WordPress Website Creating & Auto Blogging এর সিরিজ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এটি হচ্ছে এই সিরিজ এর তৃতীয় পর্ব।
গত পর্বে দেখিয়েছিলাম কীভাবে অটোম্যাটিক পোস্ট করার জন্য প্লাগিন সেট আপ করতে হয়। যারা গত পর্বের পোস্ট গুলো দেখেন নি তারা নিচের দেওয়া লিংক থেকে দেখে নিন।
এই পর্বে দেখাব কীভাবে SEO করার জন্য কীভাবে Yoast SEO সেট আপ করতে হয়। যদি এইটা নিয়ে ট্রিকবিডিতে আগ পোস্ট করা আছে…তারপর ও পোস্ট এর অংশ হিসেবে আমি আবার করতেছি।
প্রথমেই আপনার সাইটের ড্যাশবোর্ডে চলে যান।
সেখান থেকে Plugin>>Add New তে ক্লিক করুন।
তারপর সার্চ বক্সে Yoast SEO লিখে সার্চ করুন।
প্রথমে যেই প্লাগিন টি আসবে সেটা ইন্সটল করে নিন।
ইন্সটল হয়ে গেলে এক্টিভ এ ক্লিক করে একটিভ করে নিন।
এবার ড্যাশবোর্ডে এ দেখবেন SEO নামে নতুন একটি অপশন যুক্ত হয়েছে। সেখানে ক্লিক করুন।
তারপর Cofigure Wizard এ ক্লিক করুন।
এবার সব কিছু আপনার নিজের মত করে দিয়ে নেক্সট দিয়ে যান।
এরপর দেখবেন Google Search Console এর সাথে কানেক্ট করতে বলছে। এখন Authenticate এ ক্লিক করুন।
এরপর আপনাকে সার্চ কন্সোল এ নিয়ে যাবে। সেখানে একটি কোড পাবেন।
কোড টি কপি করে নিন।
কপি করা কোড টি Yoast এ দিয়ে Authenticate এ ক্লিক করুন।
এবার আর কয়েকটি স্টেপ বাকি। বরাবর নেক্সট দিয়ে যান।
দেখুন সক্সেস আসলে আপনার SEO Complete…
আশা করি এই টুকু সবাই বুঝতে পেরেছেন। তারপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিও টি দেখুন।
প্রতিদিন অনলাইন আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলঃ Crack Labz
☞ Walton Primo X4 Pro,, Version 6.0,, mt6755 & kernel 3.18.22
যদি Stock Recovery.img প্রয়োজন হয়, তাহলে বইলেন, আমি লিংক দিয়ে দিবো। (কেউ বানিয়ে দিলে খুব কৃতজ্ঞ থাকবো)
অনেকদিন আগে দুই জনে একটা নোটিফিকেশন প্লাগিন নিয়া পোস্ট করছিলো কিন্তু সেই লিংক এখন আর কাজ করে না, তাই ডাউনলোড ও করতে পারতেছিনা।
apnar jonnoy ami first time Complete ekta website banate perechi..
jodio ami ageo 2 1ta baniyecilam tobe segula practic korar.jonno,
segula theke ami sikechi kivabe WordpRess install dite hoy, and theme instll dite..
kintu ei var ami aro onek kicuy sikte perechi, and site complete o korechi..
ar ame site ta Google a Add hoye gece,, ekon Google search korle amar post, site, about ei sobi ase.. ar ami online gatagati kore aro customize o koreci but apnar post na pele korte partam na…
এখন জানতে চাচ্ছি, Adsesns নিয়ে,, adsense er jonno ki ki korte hoy