অ্যাডটির CPC Rate পেয়ে যাবেন।এভাবে অাপনি কম রেটের CPC ব্লোক করতে পারবেন।
অাজকে সর্বশেষ যে অপশনটি সম্পর্কে কথা বলবো তা হলো অ্যাডসেন্স থাখা Hosted Account আর Non-Hosted Account কি তার সম্পর্কে
বন্ধুরা এই ছিলো অাজকের পোষ্ট।অাশা করি ভালো লাগছে।যদি কোনো জাইগাতে বুঝতে সমস্যা হয় বা বুঝতে না পারেন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন।অার দয়াকরে কেও খারাপ কোনো কমেন্ট করবেন না।যদি কোনো ভুল হয়ে থাখে তবে সেটা ধরিয়ে দিবেন তবে খারাপ কোনো কথা বলবেন না।
কি হেল্প লাগবে?
১-ভাই আমি যদি আগে একটা এডমব একাউন্ট খুলি তাহলে কি আমি ওই জিমেইল দিয়ে আবার এডসেন্স খুলতে পারব?
২- আরএডমব যেই নাম্বার দিয়ে বা যেই নাম্বার এর জিমেইল দিয়ে খোলা ওই নাম্বার এর নতুন জিমেইল দিয়ে খুলতে নতুন এডসেন্স খুলতে চাই তাহলে কি এডসেন্স খুলবে আর যদি খুলে তাহলে কি এডমব একাউন্ট ডিজেবল হলে এডসেন্স ও কি ডিজেবল হবে?